‘ব্যক্তিগত কোনো ইস্যু’ ম্যাচে প্রভাব ফেলবে না



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে আজ (বুধবার) সন্ধ্যা ৬.৩০ টায় মিরপুরের মাঠে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। ম্যাচটিকে দর্শকরা রংপুর-বরিশালের চেয়েও সাকিব-তামিম লড়াই হিসেবে বড় করে দেখছেন। তবে এরকম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলীয় খেলা ব্যতীত কোনরূপ ব্যক্তিগত দ্বন্দ্ব বা বিষয় নিয়ে ভাবতে চায় না রংপুর ফ্র্যাঞ্চাইজি।

ম্যাচ পুর্ববর্তী সংবাদ সম্মেলনে রংপুরের প্রধান কোচ সোহেল ইসলাম জানিয়েছেন, ‘ব্যক্তিগত ইস্যু নিয়ে আমার আসলে বলার কিছু নেই। আমি আমার দল নিয়ে চিন্তা করি। প্রতিপক্ষ দলে যারা আছে তারাও দলের পার্ট। দলের পারফরম্যান্স ও প্লেয়ার– এগুলো নিয়েই মূলত চিন্তা করি। ব্যক্তিগত ইস্যু নিয়ে চিন্তা করার কোনো অপশন এখানে নেই।’

ফাইনালে জায়গা করে নিতে কেমন চাপ নিতে হচ্ছে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি জানান, 'যেহেতু প্লে-অফের ম্যাচ চলছে সেহেতু চাপ থাকবেই, এটা ওভারকাম করেই খেলতে হবে। গতকালের (সোমবারের) ম্যাচে ভালো স্কোর ছিল আমাদের। বোলিংয়ে কিছু জায়গায় আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, সেভাবে করতে পারি নাই। সে ম্যাচ নিয়ে আমরা আর চিন্তা করছি না, সামনে যা আছে এটা নিয়েই চিন্তা করছি।’

এর আগে প্রথম কোয়ালিফাইয়ারের মুখোমুখি হয়েছিল আসরের দুই হট ফেভারিট দল রংপুর ও কুমিল্লা। যেখানে সাকিবদের হারিয়ে লিটন দাসের কুমিল্লা ফাইনালে উঠে গিয়েছে। অপরদিকে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে এসেছে তামিমের বরিশাল। আজ যে দল জিতবে তারাই বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে মার্চের ১ তারিখ এবারের আসরের ফাইনাল ম্যাচে মাঠে নামবে।

   

সাকিব-মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ। যেখানে প্রায় দশ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে দেখা যাবে সাকিব আল হাসানকে। এছাড়াও ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। বাদ পড়েছেন আফিফ ও ইমন। বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুলকে।

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন ম্যাচেই জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে টাইগাররা। সিরিজের এখনও বাকি দুই ম্যাচ, শেষ দুই ম্যাচের জন্য এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দল প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দশ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন সাকিব। ডিপিএলে খেলবেন বলে প্রথম তিন ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। আবারও জাতীয় দলের জার্সি গায়ে ব্যাট ও বল হাতে নিজের ঝলক দেখাতে ফিরলেন তিনি।

এছাড়াও স্কোয়াডে ফেরত এসেছেন সৌম্য সরকার। টাইগার পেসার মুস্তাফিজুর রহমান সদ্য আইপিএল থেকে ফিরে এসে কয়েকদিন ছিলেন বিশ্রামে। চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা মুস্তাফিজ এবার দেশের হয়েও বল হাতে গর্জে উঠবেন এমনটাই আশা করছেন সমর্থকরা।

চলতি জিম্বাবুয়ে সিরিজে কোনো ম্যাচ না খেলেই এখন নতুন স্কোয়াড থেকে বাদ পড়লেন আফিফ হোসেন ও পারভেজ ইমন। মুস্তাফিজ ফিরে আসায় আরেক টাইগার পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়েছে বোর্ড। সামনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ত সূচি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ স্কোয়াডঃ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

;

