আফ্রিদির রেকর্ড ভাঙলেন সাকিব
আগের ম্যাচে স্পর্শ করে ছিলেন শহীদ আফ্রিদিকে। এবার পাকিস্তানের অলরাউন্ডারকে ছাপিয়ে গেলেন সাকিব আল হাসান। আফ্রিদির রেকর্ড ভেঙে গড়লেন নতুন রেকর্ড। বনে গেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটের মালিক।
শারজাহতে আজ রোববার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে পাথুম নিশানকাকে বোল্ড করে নতুন এই মাইলফলক গড়েন সাকিব। পরে অবশ্য আভিশকা ফার্নান্ডোকেও বোল্ড করেন বাঁ-হাতি এ স্পিনার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের লেগ স্পিনার আফ্রিদির উইকেট ৩৯টি। রেকর্ডটা সাকিব ভাঙেন ২৮ ইনিংসে। তবে আফ্রিদি রেকর্ডটি গড়েছিলেন ৩৪ ইনিংসে। বিশ্বকাপে সাকিবের উইকেট এখন ৪১টি। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ১১৭টি।