বার্সার সঙ্গে দেড় যুগের সম্পর্কের ইতি টানলেন রবের্তো
২০১৭ সালের ৮ই মার্চ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে স্পেনের ক্যাম্প ন্যু-তে মুখোমুখি হয়েছিল স্বাগতিক বার্সেলোনা এবং পিএসজি। প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে থাকা বার্সা ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই যেন মাঠে নেমেছিল। শেষ পর্যন্ত হলোও তাই। ফুটবল প্রেমীরা সেই রাতে ঐতিহাসিক এক ঘটনার সম্মুখীন হলো!
প্রথম লেগে এক হালি গোল হজম করা বার্সা ঘরের মাঠে এসে পিএসজিকে দ্বিতীয় লেগে মোট ৬-১ গোলে হারিয়ে গড়ল ইতিহাস। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে কোনো দলই এত বড় ব্যবধানে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়াতে পারেনি। ঐতিহাসিক এই ম্যাচের শেষ মুহুর্তে জয়সূচক গোলটি এসেছিল বার্সেলোনার তরুণ রাইটব্যাক সের্হি রবের্তোর পা থেকে।
প্রায় ১৮ বছর ধরে রবের্তো ছিলেন বার্সা শিবিরে। কম সময় তো না! দেড় যুগ পর এবার বিদায়ের ঘোষণা দিলেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। বার্সেলোনার সঙ্গে সবশেষ মৌসুম পর্যন্ত চুক্তি ছিল তার। চুক্তি আর না বাড়িয়ে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বার্সেলোনাকে বিদায় বলবেন তিনি।
বার্সাকে বিদায় দেওয়ার ঘোষণাটা রবের্তো দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। স্পেনের সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো রবার্তোর ঘনিষ্ঠজনদের বরাতে খবর দিয়েছে যে, আগামীকাল (মঙ্গলবার) অডিটরিয়াম ১৮৯৯–তে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রিয় ক্লাবকে বিদায় জানাবেন তিনি।
তবে তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়ে কিছুই স্পষ্ট করে জানাননি এই স্প্যানিশ তারকা। তবে তার ঘনিষ্ঠ মহলের কাছ থেকে জানা গিয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার আগ্রহ আছে তার।
বার্সেলোনার সঙ্গে রবের্তো পথ চলতে শুরু করেছিলেন ২০০৬ সালে। শুরুটা হয়েছিল যুব দলে। এরপর ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেছেন ‘বি’ দলের হয়ে। এরপর বার্সার মূল দলের নিয়মিত মুখে পরিণত হন তিনি।
১৪ বছরে স্প্যানিশ জায়ান্টের হয়ে মোট ৩৭৩টি ম্যাচ খেলেছেন রবের্তো। ১৯টি গোল আদায়ের পাশাপাশি নিজের সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩৯টি গোল। বার্সার অন্যতম সেরা দলের সদস্য হিসেবে তার ঝুলিতে আছে ২টি চ্যাম্পিয়নস লিগ, ৭টি লা লিগা, ৬টি কোপা দেল রে, ৩টি স্প্যানিশ সুপার কাপ এবং একটি করে উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ।
এই প্রজন্মের বার্সেলোনা ভক্তদের পছন্দের ফুটবলারদের তালিকায় নিঃসন্দেহেই থাকবে সের্হি রবের্তোর নাম। তিনিও সম্ভবত প্রিয় এই ক্লাবকে মনে রেখেই ক্যারিয়ারের বাকি পথটুকু পাড়ি দিবেন।