ইনস্টাগ্রামে মেসির রেকর্ড ভাঙলেন রোনালদো
প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন লিওনেল মেসি। উদ্দেশ্য ভক্ত-সমর্থকদের সুখবরটা দেওয়া। তাতেই রেকর্ড করে ফেলেছিলেন লিওনেল মেসি। পেয়ে যান ২.৩ কোটি লাইক।
এবার লিওনেল মেসির সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফের যমজ সন্তানের বাবা হচ্ছেন সিআর সেভেন। বান্ধবী জর্জিনা রদ্রিগেজ তাকে পঞ্চম ও ষষ্ঠ সন্তান উপহার দিতে যাচ্ছেন। সুখবরটা ইনস্টাগ্রামে জানাতেই মেসির রেকর্ড ভেঙে ফেলেছেন রোনালদো। পর্তুগিজ মহাতারকা এখন পর্যন্ত লাইক পেয়েছেন প্রায় তিন কোটি। কোনো খেলোয়াড়ই আগে কখনো এত লাইক পাননি।
মেসি অবশ্য রোনালদোর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এ সুপারস্টার তিন মাসের মাথায় এবার নিজের রেকর্ডটা পুনরুদ্ধার করলেন।
তবে ইনস্টাগ্রামের ইতিহাসে সর্বোচ্চ লাইক পাওয়ার রেকর্ড ভাঙতে হলে রোনালদোকে যেতে হবে অনেকটা দূর। পেতে হবে সাড়ে ৫ কোটি লাইক।