‘টুর্নামেন্ট শুরুতে তো বললেন বরিশাল সবচেয়ে বুড়োদের দল’
মিরপুরের মাঠে বুধবার রাতে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে হারিয়ে চতুর্থবারের মতো বিপিএলের ফাইনালে জায়গা করে নিল ফরচুন বরিশাল। অভিজ্ঞতার বিচারে টুর্নামেন্টের বাকি দলগুলোর চেয়ে কিছুটা এগিয়েই ছিল বরিশাল।
বরিশালের ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়ক তামিম ইকবালের পাশাপাশি রয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো জাতীয় দলের সিনিয়র ও অভিজ্ঞ খেলোয়াড়েরা। এই বিষয়টিকে টুর্নামেন্ট শুরুর আগে কিঞ্চিত খোঁচা মেরেই আলোচনা করেছিল সমর্থক এবং মিডিয়া। এবার সুযোগ বুঝে সেইসব সমালোচকদের উদ্দেশ্যে মুখ খুললেন মিস্টার ডিপেন্ডেবল।
রংপুরের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেওয়ার পর সংবাদ সম্মেলনে সাংবাদিকরা মুশফিককে প্রশ্ন করলেন, রান তাড়া করতে অভিজ্ঞতা কাজে লেগেছে কিনা। মুশফিক উল্টো প্রশ্ন করে বসলেন, ‘কেন ভাই, টুর্নামেন্ট শুরুর আগে তো বললেন যে বরিশাল সবচেয়ে বুড়োদের দল। এক্সপেরিয়েন্সদের টি-টোয়েন্টিতে খেলা হয় না। তো, হেয়ার উই আর।’
কথাটি আরও ব্যাখা করেও বললেন মুশফিক, ‘আমার কাছে মনে হয় এই ধারণা ভুল। অভিজ্ঞতা এবং তারুণ্য, সব সময় এগুলার মিশ্রণ থাকা লাগে যেকোনো ফরম্যাটে। টি-টোয়েন্টি বলেন, ওয়ানডে বলেন, টেস্ট বলেন। আর এটাই হচ্ছে দুনিয়ার একটা নিয়ম। নতুনরা আসবে, পুরোনোরা চলে যাবে এবং তাদের সংমিশ্রণে ওই জিনিসটা তৈরি হয়ে যাবে। ওই লিগেসিটা আমরা যারা আছি তারা যেন রেখে যেতে পারি এবং বাকিরা যেন এখান থেকে বড় হয়।’
কেউ বুড়ো বললে এটাকে মোটিভেশন হিসেবে নেন কিনা এই প্রশ্নের জবাবে মুশফিক জানান, ‘না ভাই, আমাকে উজ্জীবিত করে না। আমার কাছে খারাপ লাগে। আপনি যদি এখনো অনেক ইয়াং প্লেয়ারদের আমার সামনে আনেন, আমি অবশ্যই নিশ্চিত আমার ফিটনেসের ধারেকাছেও তারা থাকতে পারবে না। আমি এটা লিখে দিতে পারি। ফিটনেসের মানদণ্ড কীভাবে দেবেন? বয়স বা ধরেন পারফরম্যান্স। আমার কাছে মনে হয় পারফরম্যান্সটাই আসল। বয়স শুধু সংখ্যা।‘