মেসি জানালেন-বার্সাই ভালবাসা, এখানেই থাকছি



স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
জল্পনার অবসান, বার্সাতেই মেসি

জল্পনার অবসান, বার্সাতেই মেসি

  • Font increase
  • Font Decrease

সিদ্ধান্ত জানিয়ে দিলেন মেসি। তিনি থাকছেন বার্সোলোনায়। সামনের বছরের ৩০ জুন পর্যন্ত বার্সোলোনায় থাকছেন তিনি। সেই তারিখ পর্যন্তই বার্সার সঙ্গে তার চুক্তি আছে। গোলডটকমের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাতকারে মেসি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দেন-‘আমি কখনোই দলবদল নিয়ে আদালতে যেতে চাই না। কারণ বার্সেলোনা আমার ভালবাসার ক্লাব। এখন যদি এখনে আরো বছর খানেক থেকেই আমাকে পরে দলবদল করতে হয়, তাহলে আমি থেকে যাচ্ছি, এই মৌসুম থাকছি।’

মেসির এই ঘোষণার মধ্য দিয়েই তার দলবদলের সব রহস্যেরও সমাধান হয়ে গেল। খুব শিগগিরই বার্সোলোনার হয়ে প্রাক মৌসুম অনুশীলনে ফিরছেন বিশ্বসেরা ফুটবলার।

দলবদল নিয়ে তার বাবা ও ভাইয়ের সঙ্গে বার্সোলোনার প্রেসিডেন্ট মারিয়া বার্তোমেউ’র মধ্যকার কয়েকদফা বৈঠক শেষে নিজের এই সিদ্ধান্তের কথা জানান মেসি।

গত ২৫ অগাস্ট মেসি বার্সার প্রেসিডেন্টের কাছে ফ্যাক্সবার্তা পাঠিয়ে জানিয়ে দেন-তিনি দলবদল করতে চান। তাকে যেন বার্সা ছেড়ে দেয়। কিন্তু বার্সোলোনা সাফ জানিয়ে দেয়, ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ ছাড়া মেসি অন্যত্র দলবদল করতে পারবেন না। চুক্তিপত্রে সেটাই লেখাই আছে। যদি ফ্রি ট্রান্সফারে দলবদল করতে হতো তাহলে অবশ্যই সেটা ১০ জুনের মধ্যে বার্সোলোনাকে মেসির জানাতে হতো। কিন্তু মেসি জানিয়েছেন অগাস্টের শেষ সপ্তাহে। আর তাই এখন দলবদল করতে হলে অবশ্যই রিলিজ ক্লজের এই বিপুল অঙ্ক বার্সার একাউন্টে জমা করতে হবে।

এরই মধ্যে বার্সার অনুশীলনও শুরু হয়ে যায়। মেসি অনুশীলনে যোগ দেননি। পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছিল তাতে মেসি যদি দলবদল করতেই চান তাহলে বার্সা ব্যাপারটা আদালতে নেয়ার হুমকিও দিয়ে বসে। মেসি এখানেই পিছু হটেন। যে ক্লাবে খেলে মেসি আজ বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন। বিশ্বসেরা হয়েছেন। সেই ক্লাবের বিরুদ্ধে আদালতে তিনি কিভাবে দাঁড়াবেন? এই বোধশক্তি ও ভালবাসা থেকে মেসি অনিচ্ছাসত্বে আরেক মৌসুম বার্সায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেটা একপ্রকার বাধ্য হয়েই।

গোলডটকমের সঙ্গে সাক্ষাতকারে মেসি জানান-বছর খানেক ধরেই তিনি দলবদলের ব্যাপারে বার্সা প্রেসিডেন্টকে বলে আসছিলেন। ক্যারিয়ারের এই সময়টায় নতুন লক্ষ্য একটা স্থির করেছিলেন মেসি। বিশ্বের অন্য কোন লিগে খেলার অভিজ্ঞতা পেতে চেয়েছিলেন তিনি। কিন্তু বার্সা প্রেসিডেন্ট মেসিকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি।

