পাঁচ ম্যাচ পর জয় ধরা দিল বিজয়দের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুই দলের সামনেই ছিল হারের বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ। টানা ৯ ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে দুর্দান্ত ঢাকার। অন্যদিকে টানা পাঁচ হারে ধুঁকছিল খুলনা টাইগার্সও। এমন দুই লড়াই রোমাঞ্চ ছড়াতে ব্যর্থ হয়েছে। নিরুত্তাপ ম্যাচে ঢাকার চ্যালেঞ্জ সহজেই উতরে গেছে খুলনা। পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ৫ উইকেটে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে মোটেই সুবিধা করতে পারেনি ঢাকা। টুর্নামেন্ট জুড়েই তাদের ব্যাটিং নিয়ে ভুগতে হয়েছে। ১১তম ম্যাচে এসেও সে দুর্দশা কাটেনি। উদ্দেশ্যহীন ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রানের বেশি তুলতে পারেনি তারা।

বিজ্ঞাপন

দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে মোসাদ্দেক হোসেনের ব্যাটে। খুলনার হয়ে তিনটি করে উইকেট নেন দক্ষিণ আফ্রিকান পেসার ওয়েইন পারনেল এবং মুকিদুল ইসলাম।

জবাব দিতে নেমে শুরুতে হোঁচট খায় খুলনা। ১৭ রানের মধ্যেই দুই ওপেনার এনামুল হক বিজয় (০) এবং এভিন লুইসকে (৪) হারায় তারা।

তবে তিনে নেমে তরুণ পারভেজ হোসেন ইমন ৩০ বলে ৪০ রানের ইনিংস খেলে দলকে স্বস্তি দেন। আর আফিফ হোসেনের অপরাজিত ৪৩ রানের ইনিংসে ১৫.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। ২ চার এবং ৪ ছক্কায় ইনিংস সাজান আফিফ। ২৮ বলে ৩২ রানের কার্যকরী ইনিংস খেলেন উইন্ডিজ ব্যাটার শাই হোপ।

ঢাকার পক্ষে সমান দুটি করে উইকেট পান জাতীয় দলের দুই পেসার শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ।

১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চার উঠে এসেছে খুলনা। টানা দশম পরাজয়ে টেবিলের তলানিতেই ঠাঁই হয়েছে ঢাকার।