চেলসি নকআউট, সেমিতে রিয়াল
চ্যাম্পিয়নস লিগের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে নেমেছিল চেলসি। কিন্তু দুর্ভাগ্য তাদের। সান্টিয়াগো বার্নাব্যুতে স্বাগতিক রিয়াল মাদ্রিদকে ধরাশায়ী করেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো কোচ টমাস টাচেলের দলকে।
কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের নাটকীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে চেলসি। কিন্তু তারপরও বিজয় বেশে মাঠ ছেড়েছে রিয়াল।
এ ম্যাচে হারলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জিতে উৎসব করেছে রিয়াল। কেননা প্রথম লেগে চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছিল মাদ্রিদের ক্লাবটি। সুবাদে ইউরোপের সেরাদের আসরের সেমি-ফাইনালের টিকিট কেটেছে কোচ কার্লো আনচেলত্তির দল।
নির্ধারিত সময় শেষে ম্যাচে ৩-১ গোলে এগিয়ে ছিল চেলসি। চেলসির হয়ে গোল করেন ম্যাসন মাউন্ট, অ্যান্তোনিও রুডিগার ও টিমো ওয়ের্নার। আর রিয়ালের হয়ে গোল করেন রদ্রিগো। তাতে করে দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলের সমতায় দাঁড়িয়েছিল ম্যাচের ভাগ্য।
পরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৬ মিনিটে রিয়ালকে গোল উপহার দেন করিম বেনজেমা। এই গোলই ব্যবধান গড়ে দেয়। রিয়াল পেয়ে যায় ৫-৪ গোলের অ্যাগ্রিগেট।