এই প্রসঙ্গে মেসি বলেন-‘আমি যখন তাকে দলবদলের কথা বলেছিলাম, তখন তিনি বলেছিলেন আমরা এটা নিয়ে এখন না, পরে কথা বলবো। কিন্তু তিনি তো কিছুই করলেন না। কোন কথাও বললেন না। তিনি আসলে কি করতে চেয়েছিলেন, কি বলতে চেয়েছিলেন সে সম্পর্কে আমাকে কোন ধারণাই দিলেন না। আমি কোন আবেগের বশে দলবদলের সিদ্ধান্ত  নেইনি। ভেবেচিন্তেই নিয়েছিলাম। আমি যদি ফ্যাক্সেও মাধ্যমে দলবদলের কথা না জানাতাম তাহলে কিছুই ঘটতো না।’

১০ জুনের মধ্যে সিদ্ধান্ত জানানোর চুক্তির শর্ত প্রসঙ্গে মেসি জানান-‘মৌসুমের তখন মাঝপথ। তখন কি কিছু বলার সময়। প্রেসিডেন্ট শুধু আমাকে বলেছিলেন মৌসুম শেষ হোক, তখন তুমি যাবো না থাকবে সেই সিদ্ধান্ত জানিও। আমি তো তাই জানালাম। এখন তারা ১০ জুনের সময়সীমার উল্লেখ করছে। আমি আসলে আমার ক্লাবের সঙ্গে লড়াই করতে পারবো না। তাই আদালতে যাওয়ার কোন ইচ্ছে আমার নেই। আমি আরেক মৌসুম বার্সায় থাকছি। এই সময়জুড়ে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো বার্সাকে।’

৩৩ বছর বয়সী মেসি জানান-‘বার্সা ছাড়ার সিদ্ধান্তটা অনেক কঠিন ছিল। আমার স্কুলে পড়া ছেলে থিয়াগো টিভিতে খবর দেখার পর আমাকে প্রশ্ন করেছিল বাবা কি হচ্ছে এসব? আমাদের অন্যত্র চলে যাওয়ার বিষয়, তার স্কুল বদলের বিষয়ে, তাকে নতুন বন্ধু তৈরি করতে হবে-এসব কিছু নিয়ে আমি তাকে কিছু বলতেই চাইনি।’

মেসির কাছ থেকে পরে বিস্তারিত শুনে ছেলে থিয়াগোও কান্না ধরা গলায় বলেছিলো-‘যেও না’!

সেটাই আপাতত সত্যি হলো, মেসি বার্সায় থাকছেন আরো এক মৌসুম। তবে বার্সার জার্সিতে এটাই তার শেষ মৌসুম।

   

লিটনের ব্যাটিং দুর্দশায় বাড়ছে দুশ্চিন্তা



ক্রীড়া প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

২২, ৬, ১, ০, ০- শেষ পাঁচ আর্ন্তজাতিক ওয়ানডে ম্যাচে এটি তার রান। রানের যোগফল ২৯। গড় ছয়েরও কম!

০, ৩৬, ৭, ১- শেষ চার আর্ন্তজাতিক টি- টোয়েন্টিতে এটি তার রান। রানের যোগফল ৪৪। প্রতি ম্যাচে গড় ১১। 

এই ব্যাটারের নাম লিটন দাস। জাতীয় দলের উইকেটকিপার কাম ওপেনার। কিপিং নিয়ে তার কোনো সমস্যা নেই। কিন্তু সাদা বলের ক্রিকেটে তার সাম্প্রতিক ফর্ম বলছে, লিটন এখন সমাধান নন, বরং সমস্যা বাড়াচ্ছেন!

অথচ ঘরোয়া টি- টোয়েন্টি ক্রিকেটে বিপিএলে তার সময়টা তেমন মন্দ যায়নি। ১৪ ইনিংসে ৩৯১ রান। স্ট্রাইকরেটও মন্দ না, ১৩০.৭৬। হাফসেঞ্চুরি ছিল ৩টি। সর্বোচ্চ রান ৮৫। ছক্কা-চারও ভালোই হাঁকিয়েছিলেন এবারের বিপিএলে। ৪০টি চার। ১৭টি ছয়। তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে খেলেছিল। ফরচুন বরিশালের কাছে ফাইনালে হেরে যায় কুমিল্লা।

