বিপিএলে বিদেশি ক্রিকেটাররা কে কোন ক্যাটাগরিতে



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
বিপিএল

বিপিএল

  • Font increase
  • Font Decrease

এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে বিদেশী ক্রিকেটারদের পাঁচ টি গ্রেডে ভাগ করেছে বিসিবি। ‘এ’ গ্রেডে রয়েছেন ১১জন ক্রিকেটার। এছাড়া ‘বি’ গ্রেডে ১৬ জন, ‘সি’ গ্রেডে ২০ জন, ‘ডি’ গ্রেডে ৭৮ জন ও ‘ই’ গ্রেডে ২৮১ জন ক্রিকেটার রেখেছে বোর্ড।

'এ' গ্রেডের বিদেশি ক্রিকেটাররা পাবে ৭০ হাজার ডলার। 'বি' গ্রেডে ৫০ হাজার, 'সি' গ্রেডে ৩০ হাজার, 'ডি' গ্রেডে ২৫ হাজার ও 'ই' গ্রেডে ভিত্তিমূল্য ২০ হাজার ডলার।

আগামী ২৭ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে হবে প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে ফ্র্যাঞ্চাইজি গুলো বিদেশি ক্রিকেটারদের দলে টানতে পারবে। আগামী ২১ জানুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

ক্রিকেটার্স ড্রাফটের আগে দলগুলো তিন জন করে বিদেশি ক্রিকেটার দলে টানতে পারবে। আর ড্রাফট থেকে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৮ জন বিদেশি ক্রিকেটার টানতে পারবে দলগুলো।

কে কোন ক্যাটাগরিতে

এ’ গ্রেড: ওয়ানিন্দু হাসারাঙ্গা, বেন ফোকস, ড্যান লরেন্স, দুশমন্থ চামিরা, ইসুরু উদানা, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রবি বোপারা, সন্দ্বীপ লামিচানে, উইলিয়াম জর্জ জ্যাকস ও জহির খান।

বি’ গ্রেড: লিয়াম প্লাঙ্কেট, বেনি হাওয়েল, ড্যানি ব্রিগস, দানুশকা গুনাথিলাকা, দীনেশ রামদিন, দীনেশ চান্দিমাল, লরি ইভান্স, লিয়াম ডওসন, লুক রাইট, মাহিশ থিকশানা, মোহাম্মদ শাহজাদ, নিরোশান ডিকওয়েলা, নুয়ান প্রদীপ, শাপুর জাদরান, শেলডন কটরেল ও কুশল মেন্ডিস।

'সি’ গ্রেড: নাজিবউল্লাহ জাদরান, রবি রামপাল, আফসার জাজাই, আহমাদ শাহজাদ, অ্যালেক্সান্ডার ডেভিস, বেন ডাঙ্ক, ক্যামেরন ডেলপোর্ট, চামিকা করুনারত্নে, দাওলাত জাদরান, ধনঞ্জয়া লক্ষণ, ফিদেল এডওয়ার্ডস, হারিস সোহেল, লাসিথ এম্বুলদেনিয়া, মোহাম্মদ আসাদ আফ্রিদি, মোহাম্মদ ইরফান, রায়াদ এমরিট, রিকি ওয়েসেলস, সেক্কুগে প্রসন্ন, উসমান শিনওয়ারি, সুরাঙ্গা লাকমল।

