প্লে-অফের লড়াইয়ে টিকে আছে যারা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি বিপিএলের পয়েন্ট টেবিলের দিকে তাকালে আপনি নিশ্চিত করে বলতে পারবেন না যে কোন চারটি দল এবার প্লে-অফে খেলবে। তবে একটা দল নিয়ে আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে, এই বিপিএলের প্লে অফে তাদের খেলার আর কোনো সম্ভাবনা নেই।

দলটা হলো ঢাকা। নাম দুর্দান্ত ঢাকা হলেও মাঠের খেলা দিয়ে নিজেদের ‘দুর্দান্ত’ প্রমাণ করতে পারেনি তারা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের পর টানা আটটি ম্যাচে হারের দেখা পেয়েছে তারা। চলতি বিপিএলে তাদের সম্ভাবনা শেষ। বাকি ৩ ম্যাচে তারা জিতলেও যে পয়েন্ট হবে তা নিয়ে প্লে অফে খেলার সম্ভাবনা প্রায় শূন্য।

নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত পেছনের সবগুলো ম্যাচে ব্যর্থ। ব্যাটি- বোলিং অধিনায়কত্ব কোনো বিভাগেই তিনি পাস মার্ক পাননি। বাধ্য হয়ে শেষ তিন ম্যাচে তাকে একাদশ থেকে সরিয়ে দেয় ঢাকা। নতুন অধিনায়ক করে তাসকিন আহমেদকে। কিন্তু অধিনায়ক বদলে ভাগ্যে বদল হয়নি ঢাকার।

টুর্নামেন্টের সামনের বাকি তিন ম্যাচে তারা এখন কেবল অংশগ্রহণকারী দল। জিতলেও কোনো লাভ নেই। চট্টগ্রাম পর্বে খেলতে যাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে নিরুপায় এবং উদ্দেশ্যহীন দল হচ্ছে ঢাকা।

অন্যদিকে পয়েন্ট টেবিলে সবচেয়ে বেশি ৬ ম্যাচ জয়ে ১২ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স প্লে অফে এক পা প্রায় দিয়েই রেখেছে। টুর্নামেন্ট যতই সামনে বাড়ছে ততই যেন রংপুর সাফল্যের রং ছড়াচ্ছে। সাকিব আল হাসান ব্যাটে-বলে ফর্মে ফিরেছেন দারুণ দক্ষতায়। বাকি আর ৪ ম্যাচের মধ্যে একটিতে জিতলেই রংপুর রাইডার্সের প্লে অফ নিশ্চিত। যেভাবে খেলছে পুরো দলটি তাতে এখন তাদের সামনে আপাতত টার্গেট একটাই, প্লে অফে এক বা দুইয়ে থাকা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে। অধিনায়ক লিটন দাস শুরুর অফ ফর্ম কাটিয়ে উঠছেন। নিজের সেরাটা সম্ভবত জমিয়ে রাখছেন প্লে অফের জন্য।

কুমিল্লার চেয়ে এক ম্যাচ বেশি খেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। যদিও তাদের পয়েন্ট কুমিল্লার সমান ১০। বিপিএলের তৃতীয় পর্ব হবে চট্টগ্রামে। নিজ মাটিতে নিজ সমর্থকদের সামনে চট্টগ্রাম প্লে অফ নিশ্চিত করতে চায়।

ফরচুন বরিশাল টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ ম্যাচে ৪ জয় ও ৪ হার ৮ পয়েন্ট অর্জন করেছে। টুর্নামেন্টে নিজেদের ‘ফরচুন’ ঠিক রাখতে হলে বরিশালকে সামনের ম্যাচগুলোতে ভুল করলে চলবে না।

খুলনা টাইগার্স শুরুর তিন ম্যাচে জয়ের পর হারছে তো হারছেই। শেষ চার ম্যাচে টানা হারে দলটা বড় বিপদে। এনামুল হক বিজয়ের দল কি পারবে প্লে অফে খেলতে শেষের চ্যালেঞ্জ টপকাতে?

৯ ম্যাচে ৩ জয় ও ৬ হারে সিলেট স্ট্রাইকার্স পয়েন্ট টেবিলে সাত দলের মধ্যে এখন ষষ্ঠ। প্লে অফে খেলতে হলে সিলেটকে এখন নিজেদের সেরাটার সঙ্গে অপেক্ষায় থাকতে হবে পয়েন্ট টেবিলের ওপরের দিকের দলগুলো যেন হারে!

বিপিএল পয়েন্ট টেবিল:

দল

ম্যাচ

জয়

হার

পয়েন্ট

রানরেট

রংপুর রাইডার্স

১২

১.৬১৩

কুমিল্লা ভিক্টো:

১০

১.১৩০

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

১০

-০.৫০৫

ফরচুন বরিশাল

০.৩৬৫

খুলনা টাইগার্স

০.৩৬০

সিলেট স্ট্রাইকার্স

-১.০৫৪

দুর্দান্ত ঢাকা

-১.৪৫২

 

   

বাবরের মতে ২০২২ বিশ্বকাপে ভারতের বিপক্ষে জেতা উচিত ছিল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দর্শকদের তুমুল উত্তেজনা ও উন্মাদনা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুটি দল একই গ্রুপে পড়েছে। ফলে গ্রুপপর্বেই রোমাঞ্চকর ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার সুযোগ হচ্ছে ক্রিকেট প্রেমীদের। আগামী ৯ জুন মাঠে গড়াচ্ছে ম্যাচটি।

ম্যাচটি নিয়ে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ। যা ভালোই জানা আছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। এই ম্যাচটি নিয়ে তিনি নিজেও বেশ রোমাঞ্চিত। যা বাবর জানিয়েছেন পিসিবির পডকাস্টে। তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই আলোচিত হয়; আপনি বিশ্বের যেখানেই যান এটি খুব বেশি আলোচিত হয়। খেলোয়াড়রাও এই ম্যাচের উত্তেজনা টের পায়। বিষয়টি হলো প্রত্যেকে তাদের দেশকে সমর্থন করে, তাই সেই ম্যাচে ফোকাস করা হয়।’

ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে রোমাঞ্চিত থাকলেও মাঠেই মনোযোগ দিতে চান বারব। বলেন, ‘যেদিন ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে সেদিন পুরো বিশ্বের দৃষ্টি সেদিকেই থাকবে। স্বাভাবিকভাবেই, স্নায়ু থাকবে, তবে আমাদের ফোকাস রাখতে হবে, খেলার মৌলিক বিষয়গুলিতে নজর রাখতে হবে এবং সহজ ক্রিকেট খেলতে হবে। যদিও এটা সবসময় একটি চাপের ম্যাচ। তবে আপনি যত বেশি শান্ত থাকবেন এবং আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখবেন, জিনিসগুলি তত সহজ হয়ে যাবে।’

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেললেও গ্রুপপর্বে ভারতের বিপক্ষে নাটকীয়ভাবে ম্যাচ হেরেছিল পাকিস্তান। শেষ বলে ম্যাচ জিতেছিল ভারত। যা নিয়ে এখনও আফসোস আছে বাবরের। জানিয়েছেন ম্যাচটি পাকিস্তানেরই জেতা উচিত ছিল।

বলেন, ‘আমরা ২০২২ সালে, ভারতের বিপক্ষে জিততে পারতাম এবং জেতা উচিত ছিল, কিন্তু তারা তা কেড়ে নিয়েছে। তবে সবচেয়ে বেদনাদায়ক ছিল জিম্বাবুয়ের বিপক্ষে হার। এটা আরও বেশি কষ্ট দেয় কারণ আমরা ভারতের বিপক্ষে ভালো ক্রিকেট খেলেছি এবং লোকেরা আমাদের পারফরম্যান্স এবং ফাইটব্যাকের প্রশংসা করছে।’

;

টানা চতুর্থ শিরোপা জয়ের আশা বাংলাদেশ কোচের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসরের শিরোপা থেকে এক পা দুরে অবস্থান করছে স্বাগতিক বাংলাদেশ। আগের তিন আসরের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা আজ রোববার (২ জুন) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনাল নিশ্চিত করেছে।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আর মাত্র একটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে লাল সবুজের প্রতিনিধিরা। শিরোপা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাগতিক দলের কোচ আব্দুল জলিল। ম্যাচ শেষে তিনি বলেন, থাইল্যান্ডের বিপক্ষে আমরা পরিকল্পনা নিয়েই খেলতে নেমেছিলাম। কারণ তাদের কোচ এক সাক্ষাৎকারে বলেছিলেন, থাইল্যান্ড ফাইনাল ছাড়া কিছু ভাবছে না। বিষয়টি আমলে নিয়ে আমরা পরিকল্পনা সাজিয়ে ছিলাম। আমাদের লক্ষ্য ছিল প্রথমেই ২০ পয়েন্ট তুলে নেওয়া এবং যতটা সম্ভব বোনাস পয়েন্ট অর্জন করা। তাতে ছেলেরা সফল হয়েছে এবং ম্যাচে সহজ জয় পেয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কেনিয়াকেই আশা করছি। আশাকরি আমরাই শিরোপা জিতব।

অবশ্য টুর্নামেন্টের প্রথম ২ আসরের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কেনিয়া। আজকের ম্যাচে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক আরদুজ্জামান মুন্সী। ম্যাচ শেষে তিনি বলেন, ২০১৪ সালে এশিয়ান গেমসে আমরা থাইল্যান্ডের কাছে হেরেছিলাম। সে ম্যাচে তারা প্রচুর বোনাস পয়েন্ট পেয়েছিল। তাই এই ম্যাচে আমরা তাদের কঠিন প্রতিপক্ষ মনে করেছিলাম। আজ আমরাই ভাল খেলে সহজ জয় তুলে নিয়েছি। এতটা সহজ জয় পেয়ে যাব সেটা ভাবিনি।

এ ম্যাচ নিয়ে কোনো পরিকল্পনা ছিল কি না। এমন প্রশ্নে আরদু বলেন, ম্যাচের আগের দিন আমরা কোনো অনুশীলন করিনি। তার বদলে আমরা থাইল্যান্ডের খেলোয়াড়দের ভিডিও দেখে এনালাইসিস করেছি। তাদের প্রত্যেক খেলোয়াড়কে মার্ক করেছি। এবং আজকের ম্যাচে সেটা কাজে দিয়েছে। ফাইনাল প্রসঙ্গে তিনি বলেন, নেপাল বা কেনিয়া যে দলই আসুক, আশাকরি আমরা চতুর্থবারের মতো শিরোপা জিতব।

;

এমবাপে মাদ্রিদের, শুধু ঘোষণার অপেক্ষা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সাম্প্রতিক সময়ে ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত দলবদলের ঘটনার ইতি ঘটতে যাচ্ছে। সব জল্পনা-কল্পনা আর জলঘোলার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন কিলিয়ান এমবাপে।

দলবদলের তথ্যের ক্ষেত্রে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, রিয়ালের সঙ্গে চুক্তি হয়ে গেছে এমবাপের। সব নথিপত্র স্বাক্ষর শেষ। এখন আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ। আগামী সপ্তাহে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

পিএসজি ছাড়ার পর এমবাপের পরবর্তী গন্তব্য যে রিয়াল মাদ্রিদ হতে যাচ্ছে, তা অনেকটা নিশ্চিতই ছিল। তার মা ফায়জা লামারি সরাসরি রিয়ালের নাম না বললেও কিছুদিন আগে জানিয়েছেন, এমবাপে কোথায় যাচ্ছে, সেটা সবার জানা।

গত রাতে রিয়াল মাদ্রিদের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর অবশ্য এমবাপের ব্যাপারে কিছু জানাতে রাজি হননি রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং কোচ কার্লো আনচেলত্তি।

উল্লেখ্য, সাত বছর পিএসজিতে কাটানোর পর ফ্রি এজেন্ট হিসেবে প্যারিসের ক্লাবটিকে বিদায় জানিয়েছেন এমবাপে। ২০২১ সালে এমবাপের জন্য ২০০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব পিএসজিকে দিয়েছিল রিয়াল। কিন্তু সে সময় পিএসজি এবং এমবাপে কেউই রিয়ালের প্রস্তাবে কান দেয়নি।

;

টস জিতে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসভাগ্য এসেছে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। টস জিতে পাপুয়া নিউগিনিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে উইন্ডিজ অধিনায়ক রভমান পাওয়েল।

দুইবারের বিশ্বকাপজয়ী উইন্ডিজের সামনে এবার ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধারের মিশন। সে লক্ষ্যে তাদের সামনে প্রথম বাধা হয়ে দাঁড়াচ্ছে সহযোগী সদস্য পাপুয়া নিউগিনি। বিশ্বকাপের অন্য সহ-আয়োজক যুক্তরাষ্ট্র বড় জয় দিয়ে শুরু করেছে বিশ্বকাপ। এবার উইন্ডিজের সামনে সে চ্যালেঞ্জ।

টসের সময় জর্জটাউনের ঠাণ্ডা আবহাওয়াকে বোলিং নেয়ার কারণ হিসেবে বর্ণনা করেন উইন্ডিজ অধিনায়ক। পাপুয়া নিউগিনি অধিনায়ক আসাদ ভালা জানান, টসভাগ্য পক্ষে আসলে তিনিও আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিতেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, রস্টন চেজ, রভমান পাওয়েল (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ এবং গুডাকেশ মোটি

পাপুয়া নিউগিনি একাদশ

টনি উরা, আসাদ ভালা (অধিনায়ক), সেসে বাউ, হিরি হিরি, লেগা সিয়াকা, চার্লস আমিনি, কিপলিং ডরিগা, আলেই নাও, চ্যাড সোপার, কাবুয়া মোরেয়া এবং জন কারিকো

;