বিশ্বকাপে ভারতের অবৈতনিক মেন্টর ধোনি
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। করোনা মহামারির কারণে আগেভাগেই অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন ভারতের সাবেক এ অধিনায়ক।
ক্রিকেটার হিসেবে হয়তো ধোনি খেলতে পারবেন না আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে ভারতীয় দলের পাশে থাকবেন অবৈতনিক মেন্টর হিসেবে।
পরামর্শক হিসেবে কাজ করলেও বিসিসিআই'র কাছ থেকে কোনো আর্থিক সুবিধা নিবেন না একমাত্র অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ধোনি। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই'কে (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) খবরটি নিশ্চিত করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা হওয়ার কথা ছিল ভারতের মাটিতে। কিন্তু করোনার কারণে সটা সম্ভব হয়নি। এই আসর এখন যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে।