প্লে-অফের লড়াইয়ে টিকে আছে যারা
চলতি বিপিএলের পয়েন্ট টেবিলের দিকে তাকালে আপনি নিশ্চিত করে বলতে পারবেন না যে কোন চারটি দল এবার প্লে-অফে খেলবে। তবে একটা দল নিয়ে আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে, এই বিপিএলের প্লে অফে তাদের খেলার আর কোনো সম্ভাবনা নেই।
দলটা হলো ঢাকা। নাম দুর্দান্ত ঢাকা হলেও মাঠের খেলা দিয়ে নিজেদের ‘দুর্দান্ত’ প্রমাণ করতে পারেনি তারা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের পর টানা আটটি ম্যাচে হারের দেখা পেয়েছে তারা। চলতি বিপিএলে তাদের সম্ভাবনা শেষ। বাকি ৩ ম্যাচে তারা জিতলেও যে পয়েন্ট হবে তা নিয়ে প্লে অফে খেলার সম্ভাবনা প্রায় শূন্য।
নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত পেছনের সবগুলো ম্যাচে ব্যর্থ। ব্যাটি- বোলিং অধিনায়কত্ব কোনো বিভাগেই তিনি পাস মার্ক পাননি। বাধ্য হয়ে শেষ তিন ম্যাচে তাকে একাদশ থেকে সরিয়ে দেয় ঢাকা। নতুন অধিনায়ক করে তাসকিন আহমেদকে। কিন্তু অধিনায়ক বদলে ভাগ্যে বদল হয়নি ঢাকার।
টুর্নামেন্টের সামনের বাকি তিন ম্যাচে তারা এখন কেবল অংশগ্রহণকারী দল। জিতলেও কোনো লাভ নেই। চট্টগ্রাম পর্বে খেলতে যাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে নিরুপায় এবং উদ্দেশ্যহীন দল হচ্ছে ঢাকা।
অন্যদিকে পয়েন্ট টেবিলে সবচেয়ে বেশি ৬ ম্যাচ জয়ে ১২ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স প্লে অফে এক পা প্রায় দিয়েই রেখেছে। টুর্নামেন্ট যতই সামনে বাড়ছে ততই যেন রংপুর সাফল্যের রং ছড়াচ্ছে। সাকিব আল হাসান ব্যাটে-বলে ফর্মে ফিরেছেন দারুণ দক্ষতায়। বাকি আর ৪ ম্যাচের মধ্যে একটিতে জিতলেই রংপুর রাইডার্সের প্লে অফ নিশ্চিত। যেভাবে খেলছে পুরো দলটি তাতে এখন তাদের সামনে আপাতত টার্গেট একটাই, প্লে অফে এক বা দুইয়ে থাকা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে। অধিনায়ক লিটন দাস শুরুর অফ ফর্ম কাটিয়ে উঠছেন। নিজের সেরাটা সম্ভবত জমিয়ে রাখছেন প্লে অফের জন্য।
কুমিল্লার চেয়ে এক ম্যাচ বেশি খেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। যদিও তাদের পয়েন্ট কুমিল্লার সমান ১০। বিপিএলের তৃতীয় পর্ব হবে চট্টগ্রামে। নিজ মাটিতে নিজ সমর্থকদের সামনে চট্টগ্রাম প্লে অফ নিশ্চিত করতে চায়।
ফরচুন বরিশাল টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ ম্যাচে ৪ জয় ও ৪ হার ৮ পয়েন্ট অর্জন করেছে। টুর্নামেন্টে নিজেদের ‘ফরচুন’ ঠিক রাখতে হলে বরিশালকে সামনের ম্যাচগুলোতে ভুল করলে চলবে না।
খুলনা টাইগার্স শুরুর তিন ম্যাচে জয়ের পর হারছে তো হারছেই। শেষ চার ম্যাচে টানা হারে দলটা বড় বিপদে। এনামুল হক বিজয়ের দল কি পারবে প্লে অফে খেলতে শেষের চ্যালেঞ্জ টপকাতে?
৯ ম্যাচে ৩ জয় ও ৬ হারে সিলেট স্ট্রাইকার্স পয়েন্ট টেবিলে সাত দলের মধ্যে এখন ষষ্ঠ। প্লে অফে খেলতে হলে সিলেটকে এখন নিজেদের সেরাটার সঙ্গে অপেক্ষায় থাকতে হবে পয়েন্ট টেবিলের ওপরের দিকের দলগুলো যেন হারে!
বিপিএল পয়েন্ট টেবিল:
দল |
ম্যাচ |
জয় |
হার |
পয়েন্ট |
রানরেট |
রংপুর রাইডার্স |
৮ |
৬ |
২ |
১২ |
১.৬১৩ |
কুমিল্লা ভিক্টো: |
৭ |
৫ |
২ |
১০ |
১.১৩০ |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স |
৮ |
৫ |
৩ |
১০ |
-০.৫০৫ |
ফরচুন বরিশাল |
৮ |
৪ |
৪ |
৮ |
০.৩৬৫ |
খুলনা টাইগার্স |
৭ |
৪ |
৩ |
৮ |
০.৩৬০ |
সিলেট স্ট্রাইকার্স |
৯ |
৩ |
৬ |
৬ |
-১.০৫৪ |
দুর্দান্ত ঢাকা |
৯ |
১ |
৮ |
২ |
-১.৪৫২ |