ঘুরে দাঁড়াচ্ছেন উইলিয়ামসন-সাউদিরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্রাইসচার্চ টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে মলিন ছিল নিউজিল্যান্ড। কেউই এদিন বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি, নিজের শততম টেস্ট খেলতে নামা কেন উইলিয়ামসনও সাজঘরে ফিরেছেন মাত্র ১৭ রানে, দলীয় মাত্র ১৬২ রানেই সবকটি উইকেট হারায় স্বাগতিকরা।

জবাবে ব্যাট করতে নেমে মোট ২৫৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন মার্নাস লাবুশেন, তবে নার্ভাস নাইটিতে সাউদির ওভারে কাটা পড়েন তিনি। কিউইদের হয়ে এদিন নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন ম্যাট হেনরি। ৬৭ রান খরচ করে ৭টি উইকেট শিকার করেছেন এই পেসার।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনে আজ (শনিবার) ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে উইকেটে আছেন ওপেনার টম লাথাম ও রাচিন রবীন্দ্র। ৪০ রানের লিডে আছে স্বাগতিকরা।

৬৫ রানে অপরাজিত আছেন টম লাথাম

 

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

নিউজিল্যান্ড: ১৬২ ও ১৩৪/২ (৫০ ওভার)

(লাথাম ৬৫*, উইলিয়ামসন ৫১, রাচিন ১১*, ইয়ং ১; কামিন্স ১/২১, স্টার্ক ১/৩৯)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৫৬ (৬৮ ওভার)

(লাবুশেন ৯০, স্টার্ক ২৮; হেনরি ৭/৬৭; ফিলিপস ১/১৪, সাউদি ১/৬৮)