'ডি’ গ্রেড: ইমাম উল হক, আব্দুল ওয়াসি, আবিদ আলী, আফতাব আলম, আকিফ জাভেদ, আকিলা ধনঞ্জয়া, অ্যান্ড্রু বালবির্নি, অ্যাঞ্জেলো পেরেরা, অ্যান্টন ডেভচিচ, আশিয়ান ডেনিয়েল, বিলওয়াল ভাট্টি, বিনুরা ফার্নান্দো, বিপুল শর্মা, বিয়র্ন ফরটুইন, চারমি লে রউক্স, চন্দরপল হেমরাজ, কাসুন রাজিথা, ক্রেইগ আরভিন, কার্টিস ক্যামফার, ডেভিড পেইন, ডিলন হেয়লিগার, আসেলা গুনারত্নে, এহসান আদিল, ফাওয়াদ আলম, ফজল নিয়াজি রহমান, গুনাওয়ার্না জয়াসুরিয়া, অঞ্জনা জয়ারত্নে, জ্যাকব লিনটট, জশকরন মালহোত্রা, জতিন্দর সিং, জায়ডেন সিলস, জেফরে ভেন্ডারসে, জোন সিম্পসন, জনসন চার্লস, জর্ডান ক্লার্ক, জশ কব, জশুয়া লিটল, করিম জানাত, কেভিন ও’ব্রায়েন, কেভিন সিনক্লেয়ার, আশেন বান্দারা, আকিলা ধনঞ্জয়া, অ্যাঞ্জেলো পেরেরা, আমিলা আপনসো, ম্যাথু ফিশার, ম্যাথু পার্কিনসন, মেইল হ্যামন্ড, মীর হামজা, আশান আলী খান, জুনায়েদ খান, নিয়াল স্মিথ, নিতিশ কুমার, প্যাট ব্রাউন, পল আদ্রিয়ান ভন মিকেরেন, চতুরঙ্গ ডি সিলভা, মিনোদ ভানুকা, রায়ান খান পাঠান, রবিন জেমস দাস, ভন ডার মারউই, রস হোয়াইটলি, রায়ান বার্ল, সাদিরা সামিরাউইকরামা, সাহান আরচিজে, সাজিদ খান, স্যাম কুক, নিরওয়ান্থা থিকশিলা ডি সিলভা, শন ডিকসন, শনব উইলিয়ামস, শিরান ফার্নান্দো, আশান প্রিয়ঞ্জন, সুদীপ ত্যাগী, থমাস হেলম, উসমান ঘানি, বীরাস্বামী পারমল, ওয়েন ম্যাডসেন, ওয়েসলি মাধেভেরে, ইয়াসির শাহ ও ইউনুস আহমাদজাই।

