শাদাবকে নিয়েই বিশ্বকাপে পাকিস্তান, ফিরলেন হাসান আলী

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে আশানুরূপ পারফর্ম না কারায় প্রশ্ন উঠেছিল শাদাব খানের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে। শেষ পর্যন্ত অবশ্য তাকে রেখেই ভারত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। বাবর আজমের ডেপুটি হিসেবেই থাকছেন তিনি। চোটে নাসিম শাহ ছিটকে যাওয়ায় তার জায়গায় ফিরেছেন হাসান আলী। শঙ্কা দূর হয়েছে হারিস রউফকে নিয়েও। তিনিও আছেন স্কোয়াডে।

বিশ্বকাপে চমক বলতে উসামা মীর। বাড়তি একজন লেগস্পিনার হিসেবে তাকে স্কোয়াডে রেখেছে পাকিস্তান। এছাড়াও দলে জায়গা হয়েছে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের।

বিজ্ঞাপন

চলতি বছর এখন পর্যন্ত কোনো ওয়ানডে খেলেননি হাসান। লিস্ট ‘এ’ ক্রিকেটও খেলেছেন সেই ডিসেম্বরে। তবে অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছেন ইনজামাম। অন্যদিকে এশিয়া কাপের দল থেকে নাসিম শাহ ছাড়াও বাদ পড়েছেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ হারিস। তবে হারিসসহ জামান খান ও আবরার আহমেদ রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলী আঘা, শাদাব খান, উসামা মীর, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলী।

বিজ্ঞাপন