রাফিনহা-নেইমারের ঝলকে জয়ে ফিরল ব্রাজিল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জিতল নেইমারের ব্রাজিল

জিতল নেইমারের ব্রাজিল

আগের ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ব্রাজিল। সেই হতাশা ভুলে পরের ম্যাচেই জয়ের ধারা ফিরল সেলেসাও শিবির।

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটে এক জয়ই তুলে নিল ব্রাজিল। রাফিনহার জোড়া গোলের সঙ্গে গোল পেলেন সুপারস্টার নেইমারও। তাতেই প্রতিপক্ষ উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

বিজ্ঞাপন

মাঠের লড়াইয়ে নেইমার জ্বলে উঠলেন। নিজে গোল করলেন।সতীর্থদের দিয়ে করালেন আরও দুটি গোল। পিএসজি’র এ তারকা ফরওয়ার্ডের নৈপুণ্যমাখা এ জয়ে বিশ্বকাপের আরও কাছে চলে গেল ব্রাজিল। 

ম্যাচের দশ মিনিটের মাথায় নেইমারের গোলে লিড পায় ব্রাজিল। আট মিনিট বাদে গোল ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা।

বিজ্ঞাপন

বিরতির পর নেইমারের সহায়তায় নিজের জোড়া গোল পূর্ণ করেন রাফিনহা। শেষ দিকে জয়ের ব্যবধানটা আরও বাড়িয়ে দেন গ্যাব্রিয়েল বারবোসা। তবে তার আগে উরুগুয়ের হয়ে একটি গোল শোধ করেন লুইস সুয়ারেজ। কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে এই প্রথম গোল হজম করল ব্রাজিল। 

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে এখনো নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে অজেয় থাকা ব্রাজিল। ১১ ম্যাচে ১০ জয় আর এক ড্রয়ে ৩১ পয়েন্টের পুঁজি নিয়ে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার এ ফুটবল পরাশক্তি। ছয় পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।