বিশ্বকাপ জিততে অস্ট্রেলিয়ার চাই ২৪১
ঘরের মাঠে শিরোপা নির্ধারণী মঞ্চে ভারত। তাও একযুগ পর। আহমেদাবাদে রোহিত শর্মার দলকে সমর্থন দিতে হাজির লক্ষাধিক সমর্থক। প্রত্যাশা; অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তোলা। শিরোপা উদযাপন দেখতে মাঠে উপস্থিত দেশটির সকল ক্ষেত্রের তারকারা। শিরোপার প্রত্যাশা; এত এত চাপ নিতে পারেনি ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের ইনিংস থেমেছে ২৪০ রানে।
আহমেদাবাদে এদিন ব্যাট করতে নেমে শুরুতেই মিচেল স্টার্কের বলে ৪ রানে ফেরেন শুভমান গিল। এরপর দলকে ঝড়ো শুরু এনে দিয়ে ৩১ বলে ৪৭ করে ফেরেন রোহিত। টেকেননি শ্রেয়াসও। সবশেষ দুই ম্যাচের সেঞ্চুরিয়ান ৪ রানে শিকার হন কামিন্সের। ৮১ রানে নেই তিন উইকেট।
দলকে টেনে তোলার দায়িত্ব নেন কোহলি ও রাহুল। দু’জনের মিলে চতুর্থ উইকেট জুটিতে জমা করেন ৬৭ রান। ফিফটির পর ৬৩ বলে ৫৪ রান কামিন্সের বলে স্টাম্প ভাঙে কোহলির। তবে তার আগে এক বিশ্বকাপে রেকর্ড ৭৬৫ রান নিজের নামের পাশে রেখে যান কোহলি। যেখানে ছিল ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরি।
কোহলির ফিফটির পরও পুরোপুরি চাপ কাটেনি ভারতের। জাদেজাকে নিয়ে ৮৬ বলে ফিফটি তুলে রাহুল। যেখানে বাউন্ডারি কেবল একটি। যেটিও কিনা এসেছে ৯৭ বল পর!
আশা করা হচ্ছিল এবার অন্তত ডট বলের বোঝা কামাবেন রাহুল। সূর্যকে নিয়ে দলকে নিয়ে যাবেন শক্ত অবস্থানে। হয়নি সেটি। বরং ডটের বোঝা বইতে না পেরে রাহুলকে ফিরতে হয়েছে ১০৭ বলে ৬৬ রানে। যেখানে বাউন্ডারি কেবল একটি। দায়িত্বটা বর্তায় সূর্যের কাঁধে।
অসুস্থ মাকে হাসপাতালে রেখে দলের হাল ধরতে নামেন মোহাম্মদ শামি। তার কাছ থেকে প্রত্যাশা সূর্যকে সঙ্গ দেবেন তিনি। না বোলার শামির আজ নায়ক হওয়া হয়নি ব্যাট হাতে। ফিরেছেন ৬ রানে।
যা করার করতে হতো সূর্যকেই। তার ওপরও তখন রাজ্যের চাপ। স্কোরবোর্ডে একটা লড়াই করার মতো পুঁজি দাঁড় করিয়ে আসা। নয়তো বোলারদেরই বা করার থাকবে কি। সেই দায়িত্ব ব্যাট হাতে নিলেন বোলাররাও। তবুও হল না। সূর্য ফিরলেন হতাশা বাড়িয়ে। ২৮ বলে ১৮ রান করে। ভারতের ইনিংস থামল আড়াই শ’র আগেই। অর্থাৎ ভারতের ইনিংস থেমেছে ২৪০ রানে।
অজি বোলারদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন স্টার্ক। দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট তুলেছেন কামিন্স ও হ্যাজেলউড।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ২৪০/১০ (রোহিত ৪৭, গিল ৪, কোহলি ৫৪, শ্রেয়াস ৪, রাহুল ৬৬, জাদেজা ৯, সুরিয়াকুমার ১৮, শামি ৬, বুমরাহ ১, কুলদিপ ১০, সিরাজ ৯*; স্টার্ক ৩/৫৫, হেইজেলউড ২/৬০, ম্যাক্সওয়েল ১/৩৫, কামিন্স ২/৩৪, জ্যাম্পা ১/৪৪)