অধিনায়ক জ্যোতির ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইনিংসের প্রথম বলেই সাজঘরে ওপেনার দিলার আক্তার। পরে দলীয় ২ রানের মাথায় সাজঘরে আরও এক ব্যাটার। এতে অজিদের বিপক্ষে ওয়ানডেতে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েদের হতশ্রী পারফর্মের শঙ্কা জাগে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেও। তবে সেখানে ব্যাটিং দৃঢ়তা দেখালেন স্বাগতিকদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার অপরাজিত ৬৩ রানের সুবাদে চ্যালেঞ্জিং লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

মিরপুর হোম অব ক্রিকেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিজ্ঞাপন

টসে জিতে ব্যাট করতে নেমে ২ রানেই ২ উইকেট হারিয়ে আরও একবার ব্যাটিং ধসের আশঙ্কা জাগে স্বাগতিক দলে। তবে অধিনায়ক জ্যোতির নৈপুণ্যে সেই রান খরা কাটিয়ে ওঠে বাংলাদেশ। তৃতীয় উইকেটে মুরশিদাকে নিয়ে ৫৭ রানে জুটি এবং চতুর্থ উইকেটে ফাহিমাকে নিয়ে ৬০ রানের গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়েন জ্যোতি। ৬৪ বলে ৭ চারে ৬৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। এদিকে মুরশিদা করেন ২০ এবং ফাহিমা করেন ২৭ রান। 

অজিদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন সফরজুড়ে বল হাতে দারুণ ছন্দে থাকা সোফি মলিনিয়া। 

বিজ্ঞাপন