তবে বিপিএলের সেই ফর্ম আর্ন্তজাতিক ক্রিকেটে রাখতে পারছেন না লিটন দাস। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি- টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজটা চরম বাজে কেটেছে তার। জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই লিটন আরেকবার শুরুতেই ব্যর্থ। খেললেন ৩ বল। করলেন মাত্র ১ রান। ব্যাট ও প্যাডের ফাঁক গলে বল তার স্ট্যাম্প উপড়ে দিল। পেসার ব্লেসিং মুজারাবানির গতি ও সুইংয়ের কাছেই মুলত পরাস্ত হন লিটন। ম্যাচ জয়ের জন্য সহজ ১২৫ রানের লক্ষ্য। এমন ম্যাচে শুরুতেই এতো তাড়াহুড়ো করার প্রয়োজন ছিল না। কিন্তু লিটনের ব্যস্ততা দেখে মনে হচ্ছিল রানে ফেরার জন্য অনেক বেশি টেনশন পেয়ে বসেছে তাকে। 

ওপেনিং ব্যাটিং একটি বিশেষায়িত পজিশন। টেকনিক্যালি দক্ষতার সঙ্গে মানসিক দৃঢ়তার ভীষণ প্রয়োজন। ব্যাট হাতে বাজে সময়কে কিভাবে কাটিয়ে উঠতে সেই আত্মবিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ বিষয়। লিটনের ব্যাটে এবং খেলার ধরণে সেই আত্মবিশ্বাসই যে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেটে ওপেনারের কাছ থেকে বড় আসা মানেই দলের বাকিদের কাজটা সহজ হয়ে যাওয়া। জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটিং তো সেই প্রমানই রাখলো। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং- বোলিং এবং বড় জয়ের সাফল্যের দিনে বাংলাদেশের চিন্তার বিষয় শুধু একটাই, দলের আরেক ওপেনার লিটন দাসের ফর্ম। টি- টোয়েন্টি বিশ্বকাপ সামনের মাসে। আর দলের ওপেনারের এমন ফর্ম নিশ্চিতভাবেই নির্বাচকদের শান্তি কেড়ে নিচ্ছে।   

লিটন ক্রমশ দলের চিন্তা ও টেনশন বাড়াচ্ছেন! ৫ মে, সিরিজের দ্বিতীয় টি- টোয়েন্টি হোক সেই চিন্তামুক্তির সন্ধ্যা।

;

কোন টনিকে এমন আগ্রাসী প্রত্যাবর্তন সাইফউদ্দিনের?



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে ফিরেছিলেন; ফিটনেস এবং ফর্ম ফিরে না পাওয়ায় দল থেকে ছিটকেও গিয়েছিলেন। আরও একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন সামনে, ঠিক তখনই আঠারো মাস পর জাতীয় দলে ফেরা সাইফউদ্দিনের। ফিট থাকলে সাইফউদ্দিনের বিশ্বকাপ খেলা নিশ্চিত।

ইনজুরি থেকে ফেরার পর বিপিএলের মাঝপথ থেকে শুরু করে, ডিপিএল ঘুরে এবার জাতীয় দলে। সবখানেই বল হাতে বেশ উজ্জ্বল সাইফউদ্দিন। জিম্বাবুয়ের পক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৪ ওভার বল করে মোটে ১৫ রান খরচায় ৩ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। কোন টনিক বদলে দিয়েছে সাইফকে? সে কৌতূহলের জবাব নিজেই দিলেন এই অলরাউন্ডার, ‘২০২২ বিশ্বকাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরম্যান্সের কারণে। এ জন্য অনেক সিরিয়াস ছিলাম। পারফর্ম করতে চাচ্ছিলাম।’

আঠারো মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন। নার্ভাস থাকাটা অস্বাভাবিককিছু নয়৷ তবে সাইফের নার্ভাসনেসের কারণটা একটু ভিন্ন। ক্যারিয়ারে প্রথমবার এমন চ্যালেঞ্জের মুখে, টাইগারদের একমাত্র পেস বোলিং অলরাউন্ডার, ‘আজকে অনেক নার্ভাস ছিলাম। এর আগে অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেললেও এত নার্ভাস ছিলাম না। যেহেতু দুই ম্যাচ পরে ফিজ আসবে। একাদশ কী হবে না হবে, ম্যানেজমেন্ট জানে। আমি চেষ্টা করেছি ভালো করার।’

সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপ স্কোয়াডে অটোচয়েজ হিসেবেই থাকছেন সাইফ। তবে একাদশে নিজের জায়গা শক্ত করতে এভাবেই পারফর্ম করার কথাই শোনালেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ইকোনমি রেখেছেন তিনের ঘরে, উইকেটও তিনটা। এটা ধরে রাখাই আপাতত এই অলরাউন্ডারের লক্ষ্য৷ যেটা লাভটা বাংলাদেশেরই।

;

চলতি মৌসুমে প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন কোর্তোয়া



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গত মৌসুম শেষের পর এসিএল ইনজুরিতে পড়েছিলেন রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়া। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। ২০২৩/২৪ মৌসুমে তার মাঠেই নামা হয়নি। অবশেষে লা লিগায় আজ (শনিবার) কাদিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার গোলপোস্টের নিচে দাঁড়াবেন এই বেলজিয়ান গোলকিপার।

কোর্তোয়ার মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। লম্বা বিরতির পর দলের মূল গোলকিপারের মাঠে ফেরার সুসংবাদ দিয়ে তিনি বলেন, ‘(আজ) কোর্তোয়া খেলবে।’

কাদিজের বিপক্ষে খেললেও এখনো বড় ম্যাচে কোর্তোয়াকে খেলানোর পক্ষে নন আনচেলত্তি। তাই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের গোলপোস্টের প্রহরী কে হবেন সে প্রশ্নের জবাবে এই ইতালিয়ান কোচের সাফ জবাব, ‘বায়ার্নের বিপক্ষে (আন্দ্রি) লুনিন খেলবে।’

তবে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছালে কি লুনিনের জায়গা নেবেন কোর্তোয়া, এই প্রশ্নের উত্তর জানা নেই রিয়াল কোচের, ‘সম্ভাব্য চ্যাম্পিয়ন্স ফাইনালে কে খেলবে? এটা আমার জানা নেই।’

উল্লেখ্য, লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে আছে রিয়াল মাদ্রিদ। ৩৩ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্টে বেশি ৮৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিউখের বিপক্ষে ২-২ গোলে ড্র করে সমতায় রয়েছে। দ্বিতীয় লেগে ঘরের মাঠে ফাইনালের টিকিট কাটার সুযোগ এখন তাদের সামনে।

;

গ্যালারিতে স্ত্রীকে দেখেই জ্বলে উঠলেন স্টার্ক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক। চলতি আইপিএল শুরুর আগে নিলামে ২৪ কোটি ৭৫ লাখ রুপি খরচ করে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আইপিএলে মাঠে নামার নিজের নাম বা দামের প্রতি কমই সুবিচার করতে পেরেছেন। তবে শুক্রবার (৩ এপ্রিল) রাতে অন্য এক স্টার্কের দেখা মিলল!

এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচেই ৪ ওভার বল করে ৫৩ রান খরচ করেন স্টার্ক। মুম্বাইয়ের বিপক্ষে গত রাতের ম্যাচের আগে ৮ ম্যাচ খেলে পেয়েছিলেন ৭ উইকেট, ৫০ বা তার বেশি রান দিয়েছেন তিন ম্যাচে। প্রায় ১২ গড়ে রান বিলিয়েছেন।

তবে মুম্বাইয়ের বিপক্ষে স্টার্ক ৩.৫ ওভার বল করে ৩৩ রান খরচ করেই নিয়েছেন ৪ উইকেট। এটাই এবারের আইপিএলে তার সেরা বোলিং পরিসংখ্যান।

মুম্বাইয়ের বিপক্ষে কলকাতার ম্যাচটি দেখতে গ্যালারিতে হাজির ছিলেন স্টার্কের স্ত্রী এবং অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটার অ্যালিসা হিলি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাই এটিকে ‘লেডি লাক’ বলছেন।

;