আরচারি বিশ্বকাপ থেকে রোমান-সানাদের বিদায়
বিশ্বকাপ আরচারিতে বাজে একটি দিন কেটেছে বাংলাদেশের। ব্যক্তিগত ইভেন্টে দেশের সবাই বিদায় নিয়েছেন টুর্নামেন্ট থেকে।
রোমান সানা-দিয়া সিদ্দিকীদের চেয়ে ভালো খেলেছেন সাগর ইসলাম। ১/১৬ রাউন্ডে ইউক্রেনের আরচারের বিপক্ষে ৬-২ সেটে হার মেনেছেন তিনি।
দেশ সেরা আরচার রোমান সানা ৬-০ সেটের জয় দিয়ে শুরু করলেও পরের রাউন্ডে হেরে যান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই ছিল ৫-৫ সেটে সমতা। টাইব্রেকারে রোমান নয় স্কোর করেন। তবে তীর দশের কাছাকাছি বিদ্ধ করে রোমানের হৃদয় ভাঙেন প্রতিপক্ষ।
থাইল্যান্ডের ফুকেটে ভালো খেললেও নাসরিন আক্তার বিশ্বকাপে সাফল্যের দেখা পাননি। প্রথম রাউন্ডেই ০-৬ সেটে হেরে গেছেন। আর দিয়া সিদ্দিকী হারেন ৬-৪ সেটে। আরচার নিশা ফাহমিদা পরাজিত হন টাইব্রেকারে।
মিশ্র বিভাগে রোমানিয়াকে ৫-১ সেটে হারিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। পরের রাউন্ডে চাইনিজ তাইপের কাছে ৬-০ সেটে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। পরে দিন শেষ হয়েছে হার দিয়ে।