রিজওয়ান-বাবরের ব্যাটে ক্যারিবিয়ানরা হোয়াইটওয়াশ
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে বড় জয় তুলে নিয়েছে পাকিস্তান। সাত বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে তারা ওয়েস্ট ইন্ডিজকে। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল পাকিস্তান।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ২০৭ রানের পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত বেশি রান তাড়া করে আগে কখনো জিততে পারেনি পাকিস্তান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্যাপ্টেন নিকোলাস পুরান ৬৪, শামার্হ ব্রুকস ৪৯ ও ব্র্যান্ডন কিং ৪৩ রান এনে দেন। দুটি উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। একটি উইকেট যায় শাহনওয়াজ দাহানির পকেটে।
ম্যাচসেরা ও সিরিজসেরা মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের জোড়া ফিফটিতে মাত্র তিন উইকেট হারিয়ে ২০৮ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান।
ওপেনার রিজওয়ানের ৮৭ রানের সঙ্গে ৭৯ রানের দারুণ এক ইনিংস খেলেন ক্যাপ্টেন বাবর। ক্যারিবিয়ানদের হয়ে একটি করে উইকেট নেন রোমারিও শেফার্ড, ডোমিনিক ড্র্যাকস ও অডিন স্মিথ।