টাইগারদের আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
মাহমুদউল্লাহ রিয়াদ ও বাবর আজম

মাহমুদউল্লাহ রিয়াদ ও বাবর আজম

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপ থেকে দুঃস্বপ্ন সঙ্গী করে ফিরেছে টাইগারর। টি-টোয়েন্টির বৈশ্বিক আসরের সুপার টুয়েলভে একটি জয়ও ধরা দেয়নি। অধরা সেই জয়ের খুঁজেই পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু জয় সোনার হরিণ হয়ে রয়ে গেছে। দুটি ম্যাচই জিতে নিয়েছে পাকিস্তান। সুবাদে তিন ম্যাচের সিরিজটাও হাতছাড়া হয়েছে টাইগারদের।

টানা দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই লাল-সবুজের প্রতিনিধিদের জয় আজ চাই-ই-চাই। আজ ফের সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে মাঠে নামছে কোচ রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার মাঠের লড়াই শুরু দুপুর ২টায়। ভেন্যু সেই একই। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

বাংলাদেশ আগের দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচটি হাতছাড়া করতে নারাজ। যে করেই হোক জিততে চায় তারা। সান্ত্বনার জয় হলেও সেটা পেতে মরিয়া ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের দল। কেননা হারের পথ থেকে সরে দাঁড়াতে চায় টাইগাররা। জয়ের ধারায় ফিরতে চায় দেশের ক্রিকেটাররা। সিরিজটা শেষ করতে চায় তারা ২-১ ব্যবধানে। লক্ষ্যটা সামনে রেখে দলে আনা হয়েছে পরিবর্তন। 

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হয়েছেন পারভেজ হোসেন ইমন।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ ব্যাটসম্যানের সঙ্গে ডাক পেয়েছেন অনেক দিন ধরে জাতীয় দলের হয়ে না খেলা পেসার কামরুল ইসলাম রাব্বিও। ইমন-রাব্বি জায়গা পাওয়ায় টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন সাইফ হাসান। এখন টেস্ট দলের ক্যাম্পে যোগ দেবেন তরুণ এ ওপেনার। 

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টপ-অর্ডার থেকে রান পাচ্ছে না টাইগাররা। এ জন্য ইমনকে দলে ঢুকানো হয়েছে। পেসার মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম চোট পেয়েছেন। তাদের ব্যাক আপ হিসেবে দলে এসেছেন রাব্বি। 

কিন্তু বিশ্বকাপের দুরন্ত ফর্মটা বইয়ে নিয়ে আসা পাকিস্তান বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। তারা জয়ের ধারা অব্যাহত রাখতে চাচ্ছে মনে-প্রাণেই। থেকে যেতে চাচ্ছে তারা জয়ের ধারায়। সঙ্গে ক্যাপ্টেন বাবর আজমের দল স্বাগতিকদের ৩-০ ব্যবধানে করতে চায় হোয়াইটওয়াশ।

পাকিস্তানের ব্যাটসম্যান ফখর আজম দ্বিতীয় ম্যাচ শেষে বলেন, এখন তারা সামনে তাকিয়ে হোয়াইটওয়াশ করার লক্ষ্য পূরণের দিকে, ‘দেশের বাইরে খেললে জয় সবসময়ই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব তৃতীয় ম্যাচ জিততে এবং ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করতে।’

পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগাদের হোয়াইটওয়াশ করে নাকি বাংলাদেশ শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে অতিথিদের হারের তেতো স্বাদ হজম করতে বাধ্য করে। সেটাই এখন দেখার বিষয়। এজন্য ক্রিকেট প্রেমীদের তাকিয়ে থাকতে হবে আজকের ম্যাচের দিকে।

   

