‘আতিকের মৃত্যু ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি’

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শুটার আতিকুর রহমান

শুটার আতিকুর রহমান

বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র শুটার আতিকুর রহমানের মৃত্যুতে শোকাহত গোটা ক্রীড়াঙ্গন। আজ বুধবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে শুটার আতিকের বয়স ছিল ৫৯ বছর।

কমনওয়েলথে প্রথম স্বর্ণজয়ী শুটার আতিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি। শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

শোকবার্তায় মন্ত্রী নাজমুল হাসান বলেন, ‘কমনওয়েলথ গেমস শুটিংয়ে বাংলাদেশের প্রথম স্বর্ণজয়ী শুটার আতিকুর রহমান। দেশের শুটিং এর উন্নয়ন তথা গোটা ক্রীড়াঙ্গনে তাঁর অনবদ্য অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

১৯৯০ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ড কমনওয়েলথ গেমসে আতিকুর রহমান ১০ মিটার পিস্তল ইভেন্টে আব্দুস সাত্তার নিনির সঙ্গে জুটি গড়ে স্বর্ণ জেতেন। ব্যক্তিগত ইভেন্টে জেতেন ব্রোঞ্জ। কমনওয়েলথের পাশাপাশি দক্ষিণ এশিয়ান গেমসেও স্বর্ণ জয়ের কৃতিত্ব রয়েছে আতিকুর রহমানের।

এমন অর্জনের স্বীকৃতিও পেয়েছেন তিনি। শুটার আতিক পেয়েছেন দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার।