অস্কারের কণ্ঠে হাথুরুসিংহের সুর!



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দলটা রীতিমতো ইতিহাসই গড়ে চলেছে। বাংলাদেশের প্রথম দল হিসেবে পেশাদার লিগে টানা চার লিগ, চ্যাম্পিয়ন্স লিগের যে কোনো পর্বে খেলা প্রথম বাংলাদেশি দল… শেষ এক মৌসুমে এসব বিশেষণ লেগেছে বসুন্ধরা কিংসের নামের পাশে।

তবে মহাদেশীয় আসরে দেশের হয়ে সর্বোচ্চ সাফল্যটা এখনো অধরাই রয়ে গেছে বসুন্ধরার। যে কারণে দেশীয় ফুটবল সমর্থকদের গঞ্জনাও কম সইতে হয় না দলটিকে।
এক্ষেত্রে যেন ক্রিকেটের সঙ্গে এক বিন্দুতে মিলে গেছে বসুন্ধরা কিংসের বাস্তবতা। প্রত্যাশা আকাশ ছোঁয়া। সে প্রত্যাশায় লাগাম টানার অনুরোধ কিছুদিন আগেই করেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এবার তারই পথে হাঁটলেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনও। জানালেন, ফলাফলকে একপাশে রেখে আপাতত তার নজর দলের উন্নতির প্রক্রিয়াতেই।

চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে খেলেছিল বসুন্ধরা। যদিও শারজা এফসির কাছে হেরে যাত্রাটা থমকে যায় সেখানেই। এরপর এএফসি কাপেও মাজিয়ার কাছে হার। তাতেই বসুন্ধরা আছে তোপের মুখে।

তবে অস্কার ব্রুজনের বিশ্বাস, তার দল উন্নতির পথ ধরেই হাঁটছে। তার কথা, ‘আমরা কেন চ্যাম্পিয়ন্স লিগে খেলেছি? কারণ আমরা শেষ কয়েক বছরে এএফসি কাপে খুব ভালো করেছিলাম। আমরা অনেক পয়েন্ট অর্জন করেছি। আমরা আমাদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছি। তাই আমরা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে খেলেছি। তো এখানে ভুলটা কোথায় হয়েছে? আমি বুঝি না, ওইসব লোক কেন বলে আমরা আন্তর্জাতিক ফুটবলে ব্যর্থ হচ্ছি। আমি তো মনে করি আমরা সাফল্য পাচ্ছি। হয়তো আমাদের অ্যাপ্রোচটা ভিন্ন।’

মহাদেশীয় আসরে ‘ব্যর্থতা’কেও তিনি দেখছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। তার কথা, ‘এটা সত্য, ক্লাবের বাইরে অনেক কথা হচ্ছে যে, আমরা ব্যর্থ হচ্ছি। কিন্তু সত্যিটা হচ্ছে, আমরা শেষ দুই আসরে টেবিলের শীর্ষেই অবস্থান করেছি, শুধুমাত্র গোল ব্যবধানে বিদায় নিতে হয়েছে আমাদের। শারজা ম্যাচের আগে আমরা শুধু একটা আন্তর্জাতিক ম্যাচে হেরেছি।’

এরপরই সমর্থকদের প্রত্যাশা নিয়ে খানিকটা উষ্মা প্রকাশ করলেন স্প্যানিশ এই কোচ। তিনি জানান, প্রক্রিয়াটা অনেক লম্বা। আর এই প্রক্রিয়া মানলে আগামী এক-দেড় দশকের মধ্যেই এশিয়ান পরাশক্তি হয়ে উঠতে পারবে বসুন্ধরা।

অস্কার বলেন, ‘আমার প্রশ্নটা হচ্ছে, কোথায় ভুল হয়েছে আমাদের? বাংলাদেশের লোকজন পাঁচ বছরের একটা ক্লাবকে কোথায় দেখতে চায়? আপনারা কি মনে করেন আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতে যাব? যা মোহনবাগানের মতো ক্লাব ১০০ বছরে পারেনি, সেটা তিন মৌসুমের মধ্যে করে দেখানোর পরও? আমরা ভাবছি, আমরা উন্নতি করছি, আমাদের দারুণ একটা স্টেডিয়াম আছে, ঠিক জায়গায় ঠিক মানুষদের বসিয়ে ধীরে ধীরে উন্নতির পথ তৈরি করছি। হয়তো ৫, ১০ কিংবা ১৫ বছরের ভেতর এশিয়ান ফুটবলে পরাশক্তি হয়ে উঠতে পারব।’

   

চলতি মৌসুমে প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন কোর্তোয়া



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গত মৌসুম শেষের পর এসিএল ইনজুরিতে পড়েছিলেন রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়া। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। ২০২৩/২৪ মৌসুমে তার মাঠেই নামা হয়নি। অবশেষে লা লিগায় আজ (শনিবার) কাদিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার গোলপোস্টের নিচে দাঁড়াবেন এই বেলজিয়ান গোলকিপার।

কোর্তোয়ার মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। লম্বা বিরতির পর দলের মূল গোলকিপারের মাঠে ফেরার সুসংবাদ দিয়ে তিনি বলেন, ‘(আজ) কোর্তোয়া খেলবে।’

কাদিজের বিপক্ষে খেললেও এখনো বড় ম্যাচে কোর্তোয়াকে খেলানোর পক্ষে নন আনচেলত্তি। তাই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের গোলপোস্টের প্রহরী কে হবেন সে প্রশ্নের জবাবে এই ইতালিয়ান কোচের সাফ জবাব, ‘বায়ার্নের বিপক্ষে (আন্দ্রি) লুনিন খেলবে।’