'ই’ গ্রেড: হামিশ ব্যানেট, আশির ভালি ভাহিদি, আবরাহ আহমেদ, অ্যাডাম হজ, অ্যাডাম রসিংটন, আদিত্য শেঠি, আদিল ভাট্টি, আদরিয়ান নেইল, আইজাজ খান, অজয় লালচেতা, আখতার শাহ, আলাসডেয়ার ইভান্স, অ্যালেক্স ব্ল্যাক, আলী আবিদ, আলী ইমরান, আলী শফিক, আলিশান শরাফু, এমাদ বাট, অ্যান্ডারসন ফিলিপ, আন্দ্রিস গউস, অ্যাশ ট্যানডন, আকিব ইলিয়াস, আরিশ আলী খান, অ্যারন নিজার, অ্যারন লিলি, আরিয়ান লাকরা, আসগর আফগান, আসগর দুরানি, অ্যাশলে নার্স, আওয়াইস জিয়া, আয়ানা সিরিবর্ধনে, আজমতউল্লাহ ওমরজাই, বাবর হায়াত, বাহার শিনওয়ারি, বাহির শাহ, ব্যারি ম্যাকার্থি, বসন্ত রেগমি, বাসিল হামিদ, বেন কক্স, বেন মাইক, বেন রেইন, বিক্রম সব, বিলাল খান, বিনোদ ভাণ্ডারী, ব্র্যান্ডন গ্লোভার, ক্যালাম পারকিনসন, ক্যালাম ম্যাকলয়েড, চন্দ্রমোহন সুরেন্দ্রন, চার্লস জর্ডান আমিনি, চার্লস মরিস, শেমার হোল্ডার, চিরাগ সুরি, ক্রিস গ্রিভস, চুন্দাঙ্গাপয়িল রিজওয়ান, ক্রেইগ ওয়েলেস, ক্রেইগ উইলিয়ামস, ডেল ফিলিপস, ড্যানি ল্যাম্ব, দারউইশ রাসুলি, ডিন ফক্সক্রফট, পুলিনা থারাঙ্গা, ডেভন থমাস, লাসিথ ক্রুসপুল, শেনান ক্রুসপুল, ডিলন পেনিংটন, দীনেশ নকরানি, এডি বাইরম, দুলাঙ্গা এদিরিসিংহে, এডওয়ার্ড বার্নরাড, এহসান খান, এহসান নওয়াজ, দিলশান মুনাবিরা, এলমোর হুচিনসন, ফাহাদ বাবর, ফায়াজ বাট, ফজল হক ফারুকি, ফিন হুডসন প্রেনটিস, গগণদীপ সিং, গ্যারাথ ডিলানি, গৌরব শর্মা, জর্জ স্ক্রিমশো, জেরার্ড ইরাসমাস, ঘামাই জাদরান, গ্রাহাম ক্লার্ক, গুদাকেশ মোটি, হামাদ আরশাদ, হামিদ হাসান, হাম্মাদ আজম, হামজা হটাক, হামজা তারিক, হরিন্দরজিত সিং সেখন, হারমিত সিং, হারুন আরশাদ, হ্যারি সুইন্ডেলস, হ্যারি টেক্টর, হাসিবউল্লাহ, হাশমতউল্লাহ শহীদী, হাসিথা বোয়াগদা, হাসান খান, ইবতেসাম ইনজামাম, ইকরাম আলিখিল, ইমরান বাট, ইমরান হায়দার, ইমরান মীর, ইকবাল হোসেন, ইরফান করিম, ঈশান মালহোত্রা, ইজহারউল্লাহ নাভিদ, জ্যাক হায়েন্স, জ্যাক লিনিং, জ্যাক টেলর, জ্যাড ডার্নবাচ, জেমস ব্রেসি, জেমস ফুলার, জেমি স্মিথ, জেসন মোহাম্মদ, জিভর রয়্যাল, জেরেমি গর্ডন, জেমস ওয়েদারলি, জর্ডান কক্স, জশ লালোর, জশুয়া ডেভি, জশুয়া বিশপ, জশুয়া জেমস, জুবাইদ আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, কাদিম রাশাদ আলেইনে, কামাউ লেভেরক, কামরান হটাক, কামরান খান, কারিমা গোর, কার্তিক পালানিয়াপ্পান, কাশিফ আলী, কাশিফ দাউদ, কাভিয়ান নারেস, কাভিন্দু নাদিশান, কিয়ন হার্ডিং, কেসরিক উইলিয়ামস, কেভিন কোথিগোদা, খারি পিয়েরে, খাওয়ার আলী, কিঞ্চিত শাহ, জানিথ বিমুক্তি, হাসাঙ্কা রত্নায়েকে, কুশল মাল্লা, কাইল কোয়েতজার, দিলশান মাদুশঙ্কা, লক্ষণ সান্দাকান, লুইস ম্যাকমানাস, লিয়াম ট্রিভাসকিস, জেমস স্টারবাক-কিম্বার, লুক ফ্লেচার, লুক উড, মাইন্দর পাল, নিমেশ বিমুক্তি, মার্ক ডেয়াল, মার্ক ওয়াট, মার্কাস আকারম্যান, ম্যাথু কার্টার, ম্যাথু ক্রস, ম্যাথু পটস, ম্যাক্স ওয়ালার, ম্যাক্সওয়েল প্যাট্রিক ও’দউদ, মাইকেল বার্গেস, মাইকেল লিস্ক, মোহাম্মদ রিশওয়ান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ বুটা, ইমরান রান্ধাওয়া, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নাদিম, সালিম সাফি, মোহাম্মদ উমর, মোহাম্মদ ফরাজউদ্দিন, শামাজ নাফওয়ার, আম্মাদ আলম খান, আসাদ গউস, সালমান আলী, মোহাম্মদ তাহা, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ জাইদ আলম, মুখতার আহমেদ, মুসা নাদিম আহমেদ, থিলানা ফার্নান্দো, নাথান সোতার, নোমান আলী, নাভদ পারানাভিথানা, নেইল ব্রুম, নেভিলে মাদজিভা, নিকোলাস কির্টন, নিক কেলি, ধনঞ্জয়া পেরেরা, নিশান মাদুশঙ্কা, নিজাকাত খান, নরমান ভানুয়া, নশঠুস কেনজিগে, নুওয়ানিদু ফার্নান্দো, নিম ইয়ং এবং ওশাদা ফার্নান্দো।

   

সেমিফাইনালে হেরে এমবাপে বললেন, ‘আমরা হতাশ’



