সাকিবের নিষেধাজ্ঞার শেষদিন আজ



স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
ফের মাঠে ফেরার প্রতীক্ষায় সাকিব আল হাসান

ফের মাঠে ফেরার প্রতীক্ষায় সাকিব আল হাসান

  • Font increase
  • Font Decrease

২৯ অক্টোবর ২০২০ এর সকালটা সাকিব আল হাসানের জন্য অন্যরকম হবে। এদিনের সকালটাই তার জন্য নিয়ে আসছে স্বস্তির প্রহর। ক্রিকেট দুনিয়ায় এদিন থেকেই মুক্ত সাকিব। আইসিসি’র এক বছরের ক্রিকেট নিষেধাজ্ঞা সাকিবের শেষ হচ্ছে ২৯ অক্টোবর। এদিন থেকেই সব ধরনের ক্রিকেটে ফিরতে তার আর কোন বাধা নেই।

গেল বছরের ২৮ অক্টোবর আইসিসি বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারকে সব ধরনের ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ করে। বিতর্কিত এক ভারতীয় ক্রিকেট জুয়াড়ির কাছ থেকে পাওয়া প্রস্তাবের বিষয়টি সাকিব আইসিসি বা নিজ বোর্ডের যথাযথ কর্তৃপক্ষকে না জানানোর বিধি ভঙ্গ করেন। তারই প্রেক্ষিতে আইসিসি’র দুর্নীতি দমন বিভাগ (আকসু) এক তদন্ত করে। সেই তদন্ত কমিটির কাছে সাকিব নিজের ভুল স্বীকার করেন। দীর্ঘ সময় চলা সেই তদন্ত শেষে আইসিসি সাকিবকে এক বছরে জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করে। সাকিব সেই শাস্তি মেনে নেন।

তার একবছরের সেই শাস্তির শেষদিন আজ ২৮ অক্টোবর।

ক্রিকেটে ফিক্সিং বিতর্কে জড়িয়ে বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগে আশরাফুল পাঁচ বছর সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা পেয়েছিলেন। তবে পার্থক্য হলো আশরাফুলের নিষেধাজ্ঞার সেই শাস্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সাকিবকে নিষেধাজ্ঞা দিয়েছিল আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশ দলে ২০০৬ সালের ৬ আগস্ট সাকিব আল হাসানের ক্রিকেট অভিষেক হয়। এখন পর্যন্ত ৫৬ টেস্টে সাকিবের রান ৩৮৬২। সেঞ্চুরি ৫টি। উইকেট শিকার সংখ্যা ২১০। ২০৬টি ওয়ানডে ম্যাচে সাকিবের রান ৬৩২৩। ওয়ানডে সেঞ্চুরি করেছেন ৯টি। বাংলাদেশের হয়ে ৭৬টি আর্ন্তজাতিক টি- টোয়েন্টিতে সাকিবের রান ১৫৬৭। সর্বোচ্চ রান ৮৪। উইকেট সংখ্যা ৯২।

পরিসংখ্যান, পারফরমেন্স, র‌্যাঙ্কিং, প্রতিভা এবং ম্যাচ উইনিং মানসিকতা-সবকিছুর যোগফলে সাকিব আল হাসান বাংলাদেশের সবসময়ের সেরা ক্রিকেটার। লম্বা সময়ের জন্য টেস্ট এবং ওয়ানডেতে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে ছিলেন সাকিব।

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর নিজের হারানো সেই কৃতিত্ব ফিরে পাওয়ার লড়াইয়েও নামতে হবে সাকিবকে।

   

কোপার আগে ফার্নান্দেজকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কোপা আমেরিকার আগে কিছুটা দুশ্চিন্তায় পড়তে হচ্ছে আর্জেন্টিনাকে। দলটির তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের যে চোটে পড়ে মৌসুম শেষ হয়ে গেছে। আজ (২৬ এপ্রিল) কুঁচকির চোটে অস্ত্রোপচার হয়েছে তার। অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব চেলসি।

এনজোর চোট নিয়ে দেয়া এক বিবৃতিতে চেলসি জানায়, ‘এনজোর অস্ত্রোপচার সফল হয়েছে। এখন তার পুনর্বাসন কার্যক্রম শুরু হবে।’

এক টুইটে সফল অস্ত্রোপচারের কথা জানিয়েছেন এনজো নিজেও , ‘আমার সফল অস্ত্রোপচার হয়েছে। গত ছয় মাস ধরে এই ব্যথা বয়ে বেড়াচ্ছিলাম। তাই অস্ত্রোপচারের দরকার ছিল।’

কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন এনজো, সে ব্যাপারে চেলসি এখনো কিছু জানায়নি। আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার পরবর্তী আসর। একটা কথা নিশ্চিত করে বলে দেয়া যায়, সে টুর্নামেন্টকে পাখির চোখ করেই এখন ফিট হয়ে ওঠার মিশনে নামছেন এনজো।

;

সাফের আগে তাইপের বিপক্ষে খেলবেন সাবিনারা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত আসরে সাবিনা খাতুনের নেতৃত্ব হিমালয়ের দেশ নেপালে বিজয় নিশান ওড়ান বাংলাদেশের মেয়েরা। এবার ঘরের মাঠে সে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে মাঠে নামবেন তারা। দিনক্ষণ নিশ্চিত না হলেও আগামী অক্টোবরে হতে পারে নারী সাফ। তার আগে চাইনিজ তাইপের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

