ফেলপসের রেকর্ড ছুঁলেন ম্যাককিওন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এমা ম্যাককিওন

এমা ম্যাককিওন

৫০ মিটার ফ্রিস্টাইলে করেছেন অলিম্পিকের রেকর্ড টাইমিং। সঙ্গে ১০০ মিটার মিডলে রিলেতে এমা ম্যাককিওন পেয়েছেন দলগত স্বর্ণ। 

এতেই অস্ট্রেলিয়ার এ সাঁতারু করে ফেলেছেন অনন্য কীর্তি। প্রথম নারী সাঁতারু হিসেবে এক আসরে ৭টি পদক জিতে স্পর্শ করলেন কিংবদন্তি মাইকেল ফেলপসের, স্পিৎজ, ম্যাট বিওনডি ও একমাত্র নারী অ্যাথলেট মারিয়া গোরোখোভস্কিয়ার রেকর্ড।

বিজ্ঞাপন

টোকিও অলিম্পিক শেষ করা ম্যাককিওনের ৭টি পদকের মধ্যে ৪ স্বর্ণ ও ৩টি ব্রোঞ্জ।  

টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে আজ রোববার ৫০ মিটার ফ্রিস্টাইলে ২৩.৮১ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড টাইমিং গড়ে স্বর্ণ পেয়েছেন এমা ম্যাককিওন। 

বিজ্ঞাপন

সুইডেনের সারাহ হোস্ত্রম ২৪.০৭ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন রৌপ্য। ব্রোঞ্জ পেয়েছেন ডেনমার্কের পারনিল ব্লুম। সাঁতার শেষ করতে তার সময় লেগেছে ২৪.২১ সেকেন্ড।

মেয়েদের ১০০ মিটার মিডলে রিলেতে ৩ মিনিট ৫১.৬০ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যাককিওনের অস্ট্রেলিয়া। 

৩ মিনিট ৫১.৭৩ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্র পেয়েছে রৌপ্য। আর ৩ মিনিট ৫২.৬০ সেকেন্ডের টাইমিংয়ে ব্রোঞ্জ গেছে কানাডার দখলে।