নির্বাচক কমিটিকে কেন বাদ দেবেন সেই কারণ খুঁজে পাচ্ছেন না পাপন



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ডেটলাইন ৩১ ডিসেম্বর। সেদিনই বিসিবির নির্বাচক প্যানেলের চুক্তি শেষ হচ্ছে। নির্বাচক পদে নতুন কেউ আসছেন নাকি পুরানো নির্বাচক কমিটিই বহাল থাকছে, সেই প্রশ্নের খোঁজ এখন ক্রিকেট সাংবাদিকদের জন্য নিত্যদিনের।

প্রায় ১২ বছর ধরে নির্বাচক প্যানেলে রয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন। তাদের দল নির্বাচক কখনো প্রসংশিত হয়েছে। কখনো সমালোচিতও হয়েছে। তবে এবারের বিশ্বকাপ ব্যর্থতা এবং বিশ্বকাপের পরিকল্পনায় মাহমুদউল্লাহ রিয়াদের নাম দেরিতে অর্ন্তভুক্তির বিষয়টি নান্নুর নির্বাচক কমিটির পেছনের সাফল্যের সব অর্জন কেড়ে নিচ্ছে।

বিসিবি নতুন নির্বাচকদের খোঁজা শুরু করে দিয়েছে। কিন্তু সমস্যা হলো এই পদে ভরসা করার মতো নতুন কাউকে যে পাচ্ছে না খোদ বিসিবি। যাদের নাম আসছে আলোচনায় তাদের কারো কারো নাম নিয়ে বিসিবির আবার গাত্রদাহ রয়েছে। বিসিবির প্রতি মান্যবর না, এমন কাউকে এই পদে দেখা যাওয়ার সম্ভাবন্য প্রায় শূন্য। তাই প্রধান নির্বাচক নান্নুর অধীনে নির্বাচক কমিটির চুক্তির মেয়াদ যদি আরেকবার বাড়ানো হয় তাহলেও খুব বেশি অবাক হওয়ার কিছু নেই।

নান্নু, বাশার এবং রাজ্জাকের নির্বাচক কমিটি নিয়ে অনেকে অনেক ধরনের সমালোচনা করলেও বিসিবি কিন্তু সেই সমালোচনায় গা ভাসিয়ে দেয়নি। বিসিবি সভাপতির কথাতেই সেটা স্পষ্ঠ হয়ে উঠেছে।

নির্বাচক কমিটি প্রসঙ্গে নাজমুল হোসেন পাপন জানান, নির্বাচক প্যানেল বদলাতেই পারে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। নির্বাচকদের কাজ তো হলে দল নির্বাচন করা। তারা বিশ্বকাপের জন্য যে দলটি নির্বাচন করেছিলেন সেখানে তানজিব হাসান তামিমের অর্ন্তভুক্তি হয়েছে শেষ মূহূর্তে। তামিম ইকবাল দলে থাকতো তো সেই ছোট তামিমের দলে জায়গা হতো না। যেসব ব্যাটসম্যানদের দলে থাকার কথা তারা তো সবাই ছিল। তাহলে তারা (নির্বাচকরা) ভুলটা করলো কোথায়? অথচ ঢালাওভাবে নির্বাচদের সমালোচনা করা হচ্ছে।'

'আমি যে কথাটা বলতে চাইছি নির্বাচন প্যানেলে রদবদল একটা স্বাভাবিক ক্রিকেটীয় প্রক্রিয়া। এই কমিটিও অনেকদিন হয়েছে। সবসময় বদল হওয়াটা ভালো। কিন্তু কাউকে অভিযুক্ত করে বা মিথ্যা অপবাদ দিয়ে বাদ দেওয়া এটা হবে খুব খারাপ নজির। নির্বাচকদের বাদ দেওয়ার আগে একটা কারণ দেখাতে হবে যে এই কারণে বা এই জায়গায় তারা ব্যর্থ, তাই তাদের বাদ দেওয়া হয়েছে। কিন্তু এই কমিটির বিরুদ্ধে তেমন কোনো কারণ কি আমাদের হাতে রয়েছে?'- যোগ করেন পাপন।

বিসিবি সভাপতির এই সমর্থন শুনে নিশ্চয়ই এখন স্বস্তি পাবেন মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন। নতুন বছরে বোর্ডের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ তাহলে বাড়ছে?

