মাশরাফিদের জয়রথ থামাল মোহামেডান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পাঁচ রাউন্ডের খেলা শেষ হয়েছে। পাঁচ রাউন্ড শেষে একমাত্র অপরাজিত দল আবাহনী লিমিটেড। আকাশি-হলুদদের সঙ্গী হওয়ার সুযোগ ছিল লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে। কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়াল মোহামেডান। পঞ্চম রাউন্ডের ম্যাচে ৬ উইকেটে রূপগঞ্জকে হারিয়ে তাদের জয়রথ থামিয়েছে সাদাকালোরা।

ফতুল্লার খানসাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠায় মোহামেডান। তবে সাদাকালোদের দুই বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং মোঃ আসিফ হাসানের ঘূর্ণিতে ৪৭.১ ওভারে ১৭৮ রানেই অলআউট হয়ে যায় তারা। দুই স্পিনারই তুলে নেন তিনটি করে উইকেট। দুই উইকেট যায় পেসার কামরুল হাসান রাব্বির ঝুলিতে।

বিজ্ঞাপন

রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান আসে শামিম পাটোয়ারির ব্যাটে। ২১ রান করেন অভিজ্ঞ মাশরাফি বিন মুর্তজা।

জবাব দিতে নেমে ৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে মোহামেডান। তবে ওপেনার রনি তালুকদারের ৯২ রানের হার না মানা ইনিংসে ৪১.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৫৯ রান আসে দারুণ ফর্মে থাকা মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটেও। ৯ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে ভিড়িয়ে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ রিয়াদ।

বিজ্ঞাপন

এদিকে বিকেএসপির ৪ নম্বর মাঠে পারটেক্সকে ১২৮ রানে হারিয়ে দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শাইনপুকুরের দেয়া ২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ ওভারে ১২৯ রান করতেই অলআউট হয়ে যায় পারটেক্স।

দিনের অপর ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর গাজী টায়ার্সকে ২ উইকেটে হারিয়ে চলতি আসরে প্রথম জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।