রোহিঙ্গা শিশুদের জন্য খাদ্য সহায়তা ওজিলের
নিপীড়িত মুসলিমদের পাশে সব সময় দাঁড়িয়েছেন মেসুত ওজিল। শোষণ ও বঞ্চনার শিকার মুসলমানদের সহায়তায় এখনো হাত বাড়িয়ে চলেছেন জার্মানির এ মিডফিল্ডার। তারই অংশ হিসেবে পবিত্র মাস রমজানে দুস্থ ও অসহায় শিশুদের জন্য টার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১ লাখ ২০ হাজার ৭৭০ ডলার দান করেছেন ফেনারবাচের মাঝ-মাঠের এ তারকা।
এই অর্থ খরচ করা হবে বিশ্বের বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত শিশুদের খাবার কেনার জন্য। যার একটি অংশ আসবে বাংলাদেশেও। ‘দ্য টার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটি’ জানিয়েছে, ৭৫০টি খাবারের পার্সেল উঠবে বাংলাদেশস্থ শরণার্থী শিবিরের রোহিঙ্গা মুসলিম শিশুদের হাতে।
সঙ্গে দুই হাজার ৮০০ খাবারের পার্সেল বিতরণ করা হবে তুরস্কের অভাবীদের মাঝে। এক হাজার খাবারের পার্সেল পাঠানো হবে ইন্দোনেশিয়ায়। এছাড়া সিরিয়ার ইদলিব ও সোমালিয়ার রাজধানী মোগাদিসুর এতিম শিশুদের জন্য পবিত্র রমজান মাসে খাবারের ব্যবস্থাও করবেন ওজিল।
সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মিয়ানমারের রোহিঙ্গা ভাই-বোনদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন ওজিল, ‘মানুষ হিসেবে আমাদের একে অন্যের পাশে দাঁড়ানো প্রয়োজন। বিশেষ করে মিয়ানমারের মতো দেশগুলোতে। এই মুহূর্তে যারা নিরাপদ নয়, তাদের জন্য দোয়া করছি। দোয়া রইল রোহিঙ্গা ভাই-বোনদের প্রতিও। প্রতিবাদ করার এখনই সময়।’
We need to stand with each other as a human being, especially in countries like Myanmar. Praying for the ones who are... Posted by Mesut Özil on Friday, April 16, 2021