জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ ইতালির

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইতালির জয়ের নায়ক মাত্তেও পেসিনার গোল উদযাপন

ইতালির জয়ের নায়ক মাত্তেও পেসিনার গোল উদযাপন

শেষ ষোল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল ইতালির। এ কারণে দলে আট পরিবর্তন নিয়ে মাঠে নামে কোচ রবার্তো মানচিনির দল। কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি। ঠিকই জয় তুলে নিয়েছে তারা। প্রতিপক্ষ ওয়েলসক ১-০ গোলে ধরাশায়ী করেছে ইতালি।

প্রথমার্ধে ইতালি গোলটি পায় মাত্তেও পেসিনার কল্যাণে। ৫৫তম মিনিটে এথান আমপাদু লাল কার্ড দেখলে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি গ্যারেথ বেলের দল। তবে হেরেও ‘এ’ গ্রুপ দল থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে ওয়েলস।

বিজ্ঞাপন

ইতালির জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না। এ নিয়ে টানা ৩০তম ম্যাচ অজেয় থেকে গেল তারা। ছুঁয়ে ফেলল নিজেদের পুরনো জাতীয় রেকর্ড। আজ্জুরি শিবির এ নিয়ে জিতল টানা ১১ ম্যাচ। আর গ্রুপ পর্ব শেষ করল কোনো গোল হজম না করেই।

গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ড ৩-১ গোলে হারিয়েছে তুরস্ককে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সরাসরি শেষ ষোলতে উঠতে পারেনি সুইসরা। তৃতীয় স্থানে থাকা দলগুলোর র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে নকআউটে খেলার অপেক্ষায় এখন সুইসরা। তাদের সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পরের রাউন্ডের টিকিট পেয়েছে ওয়েলস।

বিজ্ঞাপন