তামিম-সাইফউদ্দিন নৈপুণ্যে বরিশালের বড় সংগ্রহ
ঢাকা পর্বের দ্বিতীয় লেগের শেষ ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে জয়ের দিনে ১৮৯ রান তুলেছিল ফরচুন বরিশাল। এবার চট্টগ্রাম পর্বের শুরুর ম্যাচেও ঢাকার মুখোমুখি তামিমের দল। এই ম্যাচেও আগে ব্যাটিং। এবং অনেকটা সেই ম্যাচের প্রতিফলন ঘটিয়ে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলার ভেনিসের দলটি।
শুরুটা বেশ ছন্দে রেখেই করেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তবে তার ফিফটি পেরোনো ৭১ রানের ইনিংসের পর খেই হারিয়ে দলটি। বিশাল সংগ্রহের সম্ভাবনা জাগালেও তা শেষ হতে দেখা যায় চ্যালেঞ্জিং সংগ্রহের পথে। তবে সেখানে শেষ ওভারে দারুণ এক ক্যামিও খেলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাতেই বড় সংগ্রহে পৌঁছায় বরিশাল।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা রয়েসয়ে হলেও পাওয়ার প্লের শেষ দুই ওভারে রানের গতি বাড়িয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও আহমেদ শেহজাদ। শুরুর চার ওভারে ২৪ রান তোলার পর শেষ দুই ওভারে ৩০ রান যোগ করেছেন দুই ওপেনার। শেহজাদ এদিন কিছুটা দেখেশুনে খেললেও তাণ্ডব জারি রাখেন তামিম।
২৪ রান করে শেহজাদ ফিরলে ভাঙে ৭৬ রানের ওপেনিং জুটি। তবে পরবর্তীতে সৌম্যকে নিয়ে সেই গতি ধরে রাখেন তামিম। তবে দলীয় সর্বোচ্চ ৭১ করে তামিম ফিরলে কমে যায় রানের গতি। ১২ রানের মধ্যে আউট হন মাহমুদউল্লাহ, সৌম্য, মুশফিক ও মিরাজের মতো দেশি তারকারা।
তবে শেষ ওভারে অভিজ্ঞ শরিফুল ইসলামের বলে দুই চার ও দুই ছক্কায় ৬ বলে ২৩ রানের দারুণ এক ক্যামিও খেলেন সাইফউদ্দিন। সর্বোচ্চ ৩ উইকেট নেন আলাউদ্দিন বাবু।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ফরচুন বরিশাল: ১৮৬/৬ (২০ ওভার); (তামিম ৭১, সৌম্য ২৮; আলাউদ্দিন ৩/৩০, তাসকিন ২/৩০)