স্টার্লিংকে অধিনায়ক করে আয়ারল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একে একে নিজেদের দল ঘোষণা করছে দেশগুলো। সেই তালিকায় এবার যুক্ত হলো আয়ারল্যান্ড। মঙ্গলবার রাতে আইসিসি থেকে ১৫ সদস্যের আয়ারল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষিত হয়েছে। একইসঙ্গে ক্রিকেট আয়ারল্যান্ড প্রকাশ করেছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ এবং স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের দলও।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই মূলত এই সিরিজগুলো খেলবে আয়ারল্যান্ড। যেখানে পল স্টার্লিংকে দলের নেতৃত্ব দিতে দেখা যাবে। এছাড়াও দলে জায়গা পেয়েছেন একের অধিক তরুণ-প্রতিভাবান ক্রিকেটার। বিশ্বকাপের আন্ডারডগ হিসেবে শুরুতেই আসে আয়ারল্যান্ডের নাম। নিজেদের সর্বোচ্চ পারফরম্যান্স দিয়ে সবাইকে অবাক করে দেওয়ার লক্ষ্য নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে আয়ারল্যান্ড।

আগামী ১০, ১২ ও ১৪ মে পাকিস্তানের সঙ্গে নিজেদের মাঠেই টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। ঠিক তার পরেই স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ, সেই ম্যাচগুলো হবে ১৮-২৪ মে।

উল্লেখ্য যে, এই দুটি সিরিজ এবং বিশ্বকাপের জন্য ঘোষিত আয়ারল্যান্ড দলে মোট ১৪ জন ক্রিকেটারই আছে যারা প্রত্যেকটি স্কোয়াডেই জায়গা করে নিয়েছেন।

পাকিস্তান ও ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড দলঃ পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবির্নি, কার্টিস ক্যাম্পফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ব্যারি ম্যাকার্থি, নিল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

আয়ারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডঃ পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবির্নি, কার্টিস ক্যাম্পফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জোশ লিটল, ব্যারি ম্যাকার্থি, নিল রক, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়াং।

;

বাংলাদেশের গ্রুপে জায়গা করে নিল স্কটল্যান্ড



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আগামী ৩ অক্টোবর পর্দা উঠছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে। এবার একমাত্র স্বাগতিক দেশ হিসেবে আছে বাংলাদেশ। বিশ্বকাপের এই আসরের সূচিও কয়েকিদন আগেই প্রকাশ করেছে আইসিসি।

আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে পড়েছে স্বাগতিকরা। সঙ্গে প্রতিপক্ষ হিসেবে জ্যোতিরা পেয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে। গ্রুপের সবশেষ দল হিসেবে এবার জায়গা নিশ্চিত করল স্কটিশরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারের ফাইনাল ম্যাচে মঙ্গলবার রাতে স্কটল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কার মেয়েরা। এতে নিয়ম অনুযায়ী বাংলাদেশের গ্রুপ ‘বি’-তে পঞ্চম দল হিসেবে এসেছে স্কটল্যান্ড। অপরদিকে গ্রুপ এ-তে গিয়েছে শ্রীলঙ্কা, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে টাইগার মেয়েদের বিশ্বকাপ মিশন। ১০ দল নিয়ে আসরে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে হোম অব ক্রিকেট মিরপুরে।

;

ভিসা জটিলতায় আমিরের আয়ারল্যান্ড সিরিজ শঙ্কায়



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আয়ারল্যান্ডে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাড়ি জমিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে ভিসা জটিলতার কারণে দলের বাকি সদস্যদের সঙ্গে যেতে পারেননি পেসার মোহাম্মদ আমির। ভিসার জন্য আবেদন করলেও সময়মতো তা হাতে পাননি আমির।

পিসিবি এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, পাকিস্তানের বাকি সদস্যদের সঙ্গে মোহাম্মদ আমিরও ভিসার জন্য আবেদন করেন। বাকিদের ভিসা প্রক্রিয়া বিনা ঝামেলায় সম্পন্ন হলেও মঙ্গলবার ডাবলিনে যাওয়ার আগে আমিরের ভিসা আটকিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। ফলে পাকিস্তানেই থেকে যান তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ইস্যুতে ক্রিকেট আয়ারল্যান্ডের সাথে যোগাযোগ করছে। পিসিবি একজন কর্মকর্তা ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন যে, ভ্রমণকারী স্কোয়াডের জন্য ভিসা নিশ্চিত করা এবং সময়মতো তা প্রদান করার নিশ্চয়তা দেওয়া হোস্ট বোর্ডের দায়িত্ব। তবে স্বাগতিকরা এই বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের ম্যানেজমেন্টের এক সদস্য।

এর আগে ২০১৮ সালে শেষবার আমির আয়ারল্যান্ডে গেছেন সিরিজ খেলতে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী ১০ মে থেকে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ শুরু হবে পাকিস্তানের, পরে ম্যাচ দুটো যথাক্রমে ১২ ও ১৪ মে। এই সিরিজে আমিরকে পাকিস্তানের দলে দেখতে পাওয়ার সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।

;