দ্বিতীয় টেস্টেও টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রথম টেস্টে বাংলাদেশ টস জিতেছিল, নিয়েছিল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। দ্বিতীয় টেস্টেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তই জিতলেন টসে। এবারও নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্তই।
টস জিতে শান্ত বললেন, ‘আমরা প্রথমে বল করতে চাই। উইকেটে কিছুটা আর্দ্রতা দেখা যাচ্ছে। আমি মনে করি এটা আমাদের সিমারদের সাহায্য করবে। শেষ ম্যাচে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু সেটা এখন অতীত। আমরা সামনের দিকে তাকাচ্ছি এখন। এই টেস্টে আমরা শুধু আমাদের প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করব।’
বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। তাসকিন আহমেদ ফিরেছেন শরিফুল ইসলামের জায়গায়। ওদিকে পাকিস্তান দলে আছে দুটি পরিবর্তন। দুই তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি আর নাসিম শাহকে বসিয়ে তাদের জায়গায় স্পিনার আবরার আহমেদ, ও মীর হামজাকে দলে এনেছে পাকিস্তান।