   

স্টার্কের আগুনে বোলিংয়ে মুম্বাইকে আটকাল কলকাতা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কাগজে-কলমের হিসেবে আইপিএলের চলতি আসরের প্লে অফে খেলার কিঞ্চিৎ সম্ভাবনা এখনও বাকি আছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। তার জন্য শুক্রবার রাতে নিজেদের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় পাওয়া জরুরি ছিল হার্দিকদের জন্য। তবে ২৪ রানের জয় তুলে শেষ হাসি হাসল কলকাতাই।

এদিন টসে হেরে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ব্যাট হাতে বেশ নড়বড়ে দেখা যায় কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের। ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বোলারদের তোপের মুখে পড়েন তারা। পাওয়ার প্লে-তেই সাজঘরে ফেরত যান কলকাতার চার ব্যাটার, স্কোরবোর্ডে রান তখন ৫৭।

ব্যাটিং ধ্বস সামলে দলের হাল ধরেন মিডল অর্ডারের দুই ব্যাটার ভেংকাটেশ আইয়ার ও মানিশ পান্ডে। তাদের ব্যাটে চড়ে লড়াকু পুঁজি পায় সফরকারীরা। নির্ধারিত ওভার শেষ হওয়ার এক বল আগেই সবকটি উইকেট হারিয়ে কলকাতার দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৬৯ রানে।

জবাবে ব্যাট হাতে ধাক্কা খায় মুম্বাইও। টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর দলকে টেনে তোলেন সূর্যকুমার যাদব। তার ৩৫ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংসে জয়ের আশা দেখতে থাকে ওয়াংখেড়ের নীল জার্সি পরিহিত দর্শকরা। তবে কলকাতার বোলারদের নৈপুণ্যে শেষ হাসিটা হাসা হয়নি স্বাগতিকদের। ৭ বল বাকি থাকতেই মুম্বাইয়ের সাওবকটি উইকেট তুলে নেন কলকাতার বোলাররা। মিচেল স্টার্ক একাই নেন চার উইকেট।

এই জয়ের পর পয়েন্ট তালিকার দুইয়েই অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। তবে এই ম্যাচে জয়ের দেখা পাওয়ায় ১০ ম্যাচে ১৪ পয়েন্টের সঙ্গে প্লে-অফে এক পা দিয়েই রেখেছে কলকাতা। অপরদিকে ১১ ম্যাচে মাত্র তিনটিতে জয় পাওয়া মুম্বাই চলতি আইপিএলে বেশ নিষ্প্রভ। শীর্ষ চারে ওঠার সম্ভাবনা তাদের প্রায় শেষ বললেই চলে।

সংক্ষিপ্ত স্কোরঃ

কলকাতাঃ ১৬৯ (১৯.৫ ওভার); ভেংকাটেশ ৭০। মানিশ ৪২; বুমরাহ ৩-১৮, থুশারা ৩-৪২।

মুম্বাইঃ ১৪৫ (১৮.৫ ওভার); সূর্যকুমার ৫৬, ড্যাভিড ২৪; স্টার্ক ৪-৩৩, বরুণ ২-২২।

ফলাফলঃ কলকাতা ২৪ রানে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচঃ ভেংকাটেশ আইয়ার।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

বসুন্ধরা কিংস–ঢাকা আবাহনী              

বিকেল ৫–৪৫ মিনিট > টি স্পোর্টস

আইপিএল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু–গুজরাট টাইটানস

রাত ৮টা > স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

লা লিগা 

রিয়াল মাদ্রিদ–কাদিজ                     

রাত ৮–১৫ মিনিট > র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১ 

জিরোনা–বার্সেলোনা                      

রাত ১০–৩০ মিনিট > র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১ 

ইংলিশ প্রিমিয়ার লিগ 

আর্সেনাল–বোর্নমাউথ

বিকেল ৫–৩০ মিনিট > স্টার স্পোর্টস সিলেক্ট ১

বার্নলি–নিউক্যাসল                         

রাত ৮টা > স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যানচেস্টার সিটি–উলভারহ্যাম্পটন    

রাত ১০–৩০ মিনিট > স্টার স্পোর্টস সিলেক্ট ১

জার্মান বুন্দেসলিগা 

স্টুটগার্ট–বায়ার্ন মিউনিখ  

সন্ধ্যা ৭–৩০ মিনিট > সনি স্পোর্টস টেন ৫

সৌদি প্রো লিগ

আল নাসর–আল ওয়েহদা   

রাত ১২টা > সনি স্পোর্টস টেন ৫               

;

ছন্নছাড়া জিম্বাবুয়েকে হেসেখেলে হারাল বাংলাদেশ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাত আটটায় চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস ছিল। পূর্বাভাস অনুযায়ী রাত আটটার কিছু সময় পরই হাজির হয়েছে বৃষ্টি। তাতে কিছুক্ষণ বন্ধ থাকার পর শুরু হয় ম্যাচ। কিছু সময় পর আবার বৃষ্টির হানা। দুই দফায় বৃষ্টির বাগড়া সয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিকান্দার রাজার দলকে বাংলাদেশ হারিয়েছে ৮ উইকেটে।

জিম্বাবুয়ের দেয়া ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। ৩ বলে ১ রান করে ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। তবে অন্য ওপেনার তানজিদ তামিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে দুই দফায় বৃষ্টির মধ্যেও ৫২ রানের জুটি গড়ে রানের চাকা সচল রাখেন।

দ্বিতীয় দফায় বৃষ্টি-বাধার পর খেলা শুরু হলে তেড়েফুঁড়ে খেলতে থাকেন তামিম ও শান্ত। জিম্বাবুয়ের ফিল্ডারদের ব্যর্থতায় দুইবার জীবন পেয়ে ৩৬ বলে ফিফটির দেখা পান তামিম। ফিফটির পর আরও একবার জীবন পান তিনি। শেষ পর্যন্ত ৪৭ বলে ৬৭ রান করে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষিক্ত এই ব্যাটার।

শান্ত অবশ্য ততটা ‘ভাগ্যবান’ ছিলেন না। ব্যক্তিগত ২১ রানে লুক জংওয়ের বলে ডিপ মিডউইকেটে শন উইলিয়ামসের তালুবন্দি হয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ১৮ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংসে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাওহিদ হৃদয়। তাদের ব্যাটে চড়ে ২৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে তাসকিন-সাইফউদ্দিনদের বোলিং তোপে ২০ ওভারে ১২৪ রান তুলে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ১৪ রানে ৩ উইকেট নেন তাসকিন। এক রান বেশি খরচ করে ৩ উইকেট ঝুলিতে পোরেন সাইফউদ্দিনও। দুই উইকেট পান স্পিনার শেখ মেহেদী হাসান।

ব্যাটিং ধসে ৪১ রানে ৭ উইকেট হারানো জিম্বাবুয়ে একশ ছাড়ানো সংগ্রহ পায় অষ্টম উইকেটে ক্লাইভ মাদান্দে এবং ওয়েলিংটন মাসাকাদজার লড়াকু জুটিতে। তাদের ৭৫ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় সফরকারীরা। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে উইকেটকিপার-ব্যাটার মাদান্দের ব্যাটে।

;

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে বড় চমক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

শামার জোসেফের কথা নিশ্চয়ই ভুলে যাননি। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে তার পারফরম্যান্স শিগগিরই তার নাম ভুলতে দেবে না আপনাকে। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দেন এই পেসার। 

এবার যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন জোসেফ। টি-টোয়েন্টি ফরম্যাটে অবশ্য এখনো তার অভিষেক হয়নি। এছাড়া অল্পের জন্য ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করা ব্যাটার শিমরন হেটমায়ারও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।

আজ (শুক্রবার) উইন্ডিজ ক্রিকেটের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা  টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান দলটির হয়ে বিশ্বকাপে অবসরে যাওয়া সুনীল নারাইনকে দেখা যাবে কিনা তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। তবে নারাইন কয়েকদিন আগে জানিয়ে দেন, অবসর ভেঙে ওয়েস্ট ইন্ডিজ দলে ফেরার কোনো পরিকল্পনা নেই তার।

ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন স্যামি বিশ্বকাপ দল ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, নারাইনকে দলে ফেরাতে তার সঙ্গে কথা বলেছেন তিনি। তবে যেহেতু নারাইন জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেছে, তাই তাকে রাজি করানোর কাজটা মোটেও সহজ ছিল না।

নারাইন না থাকলেও তার আইপিএল দল কলকাতার সতীর্থ আন্দ্রে রাসেল বিশ্বকাপ দলে রয়েছেন। এবার বিশ্বকাপে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল, সহ-অধিনায়ক হিসেবে থাকছেন পেসার আলজারি জোসেফ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের গ্রুপসঙ্গী নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউ গিনি।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড

;