তাইপের বিপক্ষে দুই ম্যাচ খেলার কথা নিশ্চিত করেছেন বাফুফের নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ, ‘জুন উইন্ডোতে আমরা চাইনিজ তাইপের সঙ্গে খেলবো। প্রথম ম্যাচ ৩১ মে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুন। তারা অফিশিয়ালভাবে চিঠি দিয়ে আমাদের নিশ্চিত করেছে।’ ম্যাচ দুটি বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে।

এছাড়া জুলাইয়ের ফিফা উইন্ডোতেও মেয়েদের ম্যাচ আয়োজনে চেষ্টা চলছে বলে জানান এই নারী ক্রীড়া সংগঠক, ‘জুলাইয়ের ফিফা উইন্ডোতেও আমরা ম্যাচ খেলার চেষ্টা করবো।’

চাইনিজ তাইপের ম্যাচগুলো খেলে বাংলাদেশের মেয়েরা সাফের আগে নিজেদের প্রস্তুত করতে পারবেন বলে মত কিরণের, ‘চাইনিজ তাইপে শক্তিশালী দল। তাদের বিপক্ষে বাংলাদেশ যখন ম্যাচগুলো খেলবে তারা তাদের সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে। সাফের আগে এটা অনেক বেশি কাজে দেবে বলে আমি মনে করি।’

;

দিল্লিতে মার্শের বদলি আফগান অলরাউন্ডার



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

হ্যামস্ট্রিংয়ের চোটে আইপিএল শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শের। তার বদলি হিসেবে আফগানিস্তানের অলরাউন্ডার গুলবাদিন নাইবকে বেছে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

নাইব আফগানিস্তানের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার। এখন পর্যন্ত ৮২ ওয়ানডে এবং ৬২ টি-টোয়েন্টিতে আফগানদের প্রতিনিধিত্ব করেছেন। জাতীয় দলের অধিনায়কত্ব করারও অভিজ্ঞতা রয়েছে তার। ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি।

গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করেন নাইব। বেঙ্গালুরু এবং ইন্দোরে অনুষ্ঠিত ম্যাচ দুটিতে পঞ্চাশোর্ধ্ব রানের দুটি ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

আইপিএলের চলতি আসরে শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ফর্ম ফেরার ইঙ্গিত দিচ্ছে দিল্লি। ৯ ম্যাচ থেকে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এসেছে তারা।

;

১৬ বছর পর অনুশীলনে ফিরে রোমারিওর জোড়া গোল



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

৫৮ বছর বয়সে পেশাদার ফুটবলে ফেরার ঘোষণা দেয়ার পর প্রথম অনুশীলন করলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তার চেয়ে অনেক কমবয়সী খেলোয়াড়দের সঙ্গে পাল্লা দিয়ে অনুশীলন করে জোড়া গোলও করেছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

বুটজোড়া তুলে রাখার পর রাজনীতিতে যোগ দেন রোমারিও। রিও ডে জেনেইরোর ক্লাব আমেরিকার সভাপতির পদও সামলান। এবার সেই ক্লাবের হয়েই ফের পেশাদার ফুটবলে মাঠে নামবেন তিনি। এর পেছনে মূল উদ্দেশ্য, ছেলে রোমারিনিওর সঙ্গে খেলা।

অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোমারিও বলেন, ‘আসল উদ্দেশ্য হচ্ছে আমার ছেলের সঙ্গে একই দলে খেলা। অনেক অ্যাথলেটদেরই এমন ইচ্ছে থাকে। যেমন লেব্রন জেমস আগামী বছর এনবিএ’তে তার ছেলের সঙ্গে খেলতে চায়। রিভালদোরও এই সুযোগ হয়েছিল। আমি তেমনটা করতে চাই।’

ফুটবল পায়ে কারিকুরি দেখানোর জন্য তো জগৎজোড়া খ্যাতি ছিলই রোমারিওর। এর বাইরে ঠোঁটকাটা স্বভাবের জন্যও তার পরিচিত আছে। তার শব্দবাণ থেকে নিস্তার ছিল না পেলে, জিকো, মারিও জাগালোদের। তবে এবার রোমারিও নিজেকেই নিশানা বানিয়ে বললেন, ‘আমি অনেক ক্লান্ত। আমাকে উঠানোর জন্য জলদিই স্ট্রেচার লাগবে। ১৬ বছর ধরে অনুশীলন করিনি, আজ একটু দৌড়েছি।’ তবে অতটুকুর মধ্যেই নিজের জাত চিনিয়ে দুইবার পেয়েছেন জালের দেখা।

আগামী ১৮ মে মৌসুমের প্রথম লিগ ম্যাচ খেলবে রোমারিওর ক্লাব আমেরিকা। সব ম্যাচ যে তার খেলা হবে না তা আগেই জানিয়ে দিয়েছেন রোমারিও, ‘আমি পুরো টুর্নামেন্ট খেলব না। কিছু ম্যাচে কয়েক মিনিট খেলব।’

;