মার্টিনেজের গোলে জিতল আর্জেন্টিনা
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের ধারা অব্যাহত রাখল আর্জেন্টিনা। আলবিসেলেস্তরা ১-০ গোলে হারিয়েছে পেরুকে।
এনিয়ে টানা ২৫ ম্যাচে অজেয় রয়ে গেল আর্জেন্টিনা। আর ঘাম ঝরানো কষ্টের এ জয় দিয়ে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছানোর পথে আরও এক ধাপ কাছে চলে গেল তারা।
ম্যাচে আর্জেন্টিনার হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ।
এ নিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিল লিওনেল মেসির আর্জেন্টিনা। প্যারাগুয়ের সঙ্গে গোল শূন্য ড্রয়ের পর উরুগুয়ের বিপক্ষে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা জেতে ৩-০ গোলে।
নিজেদের মাঠে জয় ছিনিয়ে নিতে শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়েই খেলতে থাকে স্বাগতিক আর্জেন্টিনা। তবে গোলের দেখা মিলছিল না।
প্রথমার্ধ শেষের দুই মিনিট আগে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি। পরে আর কোনো আর কোনো গোল না হওয়ায় ওই এক গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
১১ ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এখন আর্জেন্টিনা। তবে কোনো ম্যাচ হারেনি তারা। পয়েন্ট তালিকার সবার ওপরে আছে ব্রাজিল।