বিশ্বকাপের আগে মেরেকেটে আর দু’সপ্তাহও বাকি নেই। ঠিক এই সময় এসে শ্রীধরন শ্রীরামকে ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করবেন ‘টেকনিক্যাল কনসালটেন্ট’ হিসেবে।
দলের সঙ্গে তিনি অবশ্য এখনই যোগ দেবেন না। তিনি দলের সঙ্গে যুক্ত হবেন বিশ্বকাপ মিশনের একেবারে শুরুতে। গোয়াহাটিতে দল যখন ওয়ার্ম আপ ম্যাচ খেলতে যাবে, তার ঠিক আগে তিনি দায়িত্ব বুঝে নেবেন। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
বাংলাদেশ দল গোয়াহাটিতে দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আর এর দুই দিন পর ২ অক্টোবর দল খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে। তার আগেই শ্রীরাম কোচিং প্যানেলে যোগ দেবেন।
শ্রীরাম এর আগেও দলের সঙ্গে কাজ করেছেন। গেল বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আর অস্ট্রেলিয়ায় মাঠে গড়ানো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের টেকনিক্যাল কনসাল্টেন্ট হিসেবে কাজ করেছিলেন। এর আগে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি।