মাসুদ-সাইমের জুটিতে দিনের শুরুটা পাকিস্তানের
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের খেলা শুরু হলো দ্বিতীয় দিনে এসে। প্রথম দিনের খেলা ভেস্তে গেছে বৃষ্টিতে। পরে টসে হেরে ব্যাট করতে নেমে দিনের প্রথম সেশন শেষে চালকের অবস্থানে থাকল স্বাগতিকরা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২৫ ওভার শেষে ১ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৯৯ রান।
টেস্টের দ্বিতীয় দিনে এসে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সফরকারীদের দলের এসেছে একটি পরিবর্তন। চোটের কারণে এই টেস্টে নেই শরিফুল এবং তার পরিবর্তে জায়গা মিলেছেন তাসকিন আহমেদের।
সেখানে ১৪ মাস পর টেস্টে ফিরে প্রথম ওভারেই স্বাগতিকদের পেস তোপে ভোগান তাসকিন। ইনিংসের প্রথম ওভারেই শেষ বলে দারুণ এক ইনসুইংয়ে বোল্ড করেন ওপেনার আবদুল্লাহ শফিককে।
তখনও পাকিস্তানের খাতায় ওঠেনি কোনো রান। তবে সেই চাপ অনায়াসেই সামলে নেন অধিনায়ক শান মাসুদ ও আরেক ওপেনার সাইম আইয়ুবের এখন পর্যন্ত অপরাজিত ৯৯ রানের জুটি। অনেকটা ওয়ানডে মেজাজে খেলে ৫৪ বলেই ফিফটি তুলে মাসুদ অপরাজিত আছেন ৫৩ রানে। অপরপ্রান্তে সাইম ব্যাট করছেন ৪৩ রানে।