আরিফুল-জুনাইনা নেই জাতীয় সাঁতারে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জুনাইনা আহমেদ ও আরিফুল ইসলাম

জুনাইনা আহমেদ ও আরিফুল ইসলাম

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতীয় সাঁতার। তবে এবারের চ্যাম্পিয়নশিপে নেই দুই অলিম্পিয়ান। 

টোকিও অলিম্পিকে খেলা জুনাইনা আহমেদ ও আরিফুল ইসলাম এবারের আসরে অংশ নিচ্ছেন না। আরিফুল প্রবাসী হয়েছেন প্যারিসে। জুনাইনা সাঁতার বাদ দিয়ে ক্যারিয়ার গড়ছেন চিকিৎসাবিদ্যায়।

বিজ্ঞাপন

এবারের আসর ইলেকট্রনিক বোর্ডে নয়। হচ্ছে হ্যান্ড টাইমিংয়ে। 

ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ মোল্লা ইলেকট্রনিক স্কোর বোর্ড নিয়ে বলেন, ‘আমরা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে চাই। এর পেছনে বাধা এই স্কোর বোর্ড। গত তিন বছরের বেশি সময় ধরে এই বোর্ড ব্যবহার করা যাচ্ছে না।’

বিজ্ঞাপন

সাঁতারুদের উৎসাহ দিতে এবার থাকছে আর্থিক পুরস্কার। এমবি সাইফ মোল্লা বলেন, ‘যে সকল ইভেন্টে রেকর্ড হবে ফেডারেশনের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে।’

সাঁতারুদের টাইমিংয়ে উন্নতির প্রত্যাশা সাধারণ সম্পাদকের, ‘আমরা গত সাফে স্বর্ণ না জিতলেও অনেক ইভেন্টে টাইমিংয়ে উন্নতি হয়েছে। আমরা টাইমিং উন্নতি করলেও অন্য দেশ আমাদের চেয়ে বেশি কাজ করেছে। এটা অস্বীকার করার উপায় নেই।’

চার দিন ব্যাপী জাতীয় সাঁতার শেষ হবে ১ এপ্রিল। ২০১৩ সাল থেকে জাতীয় সাঁতারের পৃষ্ঠপোষকতা করছে ম্যাক্স গ্রুপ। এবার স্পন্সর হিসেবে রয়েছে তারাই।