ভারত-পাকিস্তান মহারণ আজ



এম. এম. কায়সার, স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
মুখোমুখি সরফরাজ আহমেদ-রোহিত শর্মা

মুখোমুখি সরফরাজ আহমেদ-রোহিত শর্মা

  • Font increase
  • Font Decrease

‘এই ম্যাচে যে ক্রিকেটার ভাল পারফরমেন্স করতে পারে, সে তার দেশে বড় তারকা হয়ে যায়।’

-কে বলছেন এই কথা?

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

-কোন ম্যাচকে ঘিরে? ভারত বনাম পাকিস্তান।

এশিয়া কাপে বিগম্যাচ আজ ১৯ সেপ্টেম্বর। দুবাইয়ে মুখোমুখি ভারত ও পাকিস্তান। টুর্নামেন্ট শুরু হয়েছে চারদিন আগে, ১৫ সেপ্টেম্বর। এরই মধ্যে চারটি ম্যাচও হয়ে গেছে। আপসেটের শিকার হয়ে শ্রীলঙ্কা বিদায় নিয়েছে। টানা দুই ম্যাচ হেরে হংকংয়ের টুর্নামেন্ট শেষ। সুপার ফোরের লাইনআপ চুড়ান্ত। তবে টুর্নামেন্ট যেন উত্তেজনার খোলস ছেড়ে বেরুচ্ছে আজ বুধবার, ১৯ সেপ্টেম্বর। এদিন যে ভারত-পাকিস্তান ম্যাচ!

এই ম্যাচের টিকেট নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। বিকেল বেলা অফিস থেকে একটু আগেভাগে ফেরার জন্য দরখাস্ত জমা পড়ছে কর্তার টেবিলে। কালোবাজারে চড়া মুল্যে বিক্রি হচ্ছে ম্যাচ টিকেট। ভারত-পাকিস্তান ম্যাচ বলে কথা! তাও আবার দুবাইয়ে!

এবারের এশিয়া কাপের আয়োজন ভারত। কিন্তু তারা টুর্নামেন্ট আয়োজন করেছে পাকিস্তানের ‘হোমগ্রাউন্ড’ হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। দুবাইয়ের তীব্র তাপদাহ এবং পাকিস্তানের ভীষন পরিচিত মাঠ-এই দুই অনুষঙ্গকে সুবিধায় নিয়েই আজ পাকিস্তান নামছে ভারতের বিরুদ্ধে। বিরাট কোহলি বিশ্রামে। এই টুর্নামেন্টে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সঙ্গে আছেন অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি। পাকিস্তানের বিপক্ষে যার ব্যাট বরাবরই বেশ ভাল কথা বলে!

তবে ভেুন্য, দুবাইয়ের আবহাওয়ায় মানিয়ে নেয়ার অভ্যাস এবং সব বিভাগে শক্তির ভারসাম্য-এসব বিষয়কে পরিমাপে রাখলে এই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে থাকছে পাকিস্তান। ব্যাটিং-বোলিংয়ে বেশ ভাল ধার দেখাচ্ছে পাকিস্তানের ওয়ানডে দল। টপঅর্ডার ব্যাটিংয়ে ফকর জামান, বাবর আজম এবং ইমাম-উল-হক ভাল ফর্মে। ওপেনার ফকর জামান বছরখানেক আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে ছিটকে দিয়েছিলেন ম্যাচ থেকে। চলতি বছর ওয়ানডেতে পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরিও হাঁকিয়েছেন (প্রতিপক্ষ জিম্বাবুয়ে) তিনি। শুরুতে তাকে আটকাতে না পারলে এই ম্যাচে বড় বিপদ অপেক্ষা করছে ভারতের জন্য। বাবর আজম আইসিসি র‌্যাঙ্কিংয়ে এখন বিশ্বে দুই নম্বরে অবস্থান করছেন। মিডলঅর্ডারে ইউনিস খানের অবসরের পর বেশ দক্ষতার সঙ্গেই দলের ব্যাটিং সামাল দিচ্ছেন আজম।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/19/1537335609933.jpg

