শামি-বুমরাহর তোপে বিপর্যস্ত অজিরা
বল হাতে স্বপ্নের মতো শুরু হতে পারত জাসপ্রিত বুমরাহর। ইনিংসের প্রথম বলেই ওয়ার্নারকে ফেরানো যেত; স্লিপে দাঁড়ানো বিরাট-গিলের মধ্যে সমন্নয় থাকলেই। সেটা না হলেও ঠিকই ভয়ঙ্কর হয়ে উঠেছেন বুমরাহ। শামি-বুমরাহ রীতিমতো কাঁপন ধরাচ্ছেন অজি ব্যাটারদের মনে। দু’জনের বোলিং তোপে পাওয়ার প্লের আগেই তিন উইকেট নেই অজিদের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ১১ ওভার শেষে ৩ উইকেট খরচায় ৬৫ রান করেছে অস্ট্রেলিয়া। উইকেটে থিতু হতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন হেড ও লাবুশেন।
শিরোপা মঞ্চে আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে কোনো রকমে ২৪১ রানের টার্গেট দিতে পেরেছে ভারত। দায়িত্বটা তাই নিতে হচ্ছে বোলারদেরই। পুঁজিটা ছোট হওয়ায় এদিন বাধ্য হয়ে আগেভাগেই শামির দ্বারস্থ হয়েছেন রোহিত। বল হাতে তুলে নিয়েই ইনিংসের দ্বিতীয় ওভারে ওয়ার্নারকে ফেরান শামি। ক্যাচ লুফে প্রায়শ্চিত্ত করেন কোহলি। পথ খুঁজে পায় ভারত।
এরপর বুমরাহর তাণ্ডব চালানো শুরু। আগ্রাসী হয়ে উঠা মিচেল মার্শকে ফেরান ১৫ রানে। এরপর পরের ওভারে এসে তুলে নেন স্টিভেন স্মিথের উইকেট। লেগ বিফোরের আবেদন করলে আম্পায়ারের সায় মিলে। দ্বিধান্বিত স্মিথ রিভিউ না নিয়ে উইকেট ছাড়লেন। যদিও পরে দেখা গেছে উইকেট মিস করেছিল বল। দলীয় ৫০ রানের আগেই ৩ উইকেট হারায় অজিরা।
এরপর উইকেটে এসে হেডকে সঙ্গ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন লাবুশেন। উদ্দেশ্য দলকে জয়ের পথে রেখে আসা। সেই কাজটিই মন দিয়ে করার চেষ্টা করছেন দু’জনে।