তবে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছালে কি লুনিনের জায়গা নেবেন কোর্তোয়া, এই প্রশ্নের উত্তর জানা নেই রিয়াল কোচের, ‘সম্ভাব্য চ্যাম্পিয়ন্স ফাইনালে কে খেলবে? এটা আমার জানা নেই।’

উল্লেখ্য, লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে আছে রিয়াল মাদ্রিদ। ৩৩ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্টে বেশি ৮৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিউখের বিপক্ষে ২-২ গোলে ড্র করে সমতায় রয়েছে। দ্বিতীয় লেগে ঘরের মাঠে ফাইনালের টিকিট কাটার সুযোগ এখন তাদের সামনে।

;

গ্যালারিতে স্ত্রীকে দেখেই জ্বলে উঠলেন স্টার্ক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক। চলতি আইপিএল শুরুর আগে নিলামে ২৪ কোটি ৭৫ লাখ রুপি খরচ করে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আইপিএলে মাঠে নামার নিজের নাম বা দামের প্রতি কমই সুবিচার করতে পেরেছেন। তবে শুক্রবার (৩ এপ্রিল) রাতে অন্য এক স্টার্কের দেখা মিলল!

এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচেই ৪ ওভার বল করে ৫৩ রান খরচ করেন স্টার্ক। মুম্বাইয়ের বিপক্ষে গত রাতের ম্যাচের আগে ৮ ম্যাচ খেলে পেয়েছিলেন ৭ উইকেট, ৫০ বা তার বেশি রান দিয়েছেন তিন ম্যাচে। প্রায় ১২ গড়ে রান বিলিয়েছেন।

তবে মুম্বাইয়ের বিপক্ষে স্টার্ক ৩.৫ ওভার বল করে ৩৩ রান খরচ করেই নিয়েছেন ৪ উইকেট। এটাই এবারের আইপিএলে তার সেরা বোলিং পরিসংখ্যান।

মুম্বাইয়ের বিপক্ষে কলকাতার ম্যাচটি দেখতে গ্যালারিতে হাজির ছিলেন স্টার্কের স্ত্রী এবং অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটার অ্যালিসা হিলি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাই এটিকে ‘লেডি লাক’ বলছেন।

;

১১০ ভাগ দিচ্ছেন তাসকিন



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটারদের তেমন কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। কারণ সিকান্দার রাজাদের ১২৪ রানে আটকে দিয়ে বোলাররা আগেই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনরা নাচিয়ে ছেড়েছেন জিম্বাবুয়ের ব্যাটারদের। এই দুই পেসারই তিনটি করে উইকেট নিয়েছেন। ১৫ রানে ৩ উইকেট নেয়া সাইফউদ্দিনের চেয়ে ১ রান কম খরচায় সমান উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তাসকিন।

ম্যাচসেরা হয়ে উচ্ছ্বসিত তাসকিনের মুখে পুরো বোলিং বিভাগের জন্য প্রশংসা ঝরেছে, ‘প্রথমত আমরা আজ দারুণ জয় পেয়েছি, বল হাতে ভালো শুরু পেয়েছি। আমরা বেসিক কাজটা ঠিকঠাক করেছি, সে কারণেই পুরস্কৃত হয়েছি। গত কয়েক সপ্তাহ সবাই কঠোর অনুশীলন করছে, সেই ফল পাচ্ছে। প্রত্যেকেই নিজেদের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছি।’

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শতভাগের চেয়েও বেশি দিয়েছেন জানিয়ে তাসকিন যোগ করেন, ‘১১০ শতাংশ দিচ্ছি। আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি, সামনেও এটা ধরে রাখার চেষ্টা করব।’

জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটিকে আদতে জুনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। সেই লক্ষ্যে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

;

পিঠের চোটে ভুগছেন রোহিত



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ওয়াংখেড়েতে আইপিএলের গতকালের (শুক্রবার) ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেছে ২৪ রানে। ম্যাচে ইমপ্যাক্ট সাব হিসেবে খেলেছেন মুম্বাইয়ের সাবেক অধিনায়ক রোহিত শর্মা।

ইমপ্যাক্ট সাব হিসেবে খেলে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। ইনিংস শুরু করতে নেমে ১২ বলে করেছে ১১ রান। তার দল কলকাতার দেয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুটিয়ে ১৪৫ রানে।

ম্যাচে কেন ইমপ্যাক্ট সাব হিসেবে খেলেছেন রোহিত? ম্যাচ শেষে এই প্রশ্নের জবাব দিয়েছেন মুম্বাইয়ের স্পিনার পীযুষ চাওলা। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে পীযুষ জানান, ‘তার (রোহিত) পিঠে কিছুটা সমস্যা আছে। তাই সতর্কতা হিসেবে ইমপ্যাক্ট সাব হিসেবে খেলেছে।’

ভারতের ক্রিকেটভক্তদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে রোহিতের এই চোটের খবর। আইপিএলের পরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে ঝাঁপিয়ে পড়তে হবে ভারতকে। বিশ্বকাপে দেশটির নেতৃত্ব দেবেন রোহিত। ভারতের সমর্থকরা নিশ্চয়ই প্রার্থনা করছে, রোহিতের পিঠের এই পীড়া যেন দ্রুতই সেরে যায়।

;