শিক্ষার্থীদের যে বার্তা দিলেন আসিফ নজরুল
ছাত্রজনতাকে ধৈর্য ও ধরার ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ দুপুরে নিজের ফেসবুকে ৩৮ সেকেন্ডের একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
ভিডিও বার্তায় জানান, সেনাপ্রধানের সঙ্গে কথা বলে আমার কাছে মনে হয়েছে আমারা ছাত্র জনতার যে আকাঙ্খা, যে প্রত্যাশা সেগুলো সেনাপ্রধান বুঝতে পেরেছে। আমার সন্তানসম ছাত্র, জনসাধারণ, তরুণ সমাজের প্রতি আকুল অনুরোধ আমরা ধৈর্য ধরুন। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এই দেশটা আমাদের। এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হবো।
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের সদস্যদের নিয়ে বৈঠক করেন। সেনা সদরের এই বৈঠকে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।