মাস্ক দেওয়ায় চীনের প্রতি বিএনপির কৃতজ্ঞতা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা প্রতিরোধে বিএনপির তৎপরতার প্রতি সংহতি প্রকাশ করেছে চায়না কমিউনিস্ট পার্টি (সিপিসি)। তার নিদর্শন হিসেবে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস বিপুল পরিমাণ মাস্ক বিএনপি প্রতিনিধি দলের হাতে হস্তান্তর করেছে। বাংলাদেশের জনগণ ও বিএনপির প্রতি চায়না কমিউনিস্ট পার্টির এই সংহতি ও সহমর্মিতার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও সিপিসির প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) এই মাস্কের চালান গ্রহণ করে বিএনপি।

বিজ্ঞাপন

জানা যায়, চায়না দূতাবাস থেকে সিপিসির মাস্কের ব্যাপারে বিএনপিকে জানানো হলে মাস্কের চালান গ্রহণ করার জন্য চায়না দূতাবাসে দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির তিন সদস্যের একটি প্রতিনিধি দলকে পাঠানো হয়।

প্রতিনিধি দলে মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদসহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু। চায়না দূতাবাসের পক্ষ থেকে যথাক্রমে মি. ফেং ঝিজিয়া ও মি. ঝেং এই অনুদান সামগ্রী তাদের কাছে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন