জয়ের ধারা অব্যাহত রাখতে দুপুরে মাঠে নামছে টাইগাররা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ। দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচটি টি স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

সিরিজ নিয়ে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ইংল্যান্ডের মতো আয়ারল্যান্ডকেও সম্মান করি আমরা। কিন্তু আমরা কোন দলকে ভয় করি না। ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে দলকে প্রস্তুত করেছিলাম আয়ারল্যান্ডের সাথেও তার চেয়ে কম করা হচ্ছে না। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে কোন দলকে হারানোই আমাদের জন্য কঠিন না। এটা আমাদের মূল বিষয়।

টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের পর আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ হট ফেভারিট হয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে।

২০০৮ সালের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবারের মত বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। পরিসংখ্যান অনুযায়ী,এখন পর্যন্ত ১০ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে সাতটি জিতেছে বাংলাদেশ এবং মাত্র দু’টিতে জয় পায় আয়ারল্যান্ড। বাকি ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে প্রথমবারের দেখায় বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিলো আয়ারল্যান্ড। ২০১০ সালে বেলফাস্টে শেষবার বাংলাদেশকে হারিয়েছিলো আইরিশরা। তবে গত এক দশকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কোন লড়াই করতে পারেনি আয়ারল্যান্ড। এই দশকে প্রথম ম্যাচ হতে যাচ্ছে দুই দলের। ২০১৯ সালে ত্রিদেশীয় টুর্নামেন্টের ম্যাচে সর্বশেষ মুখোমুখি হয়েছিলো দুই দল। ম্যাচটি হেসেখেলে ৬ উইকেটে জিতেছিলো বাংলাদেশ। ওই ত্রিদেশীয় টুর্নামেন্টের অন্য দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাসে একমাত্র বড় ট্রফি জিতেছিলো বাংলাদেশ।

২০১৬ সালে ও গেল মাসে ইংল্যান্ডের কাছে দু’টি হার ছাড়া ২০১৫ সাল থেকে ঘরের মাঠে ওয়ানডেতে কোন সিরিজ হারেনি বাংলাদেশ।

আধিপত্য বিস্তার করার সাথে স্পিনে সফরকারীদের দুর্বলতা এবং ঘরের মাঠে অবিশ্বাস্য রেকর্ডের পরও খেলোয়াড়দের আত্মতুষ্টি না ভোগার আহ্বান করেছেন হাথুরুসিংহে।

হাথুরুসিংহে জানান, প্রথম ওয়ানডের সেরা একাদশে কিছু পরিবর্তন করা হবে। কারণ ভারতে আগামী ওয়ানডে বিশ্বকাপের দিকে চোখ রেখেই দল নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, আমরা যেভাবেই খেলি না কেন, আমাদের লক্ষ্য জয়। আন্তর্জাতিক ক্রিকেটে কোন দলই ছোট নয়। বিশ্বকাপে ইংল্যান্ডকে হারায় তারা। নিজেদের দিনে যেকোন দলকে যেকেউ হারাতে পারে।

তিনি আরও বলেন, আমরা যেভাবেই খেলি না কেন আমরা আমাদের পুলকে বড় করার চেষ্টা করছি। আমরা জয়ের চেষ্টা করবো।

এদিকে, অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া জাকির হাসান। তার জায়গায় দলে নেয়া হয়েছে রনি তালুকদারকে।

সম্ভাব্য বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও রনি তালুকদার।

সম্ভাব্য আয়ারল্যান্ড দল

অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, পল স্টার্লিং, কার্টিস ক্যাম্পার, ম্যাথিউ হামফ্রেস, লরকান টাকার, স্টেফেন ডোহেনি, মার্ক অ্যাডায়ার, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, বেঞ্জামিন হোয়াইট, অ্যান্ডি ম্যাকব্রিন, জোশুয়া লিটল।

   

সিরিজ জয়ের দিনের ভারতের অনন্য এক রেকর্ড 



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালের অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা ছোঁয়া হয়নি ভারতের। তবে বিশ্বকাপের পরেই অজিদের বিপক্ষে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে ভারত। 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি জয়ের পর তৃতীয় ম্যাচেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল সিরিজ। তবে সেখানে ঢাল হয়ে দাঁড়ান ম্যাক্সওয়েল। তার শতরানের ইনিংসে সিরিজ বাঁচায় অজিরা। তবে চতুর্থ ম্যাচে তাদের আর সুযোগ দিল না স্বাগতিকরা। ২০ রানের জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় সূর্যকুমার যাদবের দল। 

সিরিজ জয়ের দিনে অনন্য এক রেকর্ডও গড়ল ভারত। পাকিস্তানকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জয়ের রেকর্ড এখন ভারতের। ২২৬ ম্যাচে ১৩৫ জয় নিয়ে এতদিন এই তালিকার শীর্ষে ছিল পাকিস্তান। ২১৩ ম্যাচেই ১৩৬ জয় নিয়ে শীর্ষে এখন ভারত। 

২০০ ম্যাচে ১০২ জয় নিয়ে তালিকার তিনে আছে নিউজিল্যান্ড। ১৭৭ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জয় ৯২টি। 

২০০৬ সাল থেকে এখন পর্যন্ত ১৫৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলছে বাংলাদেশ। যেখানে জয় এসেছে ৫৮ ম্যাচে। 



;

সিলেটে বাংলাদেশের ঐতিহাসিক জয় 



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সাবেক টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। লাল বলের ক্রিকেটটা যেন ভালোমতনই বোঝে কিউইরা। গত বছর তাদের বিপক্ষে প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। সেটি ছিল কিউইদের মাঠেই। এবার পালা দেশের মাটিতে। বছর পেরোতেই যা করে দেখাল শান্ত-তাইজুলরা। নিজের ক্যাপ্টেন্সির অভিষেকে শান্তর শতক এবং মুশফিক-মিরাজের ফিফটি কিউইদের সামনে রেকর্ড লক্ষ্য দাঁড় করায় স্বাগতিকরা। বাকি কাজ যেন একাই সারলেন বাঁহাতি স্পিনার তাইজুল। লাল বলে তার ১২তম ফাইফারের দিনে দল জিতল ১৫০ রানে। 

বাংলাদেশের ১৯তম টেস্ট জয় এটি। জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ বাদে কোনো দলের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয়। জয় দিয়ে নিজেদের ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুটা দারুণভাবে রাঙাল নাজমুল হোসেন শান্তর দল। 

সিলেট টেস্টের প্রথম ইনিংসে দলীয় ব্যাটিং পারফর্মের পর দ্বিতীয় ইনিংসটা লেখা থাকল অধিনায়ক শান্তর শতকে। আর বোলিংয়ের পুরো দায়িত্ব একাই যেন কাঁধে তুলে নেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয়তে নিলেন ৬টা। এর আগে কেবল একবারই এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন তাইজুল। দুর্দান্ত এই পারফর্মের জবাবে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।  

সিলেটে টেস্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল জয় দিয়েই। টসের জয় দিয়েই। স্পিন নির্ভর উইকেটে শেষের দিনগুলোতে ব্যাটিং করা এড়াতে স্বাভাবিকভাবেই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শান্ত। সেখানে ওপেনার মাহমুদুল হাসান জয়ের ৮৬ রান, শান্তর ৩৭ রান এবং মমিনুল হকের ৩৭ রানের ভরে প্রথম ইনিংসে ৩১০ রান করে স্বাগতিকরা।

সেখানে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারালেও পিচে থিতু হন কেন উইলিয়ায়মসন। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ভুলে ভরা ফিল্ডিংয়ের জবাবে সুযোগ পেয়ে ব্যক্তিগত শতরান পেরিয়ে যান উইলিয়ামসন। পরে শেষ দিকে তাইজুল ও মমিনুলের নিয়ন্ত্রিত বোলিংয়ে লিড বড় হতে দেয়নি কিউইদের। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু চাপে পড়ে বাংলাদেশও। কেবল ২৬ রানেই দুই উইকেট হারায় তারা। তবে সেখানে হাল ধরেন শান্ত ও মমিনুল। শান্তর ১০৫ রানের পর মুশফিকুর রহিমের ৬৭ ও মেহেদী হাসান মিরাজের ৫০ রানের ভরে শেষ পর্যন্ত সংগ্রহ দাড়ায় ৩৩৮, এতে জয়ের জন্য কিউইদের সামনে ৩৩২ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। 

বাকি পথের দায়িত্ব একাই সামলান তাইজুল। ৩১ ওভার ১ বলে ৭৫ রান খরচে ৬ কিউই ব্যাটারকে ফেরান প্যাভিলিয়নে। সঙ্গে নাঈম হাসানের দুই উইকেট এবং শরিফুল-মিরাজের একটি করে শিকারে ৭১ ওভার ১ বলে ১৮১ রানেই থামে কিউইদের ইনিংস। 

 

 

 

;

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের দ্বারে বাংলাদেশ 



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

চতুর্থ দিনে শুরুটা হয়েছিল ধাক্কা দিয়েই। দিনের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে স্কোরবোর্ডে কেবল দুই রান যোগ করতেই ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরবর্তীতে মুশফিকুর রহিমের ৬৭ ও মেহেদী হাসান মিরাজের ৫০ রানের ভরে শেষ পর্যন্ত সংগ্রহ দাড়ায় ৩৩৮, এতে জয়ের জন্য কিউইদের সামনে ৩৩২ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা।

টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে এমন লক্ষ্য থাকে বিশালের কাতারেই। টেস্টে নিউজিল্যান্ড এর আগে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৩২৪ রান তারা করে জিতেছিল, ১৯৯৪ সালে ক্রাইস্টার্চে। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা ৩১৭ রানের, ২০০৮ সালে চট্টগ্রাম টেস্টে। এবার তাই এখান থেকে জিততে হলে নতুন রেকর্ড তৈরি করতে হবে টিম সাউদির দলকে। 

তবে সেখানে স্বাগতিকরা কিউইদের প্রথম ধাক্কা দেয় প্রথম ওভারেই। শরিফুল ইসলামের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে রানের খাতা না খুলেই ফেরেন ওপেনার টম ল্যাথাম। এরপরই শুরু হয় তাইজুল ঘূর্ণি। একের পর এক উইকেট তুলে নিয়ে একাই ধসিয়ে দেন সফরকারীদের টপ-অর্ডার। আগের ইনিংসে সেঞ্চুরিয়ান উইলিয়ামসনকে বোল্ড করে ফিরিয়েছিলেন তাইজুল। এই ইনিংসেও কিউই এই তারকা ধরাশায়ী সেই তাইজুলের হাতেই। 

চতুর্থ দিনের স্টাম্পসের আগে ৪৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে নিউজিল্যান্ড। জয়ের জন্য এখনো তাদের দরকার ২১৯ রান। বাংলাদেশের দরকার তিন উইকেট। দ্বিতীয় ইনিংসে তাইজুল এখন পর্যন্ত নিয়েছেন চার উইকেট, দুই ইনিংস মিলিয়ে সংখ্যাটি আট। 

;

বাংলাদেশের টেস্ট ছাড়াও টিভিতে যা থাকছে আজ



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের আজ (শুক্রবার) পঞ্চম ও শেষ দিন। এছাড়া লিগ ফুটবলের বেশ কিছু ম্যাচ ছাড়াও টিভিতে যা যা থাকছে আজ।

 

সিলেট টেস্ট (৫ম দিন)

বাংলাদেশ–নিউজিল্যান্ড

সকাল ৯টা ৩০ মিনিট, টি স্পোর্টস ও গাজী টিভি

 

ক্রিকেট

আবুধাবি টি–১০

টিম আবুধাবি–ডেকান গ্ল্যাডিয়েটর্স

বিকেল ৫টা ৩০ মিনিট, টি স্পোর্টস

বাংলা টাইগার্স–দিল্লি বুলস

রাত ৮টা, টি স্পোর্টস

চেন্নাই ব্রেভস–নর্দান ওয়ারিয়র্স

রাত ১০টা ৩০ মিনিট, টি স্পোর্টস

 


মেয়েদের বিগ ব্যাশ লিগ (ফাইনাল)

অ্যাডিলেড স্ট্রাইকার্স–ব্রিসবেন হিট

দুপুর ২টা ১০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

জার্মানি–ফ্রান্স  

সন্ধ্যা ৬টা, ফিফা প্লাস ওয়েবসাইট

 

ইংলিশ প্রিমিয়ার লিগ

আর্সেনাল–উলভারহাম্পটন

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ব্রেন্টফোর্ড–লুটন টাউন

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

নটিংহাম–এভারটন

রাত ১১টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

নিউক্যাসল–ম্যান ইউ

রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

স্প্যানিশ লা লিগা

রিয়াল মাদ্রিদ–গ্রানাদা

রাত ১১টা৩০ মিনিট, র‍্যাবিটহোল

 

জার্মান বুন্ডেসলিগা 

বায়ার্ন মিউনিখ–ইউনিয়ন বার্লিন

রাত ৮টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

;