শ্রীধরনকে কোচিং স্টাফে পেয়ে উচ্ছ্বসিত সাকিব
গেল বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আর অস্ট্রেলিয়ায় মাঠে গড়ানো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের টেকনিক্যাল কনসাল্টেন্ট হিসেবে কাজ করেছিলেন শ্রীধরন শ্রীরাম। 'ইমপ্যাক্ট' ক্রিকেটার তার ধারণা তখন বেশ সাড়া জাগিয়েছিল বাংলাদেশের ক্রিকেটে। তবে স্বল্প সময়ে সে যাত্রায় দলে বড় কোনো পরিবর্তন আনতে সক্ষম হননি এই ভারতীয় কোচ। তবে সবাইকে চমকে দিয়ে ভারতে ওয়ানডে বিশ্বকাপের সপ্তাহ দুয়েক আগে আবারও তাকে কোচিং স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। শ্রীধরন শ্রীরামকে কোচিং স্টাফে ফিরে পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক সাকিব।
বেসরকারি এক টিভি চ্যানেলের সঙ্গে আলাপে শ্রীধরনের অভিজ্ঞতা এবং উইনিং মেন্টালিটির তারিফ করে সাকিব বলেন, 'ও আইপিএলের সাথে অনেকদিন ধরে আছে, আন্তর্জাতিক ক্রিকেটে কাজ করছে, ভালো একটা ফ্রাঞ্চাইজি টিমের কোচ, কনসালটেন্ট, অ্যানালিস্ট। ওর একটা সম্মান আছে ভারতে। অস্ট্রেলিয়ার মতো দলের সাথে অনেক বছর কাজ করেছে। সুতরাং উইনিং মেন্টালিটি আছে।'
তাই এমন অভিজ্ঞ একজন কোচিং স্টাফকে দলের সঙ্গে পাওয়াকে দারুণ কিছুই মনে করছেন সাকিব, 'স্বাভাবিকভাবেই ওর অন্তর্ভুক্তি আমার কাছে মনে হয় খুবই ভালো। বিশ্বকাপকে হিসেবে রেখে খুবই ভালো।' দলের অন্য খেলোয়াড়রাও শ্রীধরনের ভাবনা এবং কোচিংয়ের ধরনকে পছন্দ করেন বলে জানান বাংলাদেশ অধিনায়ক, 'যখন আমাদের সাথে কাজ করেছে, সব ক্রিকেটার তাকে অনেক পছন্দ করেছে।'
বিশ্বকাপের আগে শ্রীধরনের অন্তর্ভুক্তি কীভাবে দলকে সাহায্য করবে, সে ব্যাপারেও বিশদ ধারণা দিয়েছেন সাকিব, 'সে গ্রাউন্ডসম্যানদের সাথে কথা বলতে পারবে। কখন কুয়াশা পড়বে, কখন কেমন আবহাওয়া থাকে। পিচটা কেমন হতে পারে, ফার্স্ট হাফে কেমন থাকতে পারে, সেকেন্ড হাফে কেমন থাকতে পারে। এগুলো বিস্তারিতভাবে আমাদের কোনো কিউরেটর বলবে না।'