আজ টিভিতে দেখা যাবে বাংলাদেশ-ওমান প্রস্তুতি ম্যাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রথম ধাপের অনুশীলন শেষ টাইগারদের। ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ শুক্রবার, ৮ অক্টোবর মাঠে নামছে মাহমুদউল্লাহ রিয়াদরা। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে বাংলাদেশের আন-অফিসিয়াল এই প্রস্তুতি ম্যাচ। খেলা হবে আল আমিরাত স্টেডিয়ামে।
আন-অফিসিয়াল এ প্রস্তুতি ম্যাচটি ক্রিকেট প্রেমীরা সরাসরি দেখতে পারবেন। আজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।
তবে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর বাংলাদেশ উড়ে যাবে সংযুক্ত আরব আমিরাতে। ১০ অক্টোবর কোয়ারেন্টিনের পর ১১ অক্টোবর টাইগারদের অনুশীলন। আবুধাবিতে ১২ অক্টোবর প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দেশের ক্রিকেটাররা।
১৩ অক্টোবর অনুশীলন শেষে ১৪ অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ লড়বে আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচ দুটি শেষ করে ১৫ অক্টোবর ওমানে ফিরে যাবে মাহমুদউল্লাহর দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটে হবে প্র্যাকটিস।
১৭ অক্টোবর পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানকে মোকাবেলা করবে টাইগাররা। ২১ অক্টোবর বাংলাদেশ লড়াই করবে পাপুয়া নিউগিনির বিপক্ষে।