পাকিস্তান অলআউট, মিরাজের ফাইফার

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। আজ (শনিবার) দ্বিতীয় দিনের শুরুটা স্বাগতিকরা নিজেদের আয়ত্তে রাখলেও দিন শেষে বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে খেলা। টাইগার স্পিনারদের দাপটের দিনে ৮৬তম ওভারে দলীয় ২৭৪ রানে সবকটি উইকেট হারায় পাকিস্তান। মেহেদি হাসান মিরাজ তুলে নিয়েছেন নিজের টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের দশম ফাইফার। দিনের শেষভাগে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ২ ওভারে বিনা উইকেট হারিয়ে করেছে ১০ রান।

আরও বেশ কিছুক্ষণ আগেই স্বাগতিকদের ইনিংস শেষ হয়ে যেতে পারত। তবে সালমান আঘার ক্যাচটি তালুবন্দি না করতে পারাই যেন ভুগেয়েছে টাইগার বোলারদের। শূন্য রান থাকাকালীন দ্বিতীয়বার সুযোগ পেয়ে তা ভালোমতোই কাজে লাগিয়েছেন সালমান, আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে আদায় করেছেন নিজের অর্ধশতকও। তার ব্যাটে ভর করেই রানের পাল্লা ভারি করেছে পাকিস্তান।

বিজ্ঞাপন

প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর আজ দ্বিতীয় দিনের শুরুটা ভালই করেছিল পাকিস্তান। তবে ২৮তম ওভারে সেই ডেডলক ভাঙেন মিরাজ। লেগ বিফোরের ফাঁদে ফেরান অধিনায়ক মাসুদ। আবরার আহমেদকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ইনিংসের শেষ উইকেটটিও তুলে নেন মিরাজই।

প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৯৯ রান থেকে দ্বিতীয় সেশন শেষে ৫৫ ওভারে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৮৩ রানে। এরপরই যেন নিজের ঝলক দেখান টাইগার স্পিন অলরাউন্ডার মিরাজ। মোট ৬১ রান খরচ করে ৫ উইকেট শিকার করেছেন তিনি।

বিজ্ঞাপন

স্বাগতিকদের ইনিংস শেষ হলেও দ্বিতীয় দিনের ওভার বরাদ্দ ছিল। তাই দিন শেষ হওয়ার আগ মুহূর্তে ব্যাট হাতে মাঠে নামেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। প্রথম বলেই ব্যাটের কোণায় লেগে বল চলে যায় স্লিপারের হাতে, তবে তিনজন স্লিপার মিলেও বলটি তালুবন্দি করতে ব্যর্থ হয় পাকিস্তানের ফিল্ডাররা। দুই ওভার ব্যাটিং করে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১০ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাকিস্তান ১ম ইনিংসঃ ২৭৪/১০ (৮৫.১ ওভার); সাইম ৫৮, শান ৫৭, সালমান ৫৪, বাবর ৩১, রিজওয়ান ২৯;  মিরাজ ৫-৬১, তাসকিন ৩-৫৭, সাকিব ১-৩৪, নাহিদ ১-৫৮

বাংলাদেশ ১ম ইনিংসঃ ১০/০ (২ ওভার); সাদমান ৬* জাকির ০*; খুররম ০-১, হামজা ০-৫

বাংলাদেশ ২৬৪ রানে পিছিয়ে