আর্সেনালের অনায়াস এক জয়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আর্সেনালের ফুটবলারদের গোল উদযাপন

আর্সেনালের ফুটবলারদের গোল উদযাপন

ইংলিশ প্রিমিয়ার লিগে অনায়াস এক জয় পেয়েছে আর্সেনাল। প্রতিপক্ষ অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে গানার শিবির।

কোচ মিকেল আর্তেতার আর্সেনালের হয়ে গোল করেন টমাস পার্টি, পিয়েরে-এমেরিক আউবামেয়াং ও এমিলে স্মিথ রো। অ্যাস্টন ভিলার হয়ে একটি গোল করেন জ্যাকব রামসে।

বিজ্ঞাপন

দাপুটে এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ অর্ধে পৌঁছে গেছে আর্সেনাল। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লন্ডনের ক্লাবটি উঠে গেছে নবম স্থানে।