বঙ্গবন্ধু কাপ কাবাডিতে খেলবে শক্তিশালী কোরিয়া-পাকিস্তান



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

২০২১ সাল থেকে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। নিয়মিত হওয়ায় আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের বর্ষপঞ্জিতেও অর্ন্তভূক্ত হয়েছে বাংলাদেশের এই প্রতিযোগিতা। এবং বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ২৩ থেকে ৪ জুন অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের চতুর্থ আসর। ইউরোপ, আফ্রিকা ও এশিয়া এই তিন মহাদেশের ১১টি বিদেশি দলের সাথে অংশ নিবে স্বাগতিক বাংলাদেশ। ইউরোপের পোল্যান্ড, আফ্রিকার কেনিয়া এবং এশিয়ার দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ।

প্রথমবারের মতো অংশ নিবে সবশেষ দুই বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড এবং এশিয়ান কাবাডির পরাশক্তি পাকিস্তান- আজ সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্স সভাকক্ষে বৈঠক শেষে জানান ডিএমপি কমিশনার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান, তিনি কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক। বিভিন্ন কারণে আসছে না লাতিন আমেরিকার আর্জেন্টিনা, ইউরোপের ইংল্যান্ড ও এশিয়ার চাইনিজ তাইপে।

বিদেশি দলগুলো আসবে ২৩ ও ২৪ মে, ২৫ মে ম্যানেজার্স মিটিংয়ে হবে গ্রুপিং ও ফিকশ্চার। খেলা হবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।

২০২১ সাল বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫০ বছর পূর্তি। সে কারণে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসরকে বর্ণিল রুপ দিতে চায় ফেডারেশন। সারাদেশে একযোগে কাবাডি উৎসব করার পরিকল্পনা রয়েছে, হবে আতশবাঁজি- জানিয়েছেন কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক।

প্রথম আসরে অংশ নিয়েছিল ৬টি দল। ২০২২ সালে দ্বিতীয় আসরে ৮টি ও ২০২৩ সালে তৃতীয় আসরে অংশ নেয় ১২টি দল। গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম দুইবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কেনিয়া। ২০২১ সালে ৩৪-২৮ ও ২০২২ সালে ৩৪-৩১ পয়েন্টে জিতেছিল লাল-সবুজ দল। আর গত আসরে চাইনিজ তাইপেকে ২৮-৪২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা। তিনবারই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তুহিন তরফদার।

;

জয়ের জন্য বাংলাদেশের চাই ১৪ ওভারে ১২৫ রান



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সিরিজ আগেই হাতছাড়া হয়েছে। এখন ভারতের বিপক্ষে মান বাঁচানোর লড়াই চলছে। সে লড়াইয়ে চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা সহজ নয়। বৃষ্টির বাগড়ায় ১৪ ওভারে নেমে আসা ম্যাচে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য ১২৫ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার শেফালি বর্মাকে হারায় ভারত। শরিফা খাতুনের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে এক্সট্রা কাভারে থাকা রিতু মনির তালুবন্দি হন শেফালি (২)।

তিনে নেমে ব্যাট হাতে ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছিলেন দয়ালন হেমলতা। তবে দুটি করে চার-ছক্কায় ২২ রান করার পর তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মারুফা আক্তার।

তবে ভারতের ইনিংসে পাওয়ার প্লে’র যখন আরও এক বল বাকি, তখনই মুষলধারে বৃষ্টি শুরু হয় সিলেটে, একপর্যায়ে তা শিলাবৃষ্টিতে রূপ নেয়। শিলাবৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকার পর শুরু হয় খেলা। তাতে ইনিংসের দৈর্ঘ্য নেমে ১৪ ওভারে।

বিরতির পর খেলা শুরু হলে তেড়েফুঁড়ে খেলতে চান ভারতীয় ব্যাটাররা। তবে ওপেনার স্মৃতি মান্ধানা দ্রুতলয়ে রান তুলতে গিয়ে সুবিধা করতে পারেননি। রাবেয়া খানের বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে টার্নে পরাস্ত হন। বোল্ড হয়ে ফেরার আগে তার ব্যাটে আসে ২২ রান।

তবে অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং উইকেটকিপার রিচা ঘোষ ক্লিন হিটিংয়ে ভারতকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়ার চেষ্টা করেন। শেষ ওভারে রানআউট হওয়ার আগে ২৬ বলে ৫ চারে ৩৯ রান করেন হরমনপ্রীত। ১৫ বলে ২৪ রান করেন রিচা। তাদের নৈপুণ্যে শেষ পর্যন্ত ১৪ ওভারে ৬ উইকেটে ১২২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ভারত।

;

রেজার ইতিহাসগড়া বোলিংয়ে সাকিবদের উড়িয়ে দিলেন তামিমরা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে শেষটা সুন্দর হয়নি সাকিব আল হাসানের শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের। তামিম ইকবালের প্রাইম ব্যাংকের কাছে ১৯৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। প্রাইম ব্যাংকের রেজা একাই ৮ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছেন শেখ জামালকে।

ফতুল্লার খানসাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ে পাঠায় শেখ জামাল। তামিম ইকবাল ২২ রান করে ফিরলেও আরও একবার দায়িত্বশীল ইনিংস উপহার দেন জাকির হাসান। সাকিবের বলে শফিকুল ইসলামের তালুবন্দি হয়ে ফেরার আগে ৮৫ রান করেন প্রাইম ব্যাংক অধিনায়ক।

৭৮ রানের দুর্দান্ত এক ইনিংস আসে অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাটে। তাদের ব্যাটে চড়ে ৫০ ওভারে অলআউট হওয়ার আগে ২৭০ রান করে প্রাইম ব্যাংক। লিস্ট এ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার দিনে দুই উইকেট পান সাকিব। তার সমান দুটি করে উইকেট পান আরিফ আহমেদ ও তাইবুর রহমানও।

তবে ২৭১ রান তাড়া করতে নেমে ৭১ রানেই গুটিয়ে যায় শেখ জামাল। দলটির ব্যাটিং লাইনআপের উপর দিয়ে যেন স্টিম রোলার চালিয়ে দেন পেসার রাজা। স্রেফ ২৩ রান খরচায় তুলে নেন ৮ উইকেট। ‘গোল্ডেন ডাক’ দিয়ে ডিপিএল শেষ করেন সাকিব।

এই জয়ে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে ডিপিএল শেষ করেছে প্রাইম ব্যাংক। ১৮ পয়েন্ট নিয়ে তার পরের অবস্থানে শেখ জামাল।

;

জয় দিয়ে ডিপিএল শেষ করল রানার্স-আপ মোহামেডান



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বের শেষটা জয় দিয়ে করেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৫৩ রানে হারিয়ে টুর্নামেন্ট শেষ করেছে তারা।

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান-গাজী গ্রুপের ম্যাচটা ছিল লো স্কোরিং। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায় মোহামেডান। সর্বোচ্চ ৪৪ রান আসে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ব্যাটে। ৩৯ রান করে ওপেনার রনি তালুকদার। 

গাজী গ্রুপের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন ওয়াসি সিদ্দিক। ৩ উইকেট যায় হুসনা হাবিব মেহেদীর ঝুলিতে।

জবাব দিতে নামা গাজী গ্রুপের হাল আরও বেহাল। নাঈম-নাসুম-মিরাজদের ঘূর্ণিতে ১২৩ রানেই ক্ষান্ত হয় তাদের ইনিংস। নাঈম হাসান তিনটি এবং নাসুম আহমেদ ও মিরাজ দুটি করে উইকেট নেন। দুই উইকেট পান পেসার মুশফিক হাসানও।

তাদের বোলিং তোপে ক্রিজে থিতু হতে পারেননি গাজী গ্রুপের কোনো ব্যাটার। দলটির পক্ষে সর্বোচ্চ ২৯ রান আসে লেজের সারির ব্যাটার মাসুম খান টুটুলের ব্যাটে।

এই জয়ে ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আবাহনীর পেছনে দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্ট শেষ করেছে মোহামেডান। 

;