ফোডেনের জোড়ায় ব্রাইটনের জালে সিটির হালি



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জয়টা অনুমেয়ই ছিল। এরপরও নিয়মিত অঘটন ঘটা প্রিমিয়ার লিগে ম্যাচ শেষ না হওয়ার আগ পর্যন্ত বলা যায় না কিছুই। তার ওপর ম্যাচটা যে প্রতিপক্ষের ডেরায়। তবে সে রকম কিছু হয়নি এই ম্যাচে। প্রত্যাশিতভাবেই জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। আর সেই জয়টাও এসেছে ব্রাইটনকে ০-৪ গোলে ধসিয়ে দিয়ে। ম্যাচে জোড়া গোল করে সিটির জয়ের নায়ক ফিল ফোডেন।

এ জয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্ট ব্যবধান কমে নেমে এসেছে এখন মাত্র ১-এ। এ ম্যাচ শেষে ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট এখন সিটির। অন্যদিকে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৪ ম্যাচে ৭৭। লিভারপুলের পয়েন্ট ৭৪। প্রিমিয়ার লিগে সিটির ম্যাচ বাকি আর ৫টি। অন্যদিকে আর্সেনাল ও লিভারপুলের বাকি ৪টি করে ম্যাচ। লিগ শিরোপা জয়ের সুযোগ আছে এই তিন’দলের সামনেই।

এদিন ম্যাচ শুরুর ১৭ মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন কেভিন ডি ব্রুইনা। এরপর ২৬ ও ৩৪ মিনিটে পরপর গোল করে জোড়া গোলের উদযাপন সারেন ফিল ফোডেন। প্রথমার্ধেই ব্রাইটনকে ছিটকে দেন ম্যাচ থেকে।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও ব্যবধান বাড়াতে আক্রমণ শানিয়েছে সিটিজেনরা। তবে ততক্ষণে অনেকটাই নিজেদের রক্ষণ গুছিয়ে ফেলেছে ব্রাইটন। তাই দ্বিতীয়ার্ধে খুব বেশি গোল হয়নি। এরপরও ৬২ মিনিটে দলের ব্যবধান ০-৪ করেন হুলিয়ান আলভারেজ। শরিক হন দলের হালি উৎসবে।

   

রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় আল নাসরের



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বয়সের সঙ্গে যেন পারফরম্যান্সটা আরও ধারালো হয়ে উঠছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। আল নাসরের হয়ে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি। গতরাতে আরও একটি হ্যাটট্রিকের দেখা পেলেন এই ফরোয়ার্ড। সৌদি লিগে সাত ম্যাচের তিনটিতেই হ্যাটট্রিক আদায় করলেন ৩৯ বছর বয়সী এই তারকা ফুটবলার।

গতরাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল ওয়েহদার বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পেয়েছে রোনালদোর দল আল নাসর। যেখানে তার হ্যাটট্রিক ছাড়াও বাকি তিনটি গোল করেন ওতাভিও, সাদিও মানে ও মোহাম্মদ আল-ফাতিল।

এদিন ঘরের মাঠে শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। পরে দ্বাদশ মিনিটে ব্যবধান বাড়ান। প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় আল নাসর। বিরতির পর আরও এক গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। শেষে আল-ফাতিলের গোলের মাধ্যমে বিশাল জয় পায় স্বাগতিকরা। 

চলতি মৌসুমে মোট চারটি হ্যাটট্রিকের দেখা পেলেন রোনালদো। এছাড়াও ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এই মহাতারকার মোট গোলের সংখ্যা দাঁড়াল ৫২টি। এদিকে আল নাসরের হয়ে এখন পর্যন্ত মোট ছয়টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। তার ২২ বছরের ক্যারিয়ারের ৬৬তম হ্যাটট্রিক ছিল এটি। 

২৭ ম্যাচ ৩২ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে আছেন রোনালদো। বড় ব্যবধানের এই জয়ের পর ৩০ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৭৪। এদিকে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৮৩।

;

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশ ‘বি’ গ্রুপে



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে নেই আর এক মাসও। আগামী ২ জুন থেকে টুর্নামেন্টটি যৌথভাবে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। চলতি বছরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশকাপও। বাংলাদেশের মাটিতে এই টুর্নামেন্টটি আগামী অক্টোবরে শুরু হওয়ার বিষয়টি জানা গিয়েছিল আগেই। এবার পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করলো আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল)। 

ঢাকার এক হোটেলে আজ (রোববার) বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। আগামী ৩ অক্টোবর পর্দা উঠবে আসরের মূলপর্বের। দশটি দল খেলবে দুটি আলাদা গ্রুপে ভাগ হয়ে। সেখানে গ্রুপ ‘বি’-তে আছে স্বাগতিক বাংলাদেশ। গ্রুপটির বাকি চার দল দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার ২।

এদিকে গ্রুপ ‘এ’-তে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও কোয়ালিফায়ার ২। 

গ্রুপ পর্বে দলগুলো সিঙ্গেল রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে চারটি করে ম্যাচ। সেখান থেকে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি পৌঁছাবে সেমি-ফাইনালে। 

৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গড়াবে দুটি ম্যাচ। বিকেল ইংল্যান্ডের বিপক্ষে নামবে দক্ষিণ আফ্রিকা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় ৭টাই কোয়ালিফায়ার ২ এর বিপক্ষে নামবে বাংলাদেশের মেয়েরা। 

১৮ দিনের টুর্নামেন্টটিতে মোট ম্যাচ ২৩টি। ঢাকা ও সিলেটে হবে আসরের সব ম্যাচগুলো। ২০ অক্টোবর টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকায়। 

;

জয়ের লক্ষ্যেই মাঠে নামছে শান্তরা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে জিম্বাবুয়ে। চট্টগ্রামে প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। আজ একই মাঠে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও সফরকারী জিম্বাবুয়েকে ছোট করে দেখছে না বাংলাদেশ। কারণ জিম্বাবুয়েরও আছে একের অধিক অভিজ্ঞ ক্রিকেটার, যারা এর আগেও টাইগারদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এবং ম্যাচ জেতার নজিরও তাদের আছে। তবে প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়ার পর বেশ আত্মবিশ্বাসী পুরো বাংলাদেশ দল।

দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে নিজের নৈপুণ্য দেখিয়েছেন টাইগার পেসার সাইফউদ্দিন। এছাড়া তাসকিন আহমেদও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে ছিলেন দারুণ। ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম। শেষ ম্যাচে তার ৪৭ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংসের মাধ্যমেই সহজভাবে জয়ের বন্দরে পৌঁছে গেছে বাংলাদেশ।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচেও নিজেদের জয়ের ধারা এবং পারফরম্যান্স ধরে রাখতেই মাঠে নামবে বাংলাদেশ। সম্ভবত অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।

;

বার্সার হারে লিগ শিরোপা রিয়ালের



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি মৌসুমের লা লিগা শিরোপা পেতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, এটা বেশ কয়েকদিন ধরে প্রায় নিশ্চিতই ছিল। তবুও কাগজে-কলমের হিসেবে শিরোপার দাবীদার হিসেবে বার্সেলোনার নামও ছিল, তাই এতদিন লিগের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হচ্ছিল না।

তবে শনিবার রাতে কাদিজের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ঠিক তার পরের ম্যাচেই জিরোনার কাছে হোঁচট খেয়েছে বার্সেলোনা। আর এতেই ২০২৩-২৪ মৌসুমের লা লিগা শিরোপা আনুষ্ঠানিকভাবে নিজেদের নামে করে নিল স্প্যানিশ জায়ান্টরা। পাশাপাশি নিজেদের ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেল জিরোনা।

এদিন নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই কাদিজকে চাপে রাখে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কেউই। বিরতির পর ৫১তম মিনিটে ডেডলক ভাঙ্গেন ব্রাহিম দিয়াজ। এরপর তার অ্যাসিস্ট থেকে ৬৮তম মিনিটে গোল পান জুড বেলিংহাম। শেষে যোগ করা সময়ে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি আদায় করেন জোসেলু। ফলে ৩-০ গোলের দাপুটে জয় পায় তারা।

তবে নিজেরা জিতলেও আনুষ্ঠানিকভাবে শিরোপা নিজেদের নামে করে নিতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে রিয়ালকে। কারণ বার্সেলোনা যদি নিজেদের ম্যাচে জয়ের দেখা পেত তাহলে কাগজে-কলমে তারাও শিরোপার দৌড়ে থাকত। তবে তা হয়নি।

শিরোপাহীন মৌসুম কাটিয়ে হতাশ বার্সেলোনা

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়া বার্সা জিরোনার কাছে শেষ পর্যন্ত হেরেছে ৪-২ গোলে। অথচ গোলের উদ্দেশ্যে শট কিংবা বলের দখল, সবদিকেই এগিয়ে ছিল জাভির শিষ্যরা। কিন্তু শেষ রক্ষা হলো না তাদের। শিরোপা বিহীন মৌসুম কাটাতে হলো কাতালান এই ক্লাবকে।

বার্সেলোনার এই হারের পর লা লিগার পয়েন্ট তালিকায় তিনে নেমে এসেছে তারা, ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট তাদের। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা জিরোনার পয়েন্ট ৭৪। আর ৮৭ পয়েন্টের সঙ্গে লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

;