বোলিংয়ে মোহাম্মদ আমিরের সঙ্গে স্পিডষ্টার হিসেবে যোগ দিয়েছেন উসমান খান। সঙ্গে থাকছেন হাসান আলী। এই তিন পাকিস্তানির বলে প্রচুর বৈচিত্র আছে। দুবাইয়ের উইকেট হয়তো পেস বোলারদের জন্য তেমন সহায়ক নয়। তবে এই উইকেট থেকেও কিভাবে সুবিধা আদায় করে নেয়া যায়, কিভাবে বলে রিভার্স সুইং করানো যায়-সেই কায়দা কানুন কিন্তু বেশ ভালই জানা পাকিস্তানি পেসারদের। লেগস্পিনার শাদাব খানও ম্যাচ উইনার বোলার।

ব্যাটিং-বোলিং সবমিলিয়ে পাকিস্তানের এই দলে বিগম্যাচ উইনার ক্রিকেটারের সংখ্যা বেশ। এলিট এই তালিকায় আছেন অভিজ্ঞ শোয়েব মালিকও।

ভারতীয় দলে শুধু বিরাট কোহলি খেলছেন না। বাকি সব তারকারাই আছেন এশিয়া  কাপে। হংকংয়ের বিরুদ্ধে ৩০ ওভার পর্যন্ত ভারতের বোলিংকে তেমন শক্তিশালী কিছু মনে হয়নি। কিন্তু ভারতের এই দলে চাপ সামাল দেয়ার ক্রিকেটারের অভাব সেই। আর সেই কাজটা সবচেয়ে দক্ষতার সঙ্গে করতে পারেন রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি। রোহিত হংকং ম্যাচে বড় স্কোর পাননি। কে জানে নিজের সেরাটা তিনি জমিয়ে রেখেছেন বিগম্যাচের জন্যই! আর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ধোনির পারফরমেন্সে চোখ বুলালে টেনশনে পড়ে যাওয়ার কথা পাক অধিনায়ক সরফরাজ আহমেদের। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে ভীষণ পছন্দ করেন ধোনি। তার পারফরমেন্সই সেই প্রমান দিচ্ছে। পাকিস্তানের বিপক্ষে ৩০ ইনিংসে ধোনির রান ১২৩০। আছে দুটি সেঞ্চুরি এবং নয়টি হাফসেঞ্চুরি। রান গড় ৫৫.৯!

হংকং ম্যাচে শূণ্য রানে আউট হওয়া ধোনি রানে ফেরার জন্য আজ তার প্রিয় প্রতিপক্ষকে পাচ্ছেন!

এশিয়া কাপে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে ভারত কিছুটা এগিয়ে থাকছে। এর আগে ১২টি ম্যাচে ভারত জিতেছে ছয়টিতে। পাকিস্তান পাঁচটিতে। একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়েছে। তবে আরব আমিরাতের মাটিতে পাকিস্তান-ভারত ম্যাচ মানেই পাকিস্তানের জয়ের পাল্লা অনেক ভারী। আমিরাতের মাটিতে উভয় দল মুখোমুখি হয়েছে ২৬ ম্যাচে। পাকিস্তানের জয় ১৯ ম্যাচে। ভারত হেসেছে ৭ ম্যাচে।

আজ কে হাসছে জয়ের হাসি?

   

ইংল্যান্ড দলে নতুনের কেতন, বাদ স্টার্লিং-রাশফোর্ড



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইউরোর জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। গ্যারেথ সাউটগেটের এই দলে রয়েছে একাধিক চমক। পুরোনো মুখ রাহিম স্টার্লিং, মার্কাস রাশফোর্ডদের বাদ দিয়ে তারুণ্যকে প্রাধান্য দিয়ে দল গড়েছেন তিনি।

ইংল্যান্ড অবশ্য আনুষ্ঠানিকভাবে এই দলকে প্রাথমিক স্কোয়াড না বলে প্রাক-ইউরো অনুশীলন ক্যাম্প স্কোয়াড হিসেবে অভিহিত করেছে।

প্রিমিয়ার লিগের মৌসুমসেরা ফুটবলার ফিল ফোডেন, সেরা উদীয়মান ফুটবলার কোল পালমার, জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকাদের দিয়ে গড়া ইংল্যান্ডের ফরোয়ার্ড লাইন সম্ভবত এবারের ইউরোরই অন্যতম সেরা। সঙ্গে অধিনায়ক ও বায়ার্ন মিউনিখে খেলা গোলমেশিন হ্যারি কেইন তো রয়েছেনই।

মধ্যমাঠে ডেকলান রাইস, কনর গ্যালাঘারদের সঙ্গে তরুণ কোবি মাইনু ও অ্যাডম হোয়ারটনের সুযোগ করে দিয়েছেন সাউথগেট।

রক্ষণে বরাবরের মতো রয়েছেন আলোচিত-সমালোচিত ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি মাগুয়ের। এছাড়া ম্যানসিটির কাইল ওয়াকার, জন স্টোনস, নিউক্যাসলের কিয়েরান ট্রিপিয়াররাও দলে জায়গা পেয়েছেন।

ইংল্যান্ডের ২৬ সদস্যের দল

গোলকিপার: জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, অ্যারন রামসডেল, জেমস ট্র্যাফোর্ড

ডিফেন্ডার: জ্যারাড ব্রান্থওয়েট, লুইস ডাঙ্ক, জো গোমেজ, মার্ক গুয়েহি, এজরি কনসা, হ্যারি মাগুয়ের, জ্যারেল কোয়ানসা, লুক শ, জন স্টোনস, কিয়েরান ট্রিপিয়ার, কাইল ওয়াকার

মিডফিল্ডার: ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড, কনর গ্যালাঘার, কার্টিস জোনস, কোবি মাইনু, ডেকলান রাইস, অ্যাডাম হোয়ারটন

ফরোয়ার্ড: জুড বেলিংহ্যাম, জ্যারড বোয়েন, এবেরেচি এজে, ফিল ফোডেন, অ্যান্থনি গর্ডন, জ্যাক গ্রিলিশ, হ্যারি কেইন, জেমস ম্যাডিসন, কোল পালমার, বুকায়ো সাকা, ইভান টনি, ওলি ওয়াটকিন্স

;

আস্থার প্রতিদান দিতে চান কাবাডি কোচ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের গত তিন আসরে বিদেশী কোচের উপর আস্থা রেখেছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এবার দেশী কোচদের উপর আস্থা রেখেছে ফেডারেশনটি। সেই আস্থার প্রতিদান দিতে চান জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত কোচ আবদুল জলিল। তিনি বলেন, গেল তিনটি আসরে বিদেশী কোচের মাধ্যমে আমরা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিলাম। চতুর্থ আসরে দেশী কোচদের উপর দায়িত্ব দেওয়ায় দলকে চ্যাম্পিয়ন করানো আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ।

কোচ জলিল বলেন, এবার দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো শক্তিশালী দল আসছে। কেনিয়াও বেশ শক্তিশালী। অন্যসব দলগুলো কমবেশি ব্যালেন্সড ও শক্ত প্রতিপক্ষ। কাউকে দুর্বল ভাবার অবকাশ নেই। তবে আমরা টেকনিক্যাল দিক থেকে অনেক এগিয়ে। আমরা শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামব। 

কোচ আবদুল জলিল বলেন, আসন্ন এ টুর্নামেন্ট সামনে রেখে প্রায় সাড়ে তিন মাস ধরে দল প্রশিক্ষণে রয়েছে। যদিও সবশেষ জাতীয় দলে খেলা কয়েক জন অবশ্য ইনজুরি ও ফর্মে না থাকায় দলে আসতে পারেননি। তবুও অভিজ্ঞ আর উদীয়মানদের নিয়ে গড়া দল নিয়ে আমরা আশাবাদী। বর্তমানে জাতীয় কাবাডি স্টেডিয়ামে প্রতিদিন সকাল-বিকেল দু’ বেলা কঠোর অনুশীলনে খেলোয়াড়রা শিরোপা অক্ষুন্ন রাখার প্রত্যয়ে ঘাম ঝরাচ্ছেন। এক প্রশ্নে তিনি বলেন, লম্বা সময় ধরে দলের প্রস্তুতি চললেও প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো। এ নিয়ে তিনি অবশ্য চিন্তিত নন। সাবেক এ তারকা খেলোয়াড় বলেন, আমরা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন দল। সেই সাফল্যে উজ্জীবিত দলের সবাই আরেকটি শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছেন। এ মুহূর্তে আমরা শেষ মুহূর্তের ভুল-ক্রটিগুলো শুধরানোর চেষ্টা করছি। সম্ভাব্য প্রতিপক্ষের দুর্বল ও সবল দিকগুলো চিহ্নিত করার পাশাপাশি তাদের সঙ্গে কোন কৌশলে দল খেলবে এ নিয়ে পরিকল্পনা চলছে।  

