মমতাজ বললেন, বাংলাদেশ কাবাডি দল ‘আগুনের গোলা’
‘কেমন আছেন সবাই? খেলাটা কেমন লাগলো? এটা কিন্তু আমাদের জাতীয় খেলা। এখানে এসে আমার খুব ভালো লেগেছে। জানি আপনাদেরও ভালো লেগেছে।’ আজ শুক্রবার (৩১ মে) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এভাবেই নিজের অভিমত ব্যক্ত করলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে আমন্ত্রিত অতিথি হয়ে বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সব খেলোয়াড়কে মজা করে ‘আগুনের গোলা’ বলে অভিহিত করেন। সেই সঙ্গে বাংলাদেশের কাবাডির নানা দিক নিয়ে কথা বলেন।
থাইল্যান্ড-কেনিয়া ম্যাচ শেষে ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করতে মাঠে ডাকা হয় মমতাজকে। পুরস্কার দেয়ার পর কিছু কথা বলেন তিনি। তারপরেই দর্শকদের অনুরোধে মমতাজ নিজের একটি জনপ্রিয় গানের কয়েক লাইন গেয়ে স্টেডিয়াম মাতিয়ে দিলেন, ‘নান্টু ঘটকের কথা শুইনা/অল্প বয়সে করলাম বিয়া/মুরব্বিরা কইলো সবাই নো টেনশন নো চিন্তা/পাইছো জীবনে দারুণ একখান পোলা/পোলাতো নয় সে যে আগুনের গোলা ...।’ তারপরেই মমতাজ বলেন, ‘বাংলাদেশ কাবাডি দলের প্রত্যেকেই যেন একেকজন আগুনের গোলা!’
এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপনে মমতাজ বলেন, ‘কাবাডি আমাদের জাতীয় খেলা। আমি খুবই খুশি যে এ ধরনের আয়োজনে আসতে পেরে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আসলাম। সত্যিকার অর্থে আমাদের দেশে অনেক খেলাই জনপ্রিয়। যেমন ক্রিকেট ও ফুটবল। কিন্তু কাবাডিই আমার কাছে বেশি ভালো লাগে। খেলাটি কিন্তু দারুণ উত্তেজনাময়। ছোটবেলায় এই খেলাটি কিছুটা খেলেছি, দেখেছিও অনেক। এভাবেই বড় হয়েছি। এই খেলাটির সঙ্গে আমরা যেভাবে পরিচিত, নতুন প্রজন্ম এই খেলাটির সঙ্গে সেভাবে পরিচিত নয়। আয়োজকরা যেভাবে এই টুর্নামেন্টটি আয়োজন করছে, তাতে করে এই খেলাটি নতুন প্রজন্মের কাছে ভালোভাবেই পৌঁছে যাবে। খেলাটি আরও ছড়িয়ে দিতে আরও বেশি প্রচার-প্রসার দরকার। খেলাটিকে আরও এগিয়ে নিতে পৃষ্ঠপোষকদের বেশি করে এগিয়ে আসতে হবে।’
এই টুর্নামেন্টে বাংলাদেশ দল প্রসঙ্গে মমতাজের ভাষ্য, ‘জানি এই আসরে ১২ দেশ অংশ নিয়েছে। আশাকরি বাংলাদেশ ফাইনালে খেলবে এবং চ্যাম্পিয়নও হবে। সেই শুভক্ষণের অপেক্ষায় রইলাম।’