ইতিহাস গড়তে চান জ্যোতিরা
দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল নিগার সুলতানা জ্যোতিরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রবিবার ১৩ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ৫ উইকেট তুলে নিয়ে নতুন রেকর্ডও গড়েছেন স্পিনার স্বর্ণা আক্তার।
দলের ভালো পারফরম্যান্সে উচ্ছসিত কোচ এবং সমর্থকরা। নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রাখার আনন্দ ছুঁয়ে গেছে ক্রিকেটারদেরও। তবে এই জয়েই সীমাবদ্ধ নয়, বরং আসন্ন ম্যাচগুলোতেও জয় তুলে নিয়ে সিরিজ জিতে দেশে ফেরত আসতে চায় বাংলাদেশের নারী ক্রিকেট দল।
প্রথম ম্যাচে নিজেদের পারফরম্যান্স নিয়ে অধিনায়ক জ্যোতি বলেছেন, ‘দল হিসেবে আমরা ভালো খেলেছি এবং ফল পেয়েছি। তবুও আমরা কিছু ভুল করেছি যেগুলো করা উচিত হয়নি। সামনের ম্যাচে আমাদের আরো ভালো ক্রিকেট খেলতে হবে। অনেক দূরের চিন্তা করবো না। আপাতত আমাদের সামনে যে দিনটি আসছে, যে ম্যাচটি আসছে সেটাই গুরুত্বপূর্ণ। সেদিন যে ভুলগুলো করেছি, ব্যাটিং আমরা ৪০টির বেশি ডট বল খেলেছি, সেগুলো কমাতে হবে। বোলারদের আরো শৃঙ্খল হতে হবে। তাহলে ভালো কিছু হবে। নিজেদের কিভাবে আরো ভালোভাবে শো করাতে পারি সেজন্য আমাদের কষ্ট করতে হবে।’
৫ উইকেট তুলে নেওয়া স্বর্ণাকেই জয়ের মূল কারিগর হিসেবে বলেছেন অধিনায়ক জ্যোতি, ‘স্বর্ণা যেভাবে বোলিং করেছে, ওই জায়গায় সে কিন্তু প্রতিনিয়ত এতো বেশি বল করে না। আমার অপশনাল বোলার সে। কিন্তু ব্রিলিয়ান্ট বোলিং সে করেছে।’
বিচক্ষণতার সঙ্গে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাটা কাজে লেগেছে বলে খুব খুশি বাংলাদেশ দলের অধিনায়ক। তিনি বলেন, ‘আমার জন্য সিদ্ধান্তটা একটু কঠিন ছিল কারণ রাবেয়া আমার মূল বোলার। ওকে রেখে স্বর্ণাকে ওই ওভারে নিয়ে এসেছি। যেটা দেখলাম ও জোরের ওপর বল করে। ধারাবাহিক একটা জায়গায় বল করতে পারে। ওই ফাঁদ পেতে আমরা দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের আটকানোর চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে আমি যেই গ্যাম্বলিংটা করেছি ওটা কাজে দিয়েছে।’
বেনোনিতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২০ ওভারে তারা ২ উইকেট হারিয়ে করে ১৪৯ রান। মুর্শিদার ব্যাট থেকে আসে ৬২ রান। জবাব দিতে নামা দক্ষিণ আফ্রিকাকে ১৩৬ রানে আটকে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে জ্যোতির দল।
দক্ষিণ আফ্রিকার মাঠে দর্শকদের এত সমর্থন পেয়ে বেশ অবাক এবং আনন্দিত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি খুবই বিস্মিত হয়েছি এতো দর্শক দেখে! তারা যেভাবে বাংলাদেশ বাংলাদেশ করছিল এবং শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে সমর্থন জুগিয়েছে, আনকন্ডিশনাল সাপোর্ট। তাদের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের বাইরে এসেও এতো ভালোবাসা ও সাপোর্ট পাওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।‘
৬ ডিসেম্বর কিম্বারলিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা। সেই ম্যাচটি জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করা এখন তাদের লক্ষ্য।