উল্লেখ্য, প্রথম আসরে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়। এরপর ২০২২ সালেও সেই কেনিয়াকে ফাইনালে পরাজিত করে স্বাগতিকরা চ্যাম্পিয়ন হয়। তারপর ২০২৩ সালে অবশ্য চাইনিজ তাইপেকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। এবার লাল-সবুজ পতাকাধারীদের চোখ চতুর্থ শিরোপা জয়ের দিকে। সে লক্ষ্যেই তাদের প্রস্তুতি জোরেশোরে এগিয়ে চলছে।

;

অবসরের ঘোষণা দিলেন জার্মানির টনি ক্রুস



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার টনি ক্রুস। জার্মানির মাটিতে আসন্ন ইউরোর পরই ফুটবলকে বিদায় বলবেন তিনি।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ক্রুস লিখেছেন, ‘১৭ জুলাই, ২০১৪- রিয়াল মাদ্রিদে আমার পরিচিতির দিন। যে দিনটা আমার জীবনকে বদলে দিয়েছিল। ফুটবলার হিসেবে তো বটেই, তবে বিশেষ করে ব্যক্তি হিসেবে। বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে নতুন একটা অধ্যায় শুরু হয়েছিল। ১০ বছর পরে সে অধ্যায় শেষ হয়েছে। একইসঙ্গে সক্রিয় ফুটবলার হিসেবেও আগামী ইউরোর পর আমার ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছি।’

রিয়াল মাদ্রিদের হয়ে আগামী ১ জুন বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ফাইনালই হবে তার শেষ ম্যাচ। মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষও ক্রুসের অবসরের সিদ্ধান্ত এক বিবৃতিতে মাধ্যমে জানিয়েছে।

পেশাদার সম্ভাব্য সবকিছুই জিতেছেন ক্রুস। স্পেন এবং জার্মানিতে সাতটি লিগ শিরোপা, বায়ার্নের হয়ে একটি ও রিয়ালের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন। এছাড়া জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ক্ষণজন্মা ফুটবলার।

ক্লাব ফুটবলের ৭৫১ ম্যাচ খেলে ৭৩ গোল করেছেন, বানিয়ে দিয়েছেন ১৬৫ গোল। জার্মানির জার্সিতে খেলেছেন ১০৮ ম্যাচ।

;

উইন্ডিজ কিংবদন্তিকে চায় পাকিস্তান ক্রিকেট



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জুন থেকে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। এবারের আসরে ভাল কিছু করে দেখাতে বদ্ধপরিকর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটারদের আর্মি ক্যাম্পে ট্রেনিং থেকে শুরু করে এখন কোচ নির্বাচন পর্যন্ত, সবকিছুই অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে তারা। এবার বিশ্বকাপের জন্য দলের মেন্টর হিসেবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসকে চায় পাকিস্তান।

পাকিস্তানের একের অধিক সংবাদমাধ্যম এটি প্রকাশ্যে বলেছে। পিসিবির একজন উচ্চপদস্থ কর্মকর্তাও জানিয়েছেন যে, তাদের বোর্ড এবং ভিভ রিচার্ডসের মধ্যে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে এই টুর্নামেন্টে পাকিস্তান দলের অংশ হিসেবে থাকবেন তিনি।

পিসিবির সেই কর্মকর্তার উদ্ধৃতি প্রকাশ করেছে ক্রিকেট পাকিস্তান। যেখানে বলা আছে, ‘রিচার্ডস যেভাবে কোয়েটা গ্লাডিয়েটরসের মেন্টর হিসেবে কাজ করেছেন, তাঁর কাজে পিসিবি খুবই মুগ্ধ। পিসিবি এই সুবিধাটুকু নিতে চায়, বিশেষ করে বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ অংশে।’

উল্লেখ্য যে, দীর্ঘদিন পিএসএলের দল কোয়েটা গ্লাডিয়েটরসের মেন্টরের দায়িত্ব পালন করেছেন রিচার্ডস। এবারের বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে আছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রথম পর্ব টপকে যেতে পারলে পাকিস্তানের পরবর্তী ম্যাচগুলো হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই। সেক্ষেত্রে ভিভ রিচার্ডসের মেন্টরশিপ পাকিস্তানের জন্য খুব উপকারী হবে এমনটাই মনে করছে বোর্ড।

;