বিশ্বকাপের উদ্বোধনী দিনে শুরু হবে এনসিএল
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে ১৭ অক্টোবর। এ বৈশ্বিক ক্রিকেট আসরের উদ্বোধনী দিনেই ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ওই দিনই দেশের মাটিতে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।
দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের এই টুর্নামেন্ট ১৭ অক্টোবর শুরু হয়ে চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। দুই স্তরের টুর্নামেন্টে খেলা হবে ছয়টি রাউন্ডের।
প্রথম স্তরে লড়বে ঢাকা, খুলনা, রংপুর ও সিলেট বিভাগ। দ্বিতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা মেট্রো, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগ।
এবারের এনসিএল হবে সিলেট ও কক্সবাজারের চারটি ভেন্যুতে। এক সঙ্গে ম্যাচ হবে চারটি। কক্সবাজারের একটি ভেন্যু এখনো প্রস্তুত নয়। এ কারণে চট্টগ্রামে হবে প্রথম দুই রাউন্ডের খেলা। তবে ঢাকায় এবার কোনো খেলা নেই এনসিএলের।