রিয়ালের হোঁচট, বায়ার্নের দুঃস্বপ্ন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হতাশ টমাস মুলার

হতাশ টমাস মুলার

প্রায় ছয় মাস পর শুরুর একাদশে জায়গা করে নিয়ে মাঠে নামলেন গ্যারেথ বেল। কিন্তু দুর্ভাগ্য গোলের দেখা পাননি। তার শট আঘাত হানে ক্রসবারে।

রাতটা কেবল বেলের জন্যই অপয়া ছিল না। রিয়ালের জন্যও একইভাবে অপয়া। তাইতো লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের মাঠ থেকে গোলশূন্য (০-০) গোলের হতাশা নিয়েই ফিরেছে কোচ কার্লো আনচেলত্তির দল।

বিজ্ঞাপন

তবে স্প্যানিশ লা লিগায় ঠিকই জয় তুলে নিয়েছে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। কোচ ডিয়েগো সিমিওনের দল ৪-৩ গোলে হারিয়েছে গেতাফেকে।

অন্য দিকে বুন্দেসলিগায় দুঃস্বপ্ন সঙ্গী করে ফিরেছে বায়ার্ন মিউনিখ। অঘটনের শিকার হয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ বোচামের মাঠ থেকে ৪-২ গোলের হারের তেতো স্বাদ হজম করে ফিরেছে বাভারিয়ানরা।

বিজ্ঞাপন

বায়ার্নের হয়ে রবার্ট লেওয়ানডোস্কি জোড়া গোল করলেও স্বাগতিকরা তাদের জালে দিয়েছে চার গোল। বোচামের হয়ে একে একে গোল করেন অ্যান্তি-আদজেই, লোকাদিয়া, গ্যামবোয়া ও হল্টম্যান। ভক্তদের হতবাক করে বায়ার্ন চারটি গোলই খেয়েছে ম্যাচের প্রথমার্ধে।