তানজিদের সেঞ্চুরিতে প্লে-অফে চট্টগ্রাম
জিতলেই প্লে-অফ নিশ্চিত। এমন সমীকরণের ম্যাচে তানজিদ তামিমের সেঞ্চুরিতে ১৯২ রানের দারুণ ভিত পেয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাড়া করতে নেমে সে রান আর টপকানো হয়নি খুলনা টাইগার্সের। ৬৫ রানে হেরে গেছে এনামুল হক বিজয়ের দল। এই জয়ের প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে চট্টলার দলটির, অন্যদিকে কাগজে-কলমে না হলেও একপ্রকার বিদায় ঘণ্টা বেজে গেছে খুলনার। শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দিলেও তাদের চ্যালেঞ্জ জানাবে নেট রানরেট।
আগের ম্যাচে ঢাকার বিপক্ষে ৭০ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন তানজিদ তামিম। সে ফর্ম টেনে এনে খুলনার বিপক্ষে সেঞ্চুরিই পেয়ে যান এই চট্টগ্রাম ব্যাটার। টি-টোয়েন্টিতে এটাই তার প্রথম সেঞ্চুরি। ৬৫ বলে ১১৬ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে একাই চট্টগ্রামের রানকে নিয়ে গেছেন পাহাড়সম উচ্চতায়।
জবাব দিতে নেমে সে পাহাড়ের নিচেই চাপা পড়েছে খুলনা। ওপেনার এনামুল হক বিজয় (৩৫) এবং তিনে নামা ক্যারিবিয়ান ব্যাটার শাই হোপ (৩১) ত্রিশোর্ধ্ব দুটি ইনিংস খেললেও বাকি ব্যাটারদের কেউ ছন্দ খুঁজে পাননি।
খুলনার ১১ ব্যাটারের মধ্যে মাত্র তিন ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের দেখা। ব্যাটিংয়ের এই যখন হাল, তখন ১৯২ রান তাড়া করার আশা দুরাশায় পরিণত হওয়াই স্বাভাবিক।
ব্যাটিং দুর্দশায় ১৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় খুলনা। চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট যায় অধিনায়ক শুভাগত হোমের ঝুলিতে।