বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পর বিপিএলে খেলতে চায় নোয়াখালী!
বিপিএলের প্রতিটি আসরই থাকে বিতর্কে ঠাঁসা। আয়োজনে অব্যবস্থাপনা থেকে মাঠের ক্রিকেট-সবকিছু নিয়েই সমর্থক ও বিশ্লেষকদের অভিযোগ থাকে ঢের। তবে ২০২৪ বিপিএল এই দিক দিয়ে ব্যতিক্রম। প্রায় বড় কোনো বিতর্ক ছাড়াই পর্দা নেমেছে বিপিএলের। ছিমছাম আয়োজনের জন্য প্রশংসিত হচ্ছে বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিল। সফল বিপিএল আয়োজনের পর এবার টুর্নামেন্টের কলেবর বাড়ানো নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক স্থানীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে জানিয়েছেন নতুন কয়েকটি দলের আগ্রহের কথা, ‘দল বাড়ানোটা খুব কঠিন। আমাদের কাছে ইতোমধ্যে রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে।’
তবে বর্তমান প্রেক্ষাপটে বিপিএলে নতুন দল অন্তর্ভুক্ত করা সম্ভব নয় বলেও জানান এই বিপিএল কর্তা, ‘বর্তমানের কোনো দল যদি না থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা ওই দলগুলোর কাউকে আনতে পারি। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াবো সেটা চ্যালেঞ্জিং।’
বিপিএলে এখন নতুন দল কেন যুক্ত করা কঠিন হবে, সে বিষয়টিও খোলাসা করেছেন মল্লিক, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময় বের করা। জাতীয় দলের খেলার পর যে সময়টা বাকি থাকে সেই সময়টুকুর মধ্যেই আমাদেরকে বিপিএল আয়োজন করতে হয়। একটা দল বাড়ানো মানে প্রায় দশটা দিন আরও অতিরিক্ত লাগে।’