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপজয়ী ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপেকে নিয়ে বিগত কয়েক বছর ধরেই চলে আসছে নানা জল্পনা-কল্পনা। তরুণ এই ফরোয়ার্ড পিএসজি ছেড়ে কোন ক্লাবে যাবেন সেটিই ছিল আলোচনার মুখ্য বিষয়। তবে পরের মৌসুমে তিনি যেই ক্লাবেই যান, চলতি মৌসুমে নিজের ক্লাব পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটি জেতার শেষ সুযোগ ছিল তার কাছে।

চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে পিএসজি বরাবরের মতোই এবারও হোঁচট খেয়ে বিদায় নিল। জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ২-০ গোলে হেরে বিদায় নিতে হলো লুইস এনরিকের দলকে। সেই সাথে আরও একবার আশাভঙ্গ হলো এমবাপের।

২০১৮ সালে মোনাকো থেকে পিএসজিতে এসেই যেন বদলে যায় কিলিয়ান এমবাপের জীবন। দেশের হয়ে জেতেন বিশ্বকাপ। ক্লাবে একইসাথে খেলেছেন বিশ্বের প্রথম সারির সব তারকা ফুটবলারদের সঙ্গে, জিতেছেন একের অধিক ফ্রেঞ্চ লিগ শিরোপাও। তবে কাঙ্ক্ষিত সেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটি ছুঁয়ে দেখার সুযোগ এখন পর্যন্ত হয়নি সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ডের।

গতরাতে ঘরের মাঠে ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে একের অধিকবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এমবাপে। ম্যাচের শেষ দিকে তার জোরালো এক শট আটকিয়ে দেন গোলরক্ষক, আরেক শট লাগে গোলপোস্টে। সব মিলিয়ে ভাগ্যও যেন সহায় হয়নি তার ওপর।

ম্যাচ শেষে এমবাপের চোখে-মুখে ফুটে উঠেছে হতাশার ছাপ। হবেই না কেন? এবার অন্তত ফাইনালে খেলার তীব্র সম্ভাবনা ছিল পিএসজির, তবে ডর্টমুন্ডের দুর্দাস্নত পারফরম্যান্সের কাছে হার মানতে হয় তাদের সেই সম্ভাবনাকে। ম্যাচের পর এমবাপে বলেছেন, ‘আজ রাতে আমরা হতাশ, আমরা বিষন্ন।‘

পিএসজির হয়ে ইউসিএল ট্রফি না জিততে পারলেও আগামী দিনে এই ক্লাবের উজ্জ্বল দিন কামনা করেন তিনি। এ প্রসঙ্গে এমবাপে বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জেতা একটি দীর্ঘ প্রক্রিয়া, আমি নিশ্চিত যে পিএসজি এর থেকে খুব বেশি দূরে নয়।‘

;

রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলের প্রতিযোগিতা বাড়াল দিল্লি



স্পোর্টস ডেস্ক। বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলের চলতি আসরে শুরু থেকেই দাপুটে খেলা দেখিয়ে যাচ্ছে রাজস্থান রয়্যালস। প্লে-অফেও প্রায় নিশ্চিতভাবেই জায়গা করে রেখেছে তারা। তবে এবার সেই শক্তিশালী রাজস্থানকেই নিজেদের ঘরের মাঠে হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার রাতে রাজস্থানের বিপক্ষে ২০ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

এদিন টসে জিতে শুরুতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল রাজস্থান। ব্যাট হাতে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার জ্যাক ফ্রাসার-ম্যাগার্ক এবং অভিষেক পরেল। অজি তরুণ হার্ডহিটারের ব্যাট থেকে দেখা গেছে ২০ বলে ৫০ রানের ঝোড়ো এক ইনিংস। ৩৬ বলে ৬৫ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস খেলেছেন অভিষেক। নির্দাহ্রিত ২০ ওভার শেষে পরে ৮ উইকেট হারিয়ে দিল্লির দলীয় সংগ্রহ দাঁড়ায় ২২১ রানে।

বড় লক্ষ্য তারা করতে নেমে প্রথম ওভারেই ওপেনার যশস্বী জয়সওয়ালকে হারিয়ে ধাক্কা খায় রাজস্থান। আরেক ওপেনার জশ বাটলারও ছিলেন নিষ্প্রভ। বরাবরের মতোই এদিন দারুণ এক ইনিংস খেলেছেন রাজস্থানে অধিনায়ক সানজু স্যামসন। ৪৬ বলে ৮৬ রান এসেছে তার ব্যাট থেকে।

তবে সফরকারীদের মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ২০১ রানেই থামতে হয় তাদের। ২০ রানের জয় তুলে নেয় দিল্লি। দিল্লির এই জয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় অনেক সমীকরণই পরিবর্তন হয়েছে। জমে উঠেছে প্লে-অফে উঠার লড়াইও।

গতরাতের এই ম্যাচ শেষে ১১ ম্যাচে ১৬ পয়েন্টের সঙ্গে দুইয়েই আছে রাজস্থান। এক ম্যাচ বেশি খেলা দিল্লির পয়েন্ট ১২, তারা অবস্থান করছে পাঁচে। তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ স্থানে থাকা চেন্নাই, হায়দরাবাদ ও লক্ষ্ণৌয়ের পয়েন্টও ১২ করেই। তবে দিল্লির থেকে এক ম্যাচ করে কম খেলেছে তারা। আজ লক্ষ্ণৌ ও হায়দরাবাদের ম্যাচে যে জিতবে, পয়েন্ট তালিকায় সুবিধাজনক স্থানে পৌঁছে যাবে তারা।

;

ফিরতি লেগেও পিএসজি হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সবশেষ ২০১২-১৩ মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হারিয়ে ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। যদিও সেবার ফাইনালে ম্যাচে আরেক জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ হয় ব্ল্যাক অ্যান্ড ইয়োলোদের।

এবার ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজিকে সেমিফাইনালের দুই লেগেই একটি করে গোল হজম করিয়ে মোট ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল ডর্টমুন্ড। পিএসজির হয়ে এমবাপের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার শেষ সুযোগটাও কেড়ে নিল জার্মান ক্লাবটি। ১১ বছর আবারও ফাইনাল খেলবে ডর্টমুন্ড।

প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠে তারা প্রভাব বিস্তার করলেও গতরাতে নিজেদের মাঠে শুরুতে দাপট দেখাচ্ছিল পিএসজিই। ঘরের মাঠে চেষ্টার কমতি ছিল না তাদের। বলের দখল কিংবা গোলের উদ্দেশ্যে শট, সবকিছুতেই এগিয়ে ছিল তারা। তবে ভাগ্য যেন সহায় হলো না। এ নিয়ে চতুর্থবারের মতো সেমিতে খেলল পিএসজি, যার মধ্যে তিনবারই সেমির মঞ্চ থেকে বিদায় নিয়েছে ফ্রেঞ্চরা।

ঘরের মাঠে দলের জয়ের রাতে একমাত্র গোলটি এসেছে ম্যাটস হুমেলসের হেড থেকে। সেমির দুই লেগেই তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত, হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচও। ৩৫ বছর বয়সী এই জার্মান ডিফেন্ডার রক্ষণভাগের সঙ্গে আক্রমণের পালন করে চলছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমের ফাইনালে ডর্টমুন্ডের প্রতিপক্ষ কে হবে তা জানা যাবে আজ রাতে। ফাইনালের টিকিট নিশ্চিত করতে বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে বায়ার্নের মাঠে ২-২ গোলের সমতায় শেষ হয়েছিল ম্যাচ। এতে আজ ফিরতি লেগে যে দল গোল ব্যবধান এগিয়ে রাখতে পারবে তারাই যাবে ওয়েম্বলিতে।

;

রিয়াল-বায়ার্নের ম্যাচ ছাড়াও টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চ্যাম্পিয়নস লিগের সেমির ফিরতি লেগে আজ (বুধবার) মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। এদিকে আইপিএলে আজ হায়দরাবাদ–লক্ষ্ণৌয়ের ম্যাচে। এছাড়াও টিভিতে যা যা থাকছে।


আইপিএল

হায়দরাবাদ–লক্ষ্ণৌ

রাত ৮টা, স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

উয়েফা কনফারেন্স লিগ (সেমি)

ক্লাব ব্রুগা–ফিওরেন্তিনা

রাত ১০টা ৪৫ মিনিট, সনি লিভ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ (সেমি)

রিয়াল মাদ্রিদ–বায়ার্ন মিউনিখ

রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

;