ফরাসি লিগে পিএসজি’র উদ্বোধনী ম্যাচ স্থগিত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রস্তুতির জন্য সময় পাচ্ছে পিএসজি

প্রস্তুতির জন্য সময় পাচ্ছে পিএসজি

মাঠে গড়িয়েছে ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুম। ২০২০-২১ লিগ মৌসুমে প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলার কথা ছিল শনিবার।

বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে চ্যাম্পিয়নস লিগ ট্রফি হারানোর ঠিক ছয় দিন পর লেন্সের বিপক্ষে মাঠে নামার কথা ছিল নেইমারদের।

বিজ্ঞাপন

কিন্তু ম্যাচটি শনিবার, ২৯ আগস্ট হচ্ছে না। চ্যাম্পিয়নস লিগ ফাইনালিস্ট পিএসজি নতুন লিগ মৌসুমের প্রস্তুতির জন্য আরও ১২ দিন সময় পাচ্ছে। ফরাসি ফুটবল কর্তৃপক্ষ ফরাসি লিগ ওয়ানে তাদের ওপেনিং ম্যাচের নতুন সূচি দিয়েছে।

পিছিয়ে যাওয়া ম্যাচটি হবে আগামী ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আন্তর্জাতিক ফুটবলের বিরতির ঠিক পরে।

বিজ্ঞাপন

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে বন্ধ হয়ে যাওয়া ফরাসি লিগ ওয়ানের গত মৌসুমটা আর মাঠে গড়ায়নি। এপ্রিলে বাতিল করা হয় টুর্নামেন্ট। ১২ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা পায় পিএসজি।